ইংল্যান্ড সফরে ইয়ং লায়ন্সের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে আগ্রাসী শুরু করেও হঠাৎই থেমে যায় বৈভব সূর্যবংশীর ব্যাট। সেই ম্যাচে ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৩ বলে ১৭ রান করে আউট হন বৈভব। পরে ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে প্রথম যুব ওয়ান ডে ম্যাচে মারকাটারি ইনিংস খেলেন বৈভব। ভারতীয় যুব দলকে জেতাতে ব্যাট হাতে মুখ্য ভূমিকা নেন তিনি।
যদিও প্রথম যুব ওয়ান ডে ম্যাচে নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন বৈভব। তিনি ১৯ বলে ৪৮ রানের মারকাটারি ইনিংস খেলে সাজঘরে ফেরেন। এমন বিধ্বংসী ইনিংসে তিনি ৩টি চার ও ৫টি ছক্কা মারেন।
এবার ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় যুব ওয়ান ডে ম্যাচেও কার্যত নিশ্চিত অর্ধশতরান হাতছাড়া করেন বৈভব। সোমবার নর্দাম্পটনে সিরিজের দ্বিতীয় যুব ওয়ান ডে ম্যাচে সম্মুখসমরে নামে দু'দল। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ভারত। যথারীতি আয়ুষ মাত্রের সঙ্গে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন সূর্যবংশী।
বৈভব এই ম্যাচে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন। ৩৪ বলের আগ্রাসী ইনিংসে তিনি ৫টি চার ও ৩টি ছক্কা মারেন। অর্থাৎ, ৫ রানের জন্য হাফ-সেঞ্চুরি হাতছাড়া হয় তাঁর।
অন্যদিকে ভারতীয় দলের ক্যাপ্টেন আয়ুষ মাত্রে চলতি ইংল্যান্ড সফরে টানা তিন ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হন। তিনি ইয়ং লায়ন্সের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ৩ বলে ১ রান করে আউট হন। সিরিজের প্রথম যুব ওয়ান ডে ম্যাচে আয়ুষ ২১ রান করে ক্রিজ ছাড়েন। ৩০ বলের সতর্ক ইনিংসে তিনি ৪টি চার মারেন।
এবার সিরিজের দ্বিতীয় যুব ওয়ান ডে ম্যাচে খাতা খুলতেই পারলেন না আয়ুষ। তিনি ম্যাচের প্রথম বলেই বোল্ড হয়ে মাঠ ছাড়েন।