বাবার প্রথম বলেই ছক্কা হাঁকালেন ছেলে! আর ছেলের সেই বিশাল ছক্কা দেখে হতভম্ব হয়ে গেলেন বাবা তথা আফগানিস্তানের তারকা। চুপচাপ দাঁড়িয়ে থাকলেন কিছুক্ষণ। সেই ভিডিয়োটা সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়ে গিয়েছে। নেটিজেনরা বলতে শুরু করেছেন, নবির ছেলে যেন প্রথম বলেই ছক্কা মেরে বোঝালেন যে বাবাকে সম্মান দেন মাঠের বাইরে। মাঠে এরকম বল পেলে বাবাকেও মাঠের বাইরে ফেলতে দু'বার ভাববেন না আফগানিস্তানের তারকা হাসান ইসাখিল। এমনকী বাবা তো একটা সময় একদিনের ক্রিকেটে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার ছিলেন।
বাবা বল করতে আসতেই ছক্কা ছেলের
আর সেই ঘটনা ঘটেছে কাবুল আন্তর্জাতিক স্টেডিয়ামে। মঙ্গলবার শাপাগিজা ক্রিকেট লিগে আমো রিজিয়নের বিরুদ্ধে মাঠে নামেন এমআইএস আইনাক রিজিয়নের নবি। প্রথম ইনিংসের নবম ওভারে বল করতে আসেন তিনি। স্ট্রাইকে ছিলেন ছেলে হাসান। গত মাসে ১৮ বছরে পা দেওয়া হাসান খেলছিলেন ৩৪ রানে (২৩ বলে)। আর বাবার প্রথম বলেই বিশাল ছক্কা মারেন হাসান।
আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেটে নিজের সেরা ম্যাচ কোনটি? অবসর নেওয়ার আগে জানালেন আন্দ্রে রাসেল
‘মাঠের বাইরে ফেলব…’, উচ্ছ্বাস ধারাভাষ্যকারদের
সেই দৃশ্য দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন ধারাভাষ্যকাররা। এক ধারাভাষ্যকার বলেন, 'সবথেকে সেরা উপায়ে ও নবিকে স্বাগত জানাল।' অপর একজন বলতে থাকেন, ‘কী দুর্দান্ত মুহূর্ত। তোমার বাবা বল করছে। আর প্রথম বলেই ছক্কা মেরে দিল। (হাসান যেন বলছে) তুমি আমার বাবা। মাঠের বাইরে তোমায় আমি শ্রদ্ধা করি। কিন্তু (মাঠে) তুমি আমায় এরকম বল করলে মাঠের বাইরে ফেলব।’
তবে শেষপর্যন্ত বাবা শেষ হাসি হেসেছেন বাবা। কারণ হাসানের ৫২ রানের ইনিংস সত্ত্বেও ১৬৩ রান তাড়া করতে নেমে ১৮ বল বাকি থাকতেই পাঁচ উইকেটে ম্যাচটা জিতে গিয়েছে নবির দল। সেইসব নিয়ে অবশ্য কেউ ভাবছেন না। বরং ম্যাচের যাবতীয় আকর্ষণ কেড়ে নিয়েছে নবির প্রথম বলে হাসানের সেই ছক্কা।
আরও পড়ুন: ভিডিয়ো: আবারও বিতর্কে মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান, উঠল খুনের চেষ্টার অভিযোগ- রিপোর্ট
ছেলের সঙ্গে দেশের হয়ে খেলার স্বপ্ন নবির
এমনিতে ছেলের সঙ্গে আফগানিস্তানের জাতীয় দলের হয়ে খেলার দীর্ঘদিনের স্বপ্ন নবির। গত ফেব্রুয়ারিতে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির সাক্ষাৎকারে নবি জানিয়েছিলেন, শীঘ্রই ছেলের সঙ্গে দেশের হয়ে খেলার স্বপ্ন দেখছেন। তিনি বলেছিলেন, 'এটা আমার স্বপ্ন। আশা করছি যে সেই স্বপ্নটা আমরা পূরণ করতে পারব। ও খুব পরিশ্রমী। ও যাতে আরও কঠোর পরিশ্রম করে, সেটার জন্য আমি ওকে আরও অনুপ্রেরণা জোগাচ্ছি।'
আরও পড়ুন: ঝুলছে ১.৩৮ কোটি টাকার ক্ষতির আশঙ্কা! কোচ আজহার মাহমুদকে ছাড়তে চাইলেও চাপে PCB
ইতিমধ্যে আফগানিস্তানের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলে ফেলা ছেলের বিষয়ে ৪০ বছরের নবি বলেছিলেন, 'আমি চাই যে ও নিজের লক্ষ্য ঠিক করে নিক। তুমি যদি সেরা মানের ক্রিকেটার হতে চাও, তাহলে তোমায় কঠোর পরিশ্রম করতে হবে। ৫০ বা ৬০ রান করলে চলবে না। তোমায় ১০০-র বেশি রান করতে হবে। ও সেটা শুনছে আর সবসময় নিজেকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।'