পাওয়ারপ্লেতে রোহিত শর্মার সংগ্রাম করছেন, সেই বিষয় নিয়ে এবার মন্তব্য করলেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ। চলতি আইপিএলে রোহিত শর্মার পাওয়ারপ্লেতে ব্যর্থতা নিয়ে এক মজার মন্তব্য করেছেন ভারতীয দলের প্রাক্তনী। ভারতীয় দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ রসিকতা করেছেন।
পাওয়ারপ্লেতে রোহিত শর্মার সংগ্রাম করছেন, সেই বিষয় নিয়ে এবার মন্তব্য করলেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ। চলতি আইপিএলে রোহিত শর্মার পাওয়ারপ্লেতে ব্যর্থতা নিয়ে এক মজার মন্তব্য করেছেন ভারতীয দলের প্রাক্তনী। ভারতীয় দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ রসিকতা করেছেন।
জয়পুরের সাওয়াই মান সিং স্টেডিয়ামে পঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ চলাকালীন হিন্দি ধারাভাষ্যে আকাশ চোপড়া বলেন, প্রথম চার ওভার পর্যন্ত রোহিত শর্মা খুব একটা স্ট্রাইক পাননি। যেখানে তার ওপেনিং পার্টনার রায়ান রিকেলটন ১৬ বল খেলেছেন, রোহিত সেখানে মাত্র ৮টি বল খেলেন।
তখন সহ-ধারাভাষ্যকার বীরেন্দ্র সেহওয়াগ রসিকতা করে বলেন, ‘ভালোই হয়েছে। এই বাহানায় অন্তত পাওয়ারপ্লের পরেও ক্রিজে থাকবেন। না হলে, পাওয়ারপ্লেতে যত বেশি বল খেলেন, তত বেশি আউট হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়।’
পাওয়ারপ্লেতে আবারও ব্যর্থ রোহিত, ব্যাটে ভরসা পাচ্ছেন না মুম্বই
পঞ্জাব কিংসের বিরুদ্ধে ২১ বলে ২৪ রানের একটি জড়তা ভরা ইনিংস খেলেন রোহিত শর্মা। তিনি আজ একেবারেই স্বচ্ছন্দে ছিলেন না এবং একটি বড় শট খেলার চেষ্টায় আউট হয়ে যান। ডাউন দ্য ট্র্যাকে এসে লং অনে মারতে চেয়েছিলেন, কিন্তু ঠিকঠাক টাইমিং করতে না পারায় বল মাঝ ব্যাটে লাগেনি। লং অনে ফিল্ডার নেহাল ওয়াধেরা অসাধারণ ডাইভ দিয়ে নীচু ক্যাচটি লুফে নেন।
রোহিত এই মরশুমে ১৩ ইনিংসে ৯ বার পাওয়ারপ্লেতে আউট হয়েছেন। ৫০ রানের গণ্ডি পেরিয়েছেন মাত্র তিনবার।
পঞ্জাব কিংস সাত উইকেটে সহজেই মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে জায়গা করে নেয়। এর ফলে তাদের ফাইনালে ওঠার জন্য দুটি সুযোগ থাকছে। অন্যদিকে, মুম্বই চতুর্থ স্থানে শেষ করে এবং এলিমিনেটরে মুখোমুখি হবে গুজরাট টাইটান্স অথবা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর।