বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করার জন্য় হাতে এখনও বেশ কয়েকটা দিন সময় রয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বকাপের জন্য ঘোষিত প্রাথমিক স্কোয়াডে রদবদল করা যাবে। তবে তার আগেই ১৫ জনের স্কোয়াডে রদবদল করতে বাধ্য হল দক্ষিণ আফ্রিকা। বলা ভালো যে, বিশ্বকাপের আগে জোর ধাক্কা খেল প্রোটিয়া শিবির।
আসলে চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার দুই তারকা ক্রিকেটা এনরিখ নরকিয়া ও সিসান্দা মাগালা। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের তরফে বিজ্ঞপ্তি জারি করে নরকিয়া ও মাগালার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে। এও জানানো হয়েছে যে, দুই তারকার পরিবর্তে বিশ্বকাপ স্কোয়াডে ঢুকিয়ে দেওয়া হয়েছে অ্যান্ডিল ফেলুকওয়াও ও লিজাড উইলিয়ামসকে।
বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছিলেন নরকিয়া ও মাগালা। তবে পুরোপুরি ফিট নন দুই পেসার। বিশ্বকাপের আগে সম্পূর্ণ ম্যাচ ফিট হওয়ার সম্ভাবনা না থাকায় বিশ্বকাপের স্কোয়াড থাকে বাদ পড়তে হয় নরকিয়াদের।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য সমাপ্ত ওয়ান ডে সিরিজের স্কোয়াডে ছিলেন নরকিয়া ও মাগালা। তবে দুই পেসার পাঁচ ম্যাচের সিরিজের মাত্র ১টি করে ম্যাচে মাঠে নামেন। নরকিয়া ৫ ওভার বল করে ৫৮ রান খরচ করেও কোনও উইকেট পাননি। মাগালা ৪ ওভার বল করে ৪৬ রানের বিনিময়ে ১টি উইকেট সংগ্রহ করেন।
উল্লেখ্য, চোটের জন্যই অভিজ্ঞ পেসার ওয়েন পার্নেল দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাননি। তাঁর জায়গায় দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াডে মাথা গলিয়ে দেন জেরাল্ড কোয়েটজি। ২২ বছরের কোয়েটজি এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে মোটে ৬টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। নিয়েছেন ১১টি উইকেট। এছাড়া দেশের জার্সিতে তিনি ২টি টেস্ট ও ৩টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। টেস্টে ৯টি ও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৩টি উইকেট নিয়েছেন জেরাল্ড। দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াডে সব থেকে বড় চমক তিনিই।
২০২৩ বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকার পরিবর্তিত স্কোয়াড:-
তেম্বা বাভুমা (ক্যাপ্টেন), জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি'কক, রিজা হেন্ডরিক্স, মারকো জানসেন, এনরিখ ক্লাসেন, অ্যান্ডিল ফেলুকওয়াও, কেশব মহারাজ, এডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, লিজাড উইলিয়ামস, কাগিসো রাবাদা, তাবরেজ শামসি ও রাসি ভ্যান ডার দাসেন।
ছিকটে গেলেন:- এনরিখ নরকিয়া ও সিসান্দ মাগালা।
স্কোয়াডে ঢুকলেন:- অ্যান্ডিল ফেলুকওয়াও ও লিজাড উইলিয়ামস।