ওয়েস্ট ইন্ডিজের পাওয়ার-হিটার আন্দ্রে রাসেল, যিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন। অবসরের আগে তিনি নিজের কেরিয়ারের সেরা মুহূর্তের গল্প শোনালে। আসলে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে খেলা ইনিংসকেই নিজের সেরা ইনিংস বলে বেছে নিলেন। মুম্বইয়ে খেলা তাঁর দুর্দান্ত ইনিংসটিকে ক্যারিবিয়ান দলের হয়ে নিজের সেরা মুহূর্ত হিসাবে বেছে নিয়েছেন তিনি।
ভারতের দেওয়া ১৯৩ রানের লক্ষ্য তাড়া করার সময়ে রাসেল পঞ্চম ব্যাটার হিসেবে ক্রিজে নামেন, যখন জয়ের জন্য ৪১ বলে দরকার ছিল ৭৭ রান। রাসেল মাত্র ২০ বলে ৩৩ রান করেন, যার মধ্যে ছিল বিরাট কোহলিকে মিডউইকেটের ওপর দিয়ে বিশাল ছয় মেরে ম্যাচ শেষ করা। ২ বল হাতে রেখেই দলকে ফাইনালে তুলেছিলেন তিনি।
ESPNcricinfo ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (CWI) এক সাক্ষাৎকারের উদ্ধৃত উল্লেখ করেছেন এবং সেখানে রাসেল বলেন, ‘নিঃসন্দেহে (আমার সেরা মুহূর্ত ছিল) ২০১৬ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে সেই সেমিফাইনাল ম্যাচ, যেখানে আমি আর লেন্ডল সিমন্স দলকে জেতাই, এবং অবশ্যই আগের ব্যাটারদের দেওয়া শুরুটাও গুরুত্বপূর্ণ ছিল।’
আন্দ্রে রাসেল আরও বলেন, ‘ভারতের মাটিতে, পুরো স্টেডিয়াম যখন ভারতের পক্ষেই ছিল, তখন ১৯০ প্লাস রান তাড়া করাটা ছিল একটা চাপে ফেলার মতো ব্যাপার। তবে উইকেটটা খুব ভালো ছিল, আর ড্রেসিংরুমে আমাদের যে আত্মবিশ্বাস ছিল, যেসব ব্যাটার বাকি ছিল, সেটা আমাকে স্বাধীনতা এবং আত্মবিশ্বাস দিয়েছিল আমার ভূমিকাটা ঠিকভাবে পালন করার জন্য।’
ওয়েস্ট ইন্ডিজ পরে ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে। দুইবারই শিরোপাজয়ী দলে ছিলেন রাসেল। রাসেল বলেন, ‘অবশ্যই, দুটি বিশ্বকাপ – একেবারে ভিন্ন এক অনুভূতি। আপনি ঘুমান, তারপর সকালে ঘুম থেকে উঠে দেখেন মাত্র দু’ঘণ্টা ঘুমিয়েছেন, কিন্তু মনে হয় পুরোপুরি বিশ্রাম নিয়েছেন। আপনি ইন্টারনেটে কি চলছে তা দেখতে চান, সব স্মৃতি দেখতে চান, সেই সব ইতিবাচক মন্তব্য পড়তে চান। এই দুটি মুহূর্তই ছিল ওয়েস্ট ইন্ডিজের হয়ে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্মৃতি।’
আন্দ্রে রাসেল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে দলে নাম অন্তর্ভুক্ত হওয়ার পর। এই দুই ম্যাচ অনুষ্ঠিত হবে তাঁর নিজের শহর জামাইকার সাবিনা পার্কে। সেখানে হবে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর আনুষ্ঠানিকতা।
আন্দ্রে রাসেল বলেন, ‘এটা এক দারুণ অনুভূতি। ছোটবেলায় যখন প্রথম সাবিনা পার্কে আসি, তারপর যখন ঘাসে হেঁটে বেড়াই, গ্যালারির দিকে তাকাই, তখন থেকে শুরু করে এখন পর্যন্ত—ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। আমি সব সময় আমার সর্বোচ্চটা দিয়েছি ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে।’ তিনি আরও বলেন, ‘আমি মনে করি, এটা আদর্শ ভেন্যু এবং উপযুক্ত সিরিজ—একটা ভালো দলের বিরুদ্ধে, অস্ট্রেলিয়া—আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর জন্য। সোশ্যাল মিডিয়াতে পোস্ট আর সাড়া দেখে আমি সত্যিই একটু আবেগপ্রবণ হয়ে পড়ি, তবে সিদ্ধান্ত আগেই নিয়েছি। আমি যথেষ্ট কিছু করেছি, যাতে বলতে পারি, হ্যাঁ, এটাই আন্তর্জাতিক ক্রিকেটের জন্য আমার শেষ।’