রবিবার ইডেন গার্ডেন্সে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলতে নেমেছিল রাজস্থান রয়্যালস। সেই ম্যাচে রাজস্থানের জয় কান ঘেঁষে বেরিয়ে যায়। মাত্র ১ রানে হারে তারা। আর এই ম্যাচের পর আইপিএলের উঠতি প্রতিভা বৈভব সূর্যবংশীর সঙ্গে দেখা করেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। গত সপ্তাহে জয়পুরে গুজরাট টাইটান্সের বিপক্ষে ৩৫ বলে রেকর্ড সেঞ্চুরি করার পর বৈভব টানা দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়। সেঞ্চুরির পরের দুই ম্যাচে সে যথাক্রমে ০ এবং ৪ রান করে। নাইটদের বিরুদ্ধে মাত্র চার রানেই আউট হয়ে যায় বৈভব।
দ্রাবিড়কে ছেড়ে আগে বৈভবের সঙ্গে দেখা করলেন সৌরভ
রাজস্থান রয়্যালসের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিয়োতে, যা পরে তাদের টাইমলাইন থেকে সরিয়ে নেওয়া হয়েছে, তাতে দেখা গিয়েছিল, সঞ্জু স্যামসন এবং ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে সৌরভ দেখা করার আগে, বৈভবের সঙ্গে দেখা করেন।
সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদন অনুসারে, সৌরভ গঙ্গোপাধ্যায় বৈভবের ব্যাটটি পরীক্ষা করে দেখেন। তাঁর মতে, ১৪ বছর বয়সী কিশোরের ব্যাট বেশ ভারী ছিল। তবে বৈভবকে অনুপ্রাণিত করার জন্য একটি উৎসাহব্যঞ্জক পরামর্শও দেন। বাংলা সংবাদপত্রের উদ্ধৃতি অনুসারে তিনি বলেন, ‘আমি তোমার খেলা দেখেছি। তুমি যেভাবে নির্ভীক ক্রিকেট খেলো, সেভাবেই খেলতে থাকো। খেলা পরিবর্তন করার কোনও প্রয়োজন নেই।’
উল্লেখ্য, বৈভব গত সপ্তাহে সোয়াই মানসিং স্টেডিয়ামে দুর্দান্ত পারফরম্যান্স করে সকলের নজর কেড়েছিল। টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করা সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হয়ে বিশ্বরেকর্ডও গড়ে ১৪ বছরের ব্যাটার। ৩৫ বলের এই সেঞ্চুরিটি আইপিএলের ইতিহাসে একজন ভারতীয় ব্যাটসম্যানের দ্রুততম সেঞ্চুরি এবং সামগ্রিক ভাবে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি।
রান তাড়া করতে নেমে আবারও পিছিয়ে পড়ে রাজস্থান
২০২৫ সালের আইপিএলে রাজস্থান রয়্যালস হতাশার পারফরম্যান্স করছে। যদিও বেশ কিছু ম্যাচে তারা জেতার জায়গা থেকে হেরে বসেছে। তেমনই একটি ম্যাচে তারা রবিবার (৪ মে) হেরে বসে। এদিন ইডেনে কলকাতা নাইট রাইডার্সের দেওয়া ২০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২০৫ রানেই আটকে যায় রাজস্থানের দল। মাত্র এক রানে হারে আরআর।
রাজস্থান অবশ্য আগেই আইপিএলের প্লে-অফ থেকে ছিটকে গিয়েছে। ১২ ম্যাচ খেলে মাত্র তিনটিতে জিতেছে তারা। হেরেছে ৯টি ম্যাচে। ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলের নীচের দিকে জায়গা পেয়েছে রাজস্থান।