শুভব্রত মুখার্জি:- এই মুহূর্তে ক্রিকেট বিশ্বে বিশেষ করে টি-২০ ফর্ম্যাটে গোটা বিশ্ব জুড়ে ব্যাটারদের রমরমা। দাপটের সঙ্গে তারা খেলছেন এই ফর্ম্যাটে।ক্রিকেট বিশ্বে টি-২০ ফর্ম্যাটে এই সমস্ত ২২ গজ কার্যত ব্যাটারদের সুবিধার্থেই তৈরি করা হয়। এমন আবহে দাঁড়িয়েও এই ব্যাটার সহায়ক উইকেটে কিপ্টে বোলিং করার পাশাপাশি ব্যাটারদের কালঘাম যিনি ছুটিয়ে দিয়েছেন তিনি হলেন জসপ্রীত বুমরাহ। বিশেষজ্ঞদের মতে তিনি বিরল প্রতিভা। সদ্য শেষ হওয়া টি-২০ বিশ্বকাপেও তিনি বল হাতে তাঁর 'জলবা' দেখিয়েছেন। করেছেন চোখ ধাঁধানো পারফরম্যান্স। তাঁর বিরুদ্ধে বাউন্ডারি মারা তো দূর সিঙ্গেলস নিতেই অবস্থা খারাপ হয়ে গিয়েছে ব্যাটারদের। তাঁর এই দুরন্ত পারফরম্যান্সের কারণেই তিনি জিতে নিয়েছেন টি-২০ বিশ্বকাপে টুর্নামেন্ট সেরার পুরস্কার। এরপর বৃহস্পতিবারেই দেশে ফিরেছেন তাঁরা। তাদেরকে সম্বর্ধনা দিতে বিসিসিআইয়ের তরফে ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আর এই অনুষ্ঠানেই নিজের অবসর নেওয়া নিয়ে গুরুত্বপূর্ণ 'আপডেট' দিয়েছেন জসপ্রীত বুমরাহ।
আরও পড়ুন… T20 WC 2024-এ নিজের ব্যর্থতা ঢাকতে ‘ধর্মের কার্ড’ খেলছেন রিজওয়ান! পাক তারকার বড় অভিযোগ
টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পরেই রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা অবসর নিয়ে ফেলেছেন। এমন আবহে বুমরাহ কী সিদ্ধান্ত নেবেন তার দিকে সকলের চোখ ছিল। অনুষ্ঠানের সঞ্চালক গৌরব কাপুর বিষয়টি নিয়ে বুমরাহকে প্রশ্নও করেছিলেন। যার উত্তরে ভারতীয় ক্রিকেট ভক্তদের আশ্বস্ত করে বুমরাহ জানিয়েছেন তাঁর অবসর নিতে এখনও অনেক দেরি রয়েছে। বুমরাহ বলেন, ‘এটার (অবসর) অনেক অনেক দেরি রয়েছে। আমি তো সবে শুরু করেছি। আশা করব এখনও এটা (অবসর) অনেক অনেক দূরে রয়েছে।’ ওয়াংখেড়েতে এদিন কয়েক লক্ষ মানুষের সমাগম হয়েছিল। মাঠের বাইরেও ছিল আরও কয়েক লক্ষ ভক্ত। বুমরাহর এই কথা শুনে উল্লাসে ফেটে পড়েন সকলেই। পাশাপাশি স্বস্তির নিঃশ্বাসও ফেলেন তারা।
২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জসপ্রীত বুমরাহর। তারপর থেকে তাঁর অনবদ্য পারফরম্যান্স করে তিনি একের পর এক সাফল্যের সিঁড়ি পেরিয়েছেন। সমস্ত ফর্ম্যাট মিলিয়ে প্রায় ৪০০ টি আন্তর্জাতিক উইকেট নিয়েছেন তিনি। পাশাপাশি এদিন বুমরাহ আরও জানান, ‘আমি এমন মানুষ না যে কথা বলতে গিয়ে শব্দ হারিয়ে ফেলি। আমি খুব একটা কাঁদিও না। তবে আমি আমার ছেলেকে দেখে সত্যিই খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম।’ ৩০ বছর বয়সি বুমরাহ ২০২৪ টি-২০ বিশ্বকাপে নিয়েছেন ১৫ টি উইকেট। গড় ৮.২৬। ইকোনমি রেট অবিশ্বাস্য। টি -২০ ফর্ম্যাটে প্রতি ওভার রান দিয়েছেন মাত্র ৪.১৭। নিজের কেরিয়ারে প্রথম আইসিসি ট্রফি জিতলেন তিনি। এর আগে ২০১৬ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল, ২০২১ ডব্লুটিসি ফাইনাল এবং ২০২৩ ওডিআই বিশ্বকাপের ফাইনালে হারের মুখোমুখি হয়েছিলেন তিনি।