লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্ত আবারও পঞ্জাব কিংসের বিরুদ্ধে রান করতে ব্যর্থ হয়েছেন। ২৩৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে গিয়ে লখনউ ১৯৯ রান করতে সক্ষম হয়। আর পন্ত করেন মাত্র ১৮ রান (১৭ বলে)। আজমতউল্লাহ ওমরজাই তাঁকে সাজঘরে ফেরান। পন্ত যেভাবে আউট হন, তা খুবই অদ্ভুত ছিল। শট মারার সময়ে তাঁর ব্যাট হাত থেকে পিছলে বাতাসে উড়তে শুরু করে। কভারের উপর দিয়ে শট মারতে গিয়ে তিনি বাজে ভাবে ব্যর্থ হন।
বল কোথাও, ব্যাট অন্য কোথাও
বলটি ঋষভ পন্তের ব্যাটে ঠিক মতো লাগেইনি। এমন কী ব্যাটটি সম্ভবত হালকা করে ধরা ধরা হাতে, তাই শট ব্যাট-বলে হয়নি। এদিকে হাত পিছলে ব্যাট উড়তে শুরু করে বাতাসে। ব্যাটটি স্কোয়ার-লেগের দিকে উড়ে যায়। বলটি সোজা চলে যায় সুইপার কভারে দাঁড়িয়ে থাকা ফিল্ডার শশাঙ্ক সিংয়ের কাছে। শশাঙ্ক সিং সহজেই ক্যাচটি ধরেন এবং পঞ্জাব কিংসকে তাদের চতুর্থ সাফল্য এনে দেন। পন্তের আউটের ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক আকাশের দিকে তাকিয়ে কিছু একটা বিড়বিড় করে সজঘরে ফিরে যান। সেই সময় ধারাভাষ্য দিচ্ছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তিনি বলেই ফেলেন, ‘এটি ছিল আমার দেখা সবচেয়ে অদ্ভুত আউটগুলির মধ্যে একটি।’
মিমে ছেয়ে গেল নেটপাড়া
এমন অদ্ভূত আউট দেখে সকলে হতবাক। এর উপর অনেক মিমও তৈরি হচ্ছে। একটা ছবি দেখা যাচ্ছে, পন্ত জ্যাভলিন ছুঁড়ছেন। ক্যাপশনে লেখা, ‘নীরজ চোপড়া এবার কিছুটা প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হবে!’ আবার একজন বলেছেন, ‘ঋষভ পন্ত কি মিস্টার গোয়েঙ্কাকে লক্ষ্য করে ব্যাট ছুঁড়েছেন?’ আরও একজন লিখেছেন, ‘ঋষভ পন্ত শুধু বলটাই সীমানার বাইরে পাঠাতে পারছেন না। তিনি পুরো ব্যাটই উড়ে দিয়েছেন! এটা কি ক্রিকেট নাকি স্টান্ট শো? এই প্লেয়ার প্রতিবারই আমাদের অবাক করে!’
পন্তের হতাশার পারফরম্যান্স
আইপিএল ২০২৫ মরশুমে ব্যাট হাতে চূড়ান্ত ফ্লপ ঋষভ পন্ত। তাঁর পারফরম্যান্স একেবারে তলানীতে। তিনি ১১টি ম্যাচে মাত্র ১২৮ রান করেছেন, তাঁর গড় ১২.৮০ এবং স্ট্রাইক রেট ৯৯.২২। মেগা নিলামে ২৭ কোটি টাকায় লখনউ সুপার জায়ান্টস কিনেছিল পন্তকে। অথচ আইপিএলের সবচেয়ে দামী প্লেয়ার এই মরশুমের সবচেয়ে বড় হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছেন। তিনি এবার মাত্র একটি অর্ধশতরান করেছেন, তাও চেন্নাই সুপার কিংসের (সিএসকে) বিপক্ষে ম্যাচটি লখনউ হেরেছিল।