ভারতের সঙ্গে বর্তমানে বাংলাদেশের সমস্যা আছে, অকপটে মেনে নিলেন মহম্মদ ইউনুস। আজ একটি অনুষ্ঠানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অভিযোগ করেন, ভারতের থেকে বাংলাদেশ নিয়ে মিথ্যা প্রচার চালানো হয়। এদিকে তিনি মিনি সার্ক গঠনের বা সার্ক পুনরুজ্জিবীত করার পক্ষে সওয়াল করেন। আজ ফের ভারতের উত্তরপূর্বের সাতটি রাজ্যকে 'ল্যান্ডলকড' আখ্যা দেন। তবে আজ এই ইস্যুতে তার সুর কতকটা নরম ছিল। এর আগে তিনি চিনে বসে বলেছিলেন, বাংলাদেশ বঙ্গোপসাগরের গার্ডিয়ান। আজ অবশ্য তিনি মিলে মিশে সাগর ভাগ করে নেওয়ার কথা বলেন।
আজ ইউনুস বলেন, 'বাংলাদেশের অর্থনীতি আমাদের সীমান্তের মধ্যে আবদ্ধ। কিন্তু এটা কেন হবে? আমরা আমাদের প্রতিবেশীদের দিকে কেন তাকাব না? যেন নেপাল, ভুটান, ভারতের সেভেন সিস্টার্স। তাদের কাছে সমুদ্রে যাওয়ার কোনও পথ নেই। ওটা ল্যান্ডলকড অঞ্চল। বঙ্গোপসাগর এখানেই আছে। আমরা সবাই ভাগ করে নিতে পারি বঙ্গোপসাগর। তাহলে তারা বাকি বিশ্বের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবে। আমরা দুই পক্ষই লাভবান হব। বাংলাদেশে এসে বিনিয়োগ করতে পারবেন আপনারা, আমরা গিয়ে আপনাদের ওখানে বিনিয়োগ করতে পারব। এটাই একদা সার্কের মূল ধারণা ছিল।'
এরপর ইউনুস বলেন, 'সার্ক সক্রিয় না হলেও আমরা মিনি সার্ক গঠন করতে পারি। শুধুমাত্র বাণিজ্যিক চুক্তি করতে পারি। সেখানে রাজনীতি আনার দরকার নেই। তাহলে আমরা সবাই লাভবান হব। আমাদের এখন ভারতের সঙ্গে সমস্যা আছে। কারণ তারা পড়ুয়াদের বিপ্লবকে ভালো চোখে দেখেনি। এই সমস্যা তৈরি করা হাসিনাকে তারা আশ্রয় দিচ্ছে। এই কারণে আমাদের দুই দেশের মধ্যে উত্তেজনা রয়েছে। ওপার থেকে অনেক ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। দাবি করা হচ্ছে আমাদের এখানে ইসলামপন্থী আন্দোলন হয়েছে।'
এরই মাঝে আজ আবার তিনি দাবি করেন, সার্কের দেশগুলির মধ্যে যেন ভিসা ছাড়াই নাগরিকদের যাতায়ত করতে দেওয়া হয়। বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে সাম্প্রতিককালে ভারতে খুবই কড়াকড়ি শুরু হয়েছে। এই আবহে পাচারকারী থেকে অবৈধ অভিবাসীদের ধরছে ভারতের পুলিশ বা বিএসএফ। এই সবের মাঝে ইউনুস বলেন, 'আমি চাই সার্ক পুনরুজ্জিবীত হোক। ইউরোপীয়ান ইউনিয়নের ধাঁচে গঠন করা হয়েছিল এই সার্ক-কে। তবে আমাদের এক প্রতিবেশীর এই গঠনতন্ত্র ভালো লাগেনি। তাই সার্ক মৃত সংগঠনে পরিণত হয়ে গিয়েছে। ভাবুন, যদি আমাদের সার্কের সংগঠন ইউরোপীয় ইউনিয়নের মতো হত। আমরা পাসপোর্ট থাকলেই ভিসা ছাড়াই একে অপরের দেশে যেতে পারতাম। এক দেশের মানুষ অন্য দেশে বসবাস করতে পারত। সেখানে ব্যবসা করতে পারত। এটা কী দুর্দান্ত আইডিয়া ছিল।'