ডাবলিনে ব্যাট হাতে ঝড় তুলে যৌথ ভাবে বিশ্ব রেকর্ড করে ফেললেন ওয়েস্ট ইন্ডিজের ডান-হাতি মিডিয়াম পেসার। শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে-তে ওয়েস্ট ইন্ডিজের ম্যাথু ফোর্ড ঝোড়ো হাফসেঞ্চুরি করে যৌথ ভাবে এই বিশ্ব রেকর্ড করেন। তিনি এবি ডি'ভিলিয়ার্সের সঙ্গে ওডিআই আন্তর্জাতিকে দ্রুততম অর্ধশতরান করার বিশ্বরেকর্ড গড়েছেন।
আট নম্বরে ব্যাট করতে নেমে এদিন ম্যাথু ফোর্ড মাত্র ১৬ বলে তার অর্ধশতরান পূর্ণ করেন। এর আগে ২০১৫ সালে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবি ডি'ভিলিয়ার্স ১৬ বলে অর্ধশতরান করেছিলেন। সেই রেকর্ডই এদিন স্পর্শ করেন ফোর্ড। ইনিংসের ৪৭তম ওভারে ১৯ বলে ৫৮ রান করে আউট হন ফোর্ড। তাঁর ইনিংসে ছিল দু'টি চার এবং আটটি ছক্কা। তাঁর ৫৮ রানের মধ্যে ৫৬ রানই এসেছে বাউন্ডারি থেকে।
এছাড়াও ওডিআই আন্তর্জাতিকে ১৭ বলে হাফসেঞ্চুরি করেছেন মোট চার জন তারকা। শ্রীলঙ্কার সনৎ জয়সুরিয়া ১৯৯৬ সালে পাকিস্তানের বিরুদ্ধে ১৭ বলে হাফসেঞ্চুরি করেছিলেন। শ্রীলঙ্কার কুশল পেরেরা এই মাইলস্টোন ছুঁয়েছিলেন ২০১৫ সালে পাকিস্তানের বিরুদ্ধেই। নিউজিল্যান্ডের মার্টিন গাপ্তিল আবার ২০১৫ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে এবং ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোনও একই বছরে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১৭ বলে হাফলসেঞ্চুরি করেছিলেন।
২৩ বছর বয়সী এই খেলোয়াড়ের বিস্ফোরক ইনিংস ওয়েস্ট ইন্ডিজকে ৫০ ওভারে আট উইকেটে ৩৫২ রানে পৌঁছতে সাহায্য করে। এবং তিন ম্যাচের ওডিআই সিরিজে সমতা ফেরানোর জন্য সফরকারী দলকে দুর্দান্ত সুযোগ করে দেয়। ফোর্ড আসলে ডান-হাতি মিডিয়াম পেস বেলার। তবে ব্যাট হাতেও এই সিরিজে অবদান রেখে চলেছেন। প্রথম ওডিআই-তে ওয়েস্ট ইন্ডিজের স্কোরকে কিছুটা সম্মানজনক করে তুলেছিলেন তিনি, সে ম্যাচে আয়ারল্যান্ড ১২৪ রানে জয়লাভ করেছিল। ৩০৪ রান তাড়া করতে নেমে উইন্ডিজ যখন ৭১ রানে ৬ উইকেট হারিয়ে বসেছিল, তখন তিনি ৪৮ বলে ৩৮ রান করেন এবং সপ্তম উইকেটে রোস্টন চেজের সঙ্গে ৯৮ রান যোগ করেছিলেন।
এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে সাড়ে তিনশোর উপর রান করে উইন্ডিজ। ফোর্ড ছাড়াও উইন্ডিজের কেসি কার্টি এদিন সেঞ্চুরি হাঁকিয়েছেন। তিনে নেমে তিনি ১০৯ বলে ১০২ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংসে ছিল ১টি ছক্কা, ১৩টি চার। অধিনায়ক সাই হোপ করেছেন ৪৯ রান। ৪৪ রান করেছেন জাস্টিন গ্রেভস। এদিকে ম্যাচের দ্বিতীয় ইনিংস শুরুর আগেই বৃষ্টিতে ভাসছে ডাবলিন। উইন্ডিজের সমতা ফেরানোর আশায় কি তবে জল ঢেলে দেবে বৃষ্টি?