সলমন খানের পরিবারে শোকের ছায়া। সলমন খানের পাশে ছায়ার মতো থাকা দেহরক্ষী শেরার জীবনে নেমে এসেছে গভীর শোক। মারা গিয়েছেন তাঁরা বাবা। পরিবারকে কাঁদিয়ে ইহলোক থেকে পরলোকের উদ্দেশ্যে গমন করেছেন তিনি।
আরও পড়ুন: বৃদ্ধার হাতে চুমু রণবীরের, করলেন প্রণামও! নায়ককে ভালোবাসায় ভরে দিলেন নেটিজেনরা
তাঁর বাবা মিস্টার সুন্দর সিং জলি বয়স হয়েছিল ৮৮ বছর। ক্যানসারে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। সুন্দর সিংয়ের শেষকৃত্য মুম্বইয়ের আন্ধেরি পশ্চিমের ওশিওয়ারা শ্মশানে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: 'বাথরুমে গিয়ে কেঁদে এসেছি…', দেবের নাম না করেই বিচ্ছেদের স্মৃতি উসকে যা বললেন শুভশ্রী
কোন অসুখে ভুগছিলেন শেরার বাবা?
তিনি বহু বছর ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। অনেক দিন ধরেই তাঁর শরীরে বাসা বেঁধে ছিল এই ভয়ঙ্কর মারণরোগ। সলমন খানের দেহরক্ষী শেরার বাবা সুন্দর লাল জলি গত বেশ কয়েক বছর ধরে গুরুতর অসুস্থ ছিলেন।
টাইমস নাউয়ের প্রতিবেদন অনুসারে, শেরা তাঁর বাবার মৃত্যুর খবর জানিয়ে বলেন যে, তাঁর শেষযাত্রা আজ অর্থাৎ বৃহস্পতিবার বিকেল ৪টায় আন্ধেরির ওশিওয়ারায় তাঁদের বাসভবন থেকে শুরু হবে।
আরও পড়ুন: চর্চিত বান্ধবী আরজে মাহভাশের খুশির খবরে এ কী মন্তব্য করলেন চাহাল!শোরগোল নেটপাড়ায়
একটি বিবৃতি জারি করে শেরা সকলকে জানান যে, 'আমার বাবা শ্রী সুন্দর সিং জলি আজ আর আমাদের মধ্যে নেই। তিনি সকলকে ছেড়ে পরলোকে গমন করেছেন। তাঁর শেষযাত্রা বিকেল ৪টায় আমাদের বাসভবন ১৯০২, দ্য পার্ক লাক্সারি রেসিডেন্সেস, লোখণ্ডওয়ালা ব্যাক রোডের কাছে, ওশিওয়ারা, আন্ধেরি পশ্চিম, মুম্বই থেকে শুরু হবে।'
চলতি বছরই বাবার শেষ জন্মদিন উদযাপন করেছিলেন শেরা
প্রসঙ্গত, এই বছরের শুরুতে শেরা তাঁর বাবার জন্মদিন উদযাপন করেছিলেন। তাঁর ৮৮তম জন্মদিন উদযাপনে শেরা একটি পোস্ট শেয়ার করে লিখেছিলেন, 'আমার ঈশ্বর, আমার বাবা, আমার অনুপ্রেরণা, সবচেয়ে শক্তিশালী ব্যক্তিকে ৮৮তম জন্মদিনের শুভেচ্ছা। আমার যা কিছু শক্তি আছে তা তোমার কাছ থেকেই আসে। আমি তোমাকে সব সময় খুব ভালোবাসবো বাবা'।