টলিপাড়ার জনপ্রিয় জুটি দেব-শুভশ্রী। আগের মতো বর্তমানেও তাঁদের নিয়ে উন্মাদনা কম নয়। আসলে তাঁরা কেবল দর্শকদের যে পর্দায় মাতিয়ে রাখতেন তা কিন্তু নয়। পাশাপাশি বাস্তবেও তাঁরা একসময় চুটিয়ে প্রেম করতেন। যদিও সেখানে বিচ্ছেদ আসে। আর সেই বিচ্ছেদ নায়িকার জীবনে কতটা পরিবর্তন নিয়ে এসেছিল এবার সেই নিয়ে মুখ খুললেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, তবে দেবের নাম করেননি।
প্রায় ১০ বছর আগে জি বাংলায় 'হ্যাপি প্যারেন্ট ডে' নামে একটি গেম শো হত। সেখানেই শুভশ্রীকে তাঁর জীবনের কঠিন দিনগুলোর কথা ভাগ করে নিতে দেখা গিয়েছিল। তাঁকে সেই অনুষ্ঠানে বলতে শোনা গিয়েছিল, ‘আমি খুব ভাগ্যবতী যে অনেক কম বয়সে আমি জীবনের খারাপ দিকটা দেখেছি। আমার জীবনে একটা সময় এসেছিল যখন কাজ থেকে আমার ফোকাসটা একদম সরে গিয়েছিল। তবে সেই সিদ্ধান্তটাও আমি নিয়েছিলাম। সেই সময় আমার কাজটা একদমই ছিল না। পরাণ যায় জ্বলিয়া রে… পর আমি কাজটা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু যেটার জন্য এই সিদ্ধান্তটা নিয়েছিলাম সেটাই যখন থাকল না জীবনে তখন আমি ভীষণ ভাবে বুঝতে পারলাম যে জীবনে সব কিছুই অনিশ্চিত। কিন্তু আমি এই সবের জন্য কখন অনুশোচনা করি না। তবে সেই সময় আমি আমার ৪ বছর নষ্ট করেছিলাম। আমি আমার বাবা-মায়ের সঙ্গে সব কথা ভাগ করে নিতে পারতাম না। আমি আমার খুশিটাই বাবা-মায়ের সঙ্গে ভাগ করে নিতে চাই। কিন্তু ওঁরা ঠিকই বুঝতে পারত আমি কষ্টে আছি। সেটা বুঝে হয়তো বাবা-মা এসেছেন। আমিও ওঁদের সঙ্গে হেসে হেসে গল্প করছি। পাঁচ মিনিট অন্তর বাথরুমে গিয়ে কেঁদে এসেছি।’
তিনি আরও বলেছিলেন, ‘যে সময় আমি শূন্য হয়ে গিয়েছিলাম, সেই সময় আমি ওই মানুষ টিকে বলেছিলাম যে, আমার জীবনে হারানোর কিছু নেই। কিন্তু আমি যদি কিছু পাই সেটা আমার পাওয়া হবে। ভগবানের আশীর্বাদে তারপর থেকেই জীবনে সাফল্য আসতে শুরু করে। আমি কোনও অতিরিক্ত কিছু করি না। নিজের প্রচার করতে পারি না। ভগবানের আশীর্বাদ আর বাবা মায়ের আশীর্বাদ আছে।’
আরও পড়ুন: চর্চিত বান্ধবী আরজে মাহভাশের খুশির খবরে এ কী মন্তব্য করলেন চাহাল!শোরগোল নেটপাড়ায়
তবে এই সব কিছুতে কখনওই আশা করা ভুলে যায়নি নায়িকা, ভুলে যাননি বাঁচার মানে, ভালোবাসার মানে। তাই তাঁকেই বলতে শোনা গিয়েছিল, ‘অবশ্যই বিয়ে করব। আমার জীবনের সব থেকে বড় ইচ্ছে একজন ভালো মা হওয়ার। ভালোবাসা একটা ভালো অনুভূতি। তার মধ্যে সব কিছু আছে। তাই আমি আমার একটা খারাপ অভিজ্ঞতার জন্য ভালোবাসাকে এড়িয়ে যাব না। আসলে পৃথিবীতে সমস্ত মানুষ কিন্তু ভালোবাসার খোঁজেই এসেছে। পেশা, টাকা রোজকার করা এগুলো পড়ে আসে। যাঁদের খুব গভীরতা আছে তাঁরা কিন্তু ভালোবাসাটাই চায়। ভালোবাসা থাকলে সবটাই সহজে হয়ে যায়।’ তবে এখন সবটাই অতীত। আগের সব মান অভিমান মিটিয়ে দেব ও তিনি একে অপরকে ফের ইনস্টাগ্রামে ফলো করেছেন। অন্যদিকে নায়িকা চুটিয়ে সংসারও করছেন। বর্তমানে স্বামী সন্তানদের নিয়ে সুখে দিন কাটছে তাঁর। তাছাড়া তাঁর কেরিয়ারেও এসেছে ঈর্ষনীয় সাফল্য।