গুজরাট টাইটান্স (GT)-এর অধিনায়ক শুভমন গিল আইপিএল ইতিহাসে বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়ারের পর তৃতীয় অধিনায়ক হিসেবে ২৬ বছর বয়সের আগেই একটি মরশুমে ৫০০-র বেশি রান করার বিরল কৃতিত্ব অর্জন করলেন।
এই রেকর্ড গড়েন মুম্বই ইন্ডিয়ান্সের (MI) বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। মঙ্গলবারের বৃষ্টিবিঘ্নিত ম্যাচে তিনি ১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৩ বলে ৪৬ রান করেন ও এই নজির গড়েন। এই ইিংস খেলার সময়ে তিনটি চার ও একটি ছক্কা মারেন।
আইপিএল ২০২৫-এ এখনও পর্যন্ত শুভমন গিল ১১টি ম্যাচে ৫০৮ রান করেছেন, ৫০.৮০ গড়ে এবং ১৫২-এর ওপরে স্ট্রাইক রেটে। তাঁর ঝুলিতে রয়েছে পাঁচটি হাফ-সেঞ্চুরি এবং সর্বোচ্চ রান ৯০। বর্তমানে তাঁর বয়স ২৫ বছর ২৪১ দিন, এবং তিনিই এবারের আসরের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।
বিরাট কোহলি এই কীর্তির পথপ্রদর্শক, ২০১৩ সালে ২৪ বছর বয়সে প্রথমবার অধিনায়কত্ব করতে গিয়েই ১৬ ম্যাচে ৬৩৪ রান করেছিলেন, ৪৫.২৮ গড় এবং ১৩৮.৭৩ স্ট্রাইক রেটে, ছয়টি হাফ-সেঞ্চুরি ও সর্বোচ্চ স্কোর ৯৯।
শ্রেয়স আইয়ার ২০২০ সালে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে ২৫ বছর বয়সে এই কৃতিত্ব অর্জন করেন। তিনি ১৭ ম্যাচে ৫১৯ রান করেছিলেন, ৩৪.৬০ গড়ে ও ১২৩-এর বেশি স্ট্রাইক রেটে, তিনটি হাফ-সেঞ্চুরি সহ অপরাজিত ৮৮ রান। সেই মরশুমে তিনিই ছিলেন দিল্লির ফাইনালে ওঠার অন্যতম কারিগর।
আরও পড়ুন … ৩৪টি T20-তে ৬৪৬ রান সহ ১০ উইকেট! ম্যাক্সওয়েলের পরিবর্তে ভয়ঙ্কর অলরাউন্ডারকে নিল পঞ্জাব কিংস
মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাট টাইটান্স ম্যাচে টস জিতে গুজরাট ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। মুম্বই তাদের নির্ধারিত ওভারে ১৫৫/৮ রান তোলে, যেখানে উইল জ্যাকস (৩৫ বলে ৫৩) ও সূর্যকুমার যাদব (২৪ বলে ৩৫)-এর ৭১ রানের জুটি ছিল মূল আকর্ষণ।
গুজরাটের বোলিংয়ে সাই কিশোর ২/৩৪ নেন, আর মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, অর্জাদ খান, রশিদ খান ও জেরাল্ড কোটজি একটি করে উইকেট শিকার করেন।
আরও পড়ুন … ভারত-পাকিস্তান উত্তেজনা ও ‘অপারেশন সিঁদুর’-এর প্রভাব কি IPL 2025-এ পড়বে? কী বলছে BCCI?
জবাব দিতে নেমে গুজরাট শুরুতেই সাই সুদর্শনকে হারালেও, অধিনায়ক গিল (৪৩) ও জোস বাটলার (৩০)-এর মধ্যে ৭২ রানের জুটি দলকে ফের খেলায় ফেরায়।
১৪তম ওভারে ১০৭/২ অবস্থায় বৃষ্টি নামে, তখন DLS অনুযায়ী গুজরাট এগিয়ে ছিল। খেলা ফের শুরু হলে বুমরাহ (২/১৯) ও বোল্ট (২/২২) আবার ম্যাচে মুম্বইকে ফিরিয়ে আনেন, ১৮তম ওভারে গুজরাট ছিল ১৩২/৬, তখন ফের বৃষ্টি।
আরও পড়ুন … এই বিশ্বে সন্ত্রাসবাদের কোনও স্থান নেই… ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্যের পরে সচিন-ধাওয়ান-হরভজনদের বার্তা
শেষপর্যন্ত খেলা শুরু হলে গুজরাটের দরকার ছিল ১৪৭ রান, হাতে মাত্র এক ওভার। রাহুল তেওয়াটিয়া (১১*) ও জেরাল্ড কোয়েটজি (১২) শেষ বলে দলকে তিন উইকেটে জয় এনে দেন।
এই জয়ের ফলে গুজরাট টাইটান্স ১১ ম্যাচে ৮ জয় ও ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে, আর মুম্বই ইন্ডিয়ান্স ১২ ম্যাচে ৭ জয় ও ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে। তাদের ছয় ম্যাচের জয়রথ থেমে গেল এই ম্যাচেই।