গ্লেন ম্যাক্সওয়েলের পরিবর্তে পঞ্জাব কিংস স্কোয়াড নিতে চলেছে মিচেল ওয়েনকে। রিকি পন্টিং বললেন ওয়েনকে ‘এক্সসাইটিং প্যাকেজ’ হিসাবে বর্ণনা করলেন পঞ্জাবের হেড স্যার। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল ওয়েন আইপিএল ২০২৫-এর বাকি মরশুমের জন্য পঞ্জাব কিংস স্কোয়াডে যোগ দিতে চলেছেন। তিনি ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া গ্লেন ম্যাক্সওয়েলের পরিবর্তে দলে এসেছেন বলে ফ্র্যাঞ্চাইজির তরফে জানানো হয়েছে।
২৩ বছর বয়সি তরুণ ক্রিকেটার মিচেল ওয়েনকে স্বাগত জানিয়েছেন পঞ্জাব কিংস-এর প্রধান কোচ রিকি পন্টিং। এক প্রেস রিলিজে তিনি বলেছেন, ‘আমার মনে হয়, মরশুমের শেষ ভাগের জন্য মিচেল ওয়েনকে স্কোয়াডে যোগ করতে পেরে আমরা সকলেই খুব খুশি। আমি ওকে গত ১২ মাসে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছি।’
আরও পড়ুন … বাঁ-হাতি পেসারের জালে ফাঁসলেন রোহিত শর্মা! ফের ব্যর্থ, হিটম্যানকে নিয়ে উঠছে প্রশ্ন
রিকি পন্টিং আরও বলেন, ‘ও খুবই উত্তেজনাকর এক ক্রিকেটার, এক কথায় বলতে গেলে এক্সসাইটিং প্যাকেজ। ব্যাট হাতে বিভিন্ন পজিশনে খেলতে পারে এবং মিডিয়াম পেস বল করতেও সক্ষম। এটা আমাদের দলের জন্য অত্যন্ত কার্যকর হবে। ওকে দলে পেয়ে আমি দারুণ রোমাঞ্চিত এবং চাই যত তাড়াতাড়ি সম্ভব সে আমাদের সঙ্গে যোগ দিক।’
আরও পড়ুন … ভারত-পাকিস্তান উত্তেজনা ও ‘অপারেশন সিঁদুর’-এর প্রভাব কি IPL 2025-এ পড়বে? কী বলছে BCCI?
পঞ্জাব কিংস-এর সঙ্গে ৩ কোটি টাকায় চুক্তিবদ্ধ হওয়া মিচেল ওয়েন এখনও পর্যন্ত ৩৪টি টি টোয়েন্টি ম্যাচে ৬৪৬ রান করেছেন এবং ১০টি উইকেট নিয়েছেন। তাঁর ঝুলিতে রয়েছে দুটি সেঞ্চুরিও, যার মধ্যে সর্বোচ্চ স্কোর ১০৮ রান।
আরও পড়ুন … এই বিশ্বে সন্ত্রাসবাদের কোনও স্থান নেই… ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্যের পরে সচিন-ধাওয়ান-হরভজনদের বার্তা
দলে যোগ দেওয়ার ব্যাপারে মিচেল ওয়েন বলেন, ‘পঞ্জাব কিংস-এ সুযোগ পেয়ে আমি দারুণ রোমাঞ্চিত। আমার আর তর সইছে না, খুব তাড়াতাড়ি দলের সঙ্গে যোগ দিয়ে খেলায় মন দিতে চাই।’
আরও পড়ুন … কোহলিই টিম ইন্ডিয়াকে বদলেছে! ভারতীয় দলের আক্রমণাত্মক মেজাজের জন্য বিরাটকেই কৃতিত্ব দিলেন ভুবনেশ্বর কুমার
পঞ্জাব কিংস-এর সিইও সতীশ মেনন বলেন, ‘আমাদের বিশ্বাস, মিচ ওয়েনের স্কিলসেট ও মানসিক দৃঢ়তা আইপিএলে সাফল্যের জন্য যথেষ্ট। সে এক তরুণ, প্রতিভাবান ক্রিকেটার যার ভবিষ্যৎ উজ্জ্বল। আমরা ওকে আমাদের দলের হয়ে পারফর্ম করতে দেখার অপেক্ষায় রয়েছি।’