ঠিক যখন মনে হচ্ছিল চেন্নাই সুপার কিংস (CSK) আইপিএল ২০২৫-এ ঘুরে দাঁড়ানোর পথ পেয়েছে, লখনউ সুপার জায়ান্টসকে তাদের ঘরের মাঠে হারিয়ে পাঁচ ম্যাচের হারার পর অবশেষে জয় পেয়েছিল, তখনই আবার হোঁচট খেল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের (MI) বিরুদ্ধে চেন্নাই ৯ উইকেটে হেরে যায় এবং পয়েন্ট টেবিলের একেবারে তলানিতেই রয়ে গেল।
মুম্বই ১৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ছিল দুর্দান্ত ছন্দে, বিশেষ করে এদিনের ম্যাচে রোহিত শর্মা ছন্দে ফেরেন। টুর্নামেন্টের প্রথমার্ধে ব্যর্থ থাকলেও, ভারতের অধিনায়ক সমালোচকদের মুখ বন্ধ করে দেন ৪৪ বলে অপরাজিত ৭০ রানের ইনিংস খেলে। মুম্বই মাত্র ২৬ বল বাকি থাকতেই জয় তুলে নেয়।
এই ইনিংসে রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব মিলে দ্বিতীয় উইকেটে ম্যাচ জয়ী শতরান পার্টনারশিপ গড়েন। পাথিরানার এক ওভারে সূর্য দু’টি টানা ছক্কা মেরে ম্যাচ শেষ করেন। এই ম্যাচে হারের পর চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে খুশি দেখাচ্ছিল না। ম্যাচ শেষে MI খেলোয়াড়দের সঙ্গে ঐতিহ্যগত করমর্দনে না গিয়ে, তিনি সরাসরি আম্পায়ারের দিকে এগিয়ে যান এবং সেখানে কিছুটা উত্তেজিত আলোচনায় জড়ান। তবে সেই মুহূর্তের কোনও অডিও না থাকায় ধোনি কী নিয়ে অসন্তুষ্ট ছিলেন তা স্পষ্ট হওয়া যায়নি। যদিও ভিডিয়োটি দ্রুতই সোশ্য়াল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়।
দেখুন সেই ভিডিয়ো-
আরও পড়ুন … ভিডিয়ো: তোর কোচকেও আমি চিনি… হরপ্রীত ব্রারকে কি পঞ্জাবি ভাষায় ধমক দিলেন বিরাট কোহলি?
কোথায় পিছিয়ে পড়ল চেন্নাই?
ধোনি মনে করছেন, ইনিংসের শেষ দিকে স্লগ ওভারে তারা গতি আনতে পারেনি, যা তাদের ব্যাটিং ব্যর্থতার মূল কারণ। ম্যাচের দ্বিতীয় ইনিংসে শিশির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেটা ভালোভাবেই জানত চেন্নাইয়ের অধিনায়ক।
আরও পড়ুন … ভিডিয়ো: সেমিফাইনালের আগেই ওখান থেকেও ওকে ব্যান করা হয়… অম্বাতি রায়ডুকে রোস্ট করলেন শিখর ধাওয়ান
পোস্ট-ম্যাচ প্রেজেন্টেশনে ধোনি বলেন, ‘আমার মনে হয় আমরা অনেকটাই পার স্কোরের নীচে ছিলাম, কারণ সকলেই জানত শিশির পড়বে দ্বিতীয় ইনিংসে। আমরা মাঝ ওভারে গতি আনার অবস্থায় ছিলাম। আমি মনে করি বুমরাহ যখন ডেথ ওভারে বল করা শুরু করল, তখনই আমাদের উচিত ছিল স্লগ শুরু করে দেওয়া। যদি বুমরাহও রান খরচ করে, তাও আমাদের জন্য ভালো হতো। আমি মনে করি কয়েকটা ওভারে আমরা আরও রান তুলতে পারতাম। শিশিরে ১৭৫ কোনওভাবেই যথেষ্ট ছিল না।’
আরও পড়ুন … রিঙ্কু-বেঙ্কটেশের কি চোট? GT-র বিরুদ্ধে নামার আগে চাপে KKR! কী হবে দলের সম্ভাব্য একাদশ?
পরবর্তী ম্যাচগুলোতে ঘুরে দাঁড়তে চাইবে চেন্নাই সুপার কিংস। তারা এবার ঘরে ফিরবে এবং আগামী ২৫ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ ও ৩০ এপ্রিল পঞ্জাব কিংসের মুখোমুখি হবে।