বুধবার রাজস্থান রস্যালসের বিরুদ্ধে ম্যাচে গুজরাট টাইটান্স জয় ছিনিয়ে নিলেও, অধিনায়ক হিসেবে শুভমন গিল পুরোপুরি খুশি ছিলেন না। তার দু'টি বড় কারণও ছিল। প্রথমত, গুজরাট টাইটান্সের বোলাররা অনেক রান গলান। যার ফলে রাজস্থান রয়্যালসের সঞ্জু স্যামসন এবং রিয়ান পরাগ জুটি বড় পার্টনারশিপ গড়ে ফেলে। দ্বিতীয়ত, আম্পায়ারের একটি সিদ্ধান্ত নিয়ে ক্ষেপে যান শুভমন। মোহিত শর্মার একটি বলে ওয়াইডের সিদ্ধান্ত দেন আম্পায়ার। তা দেখে মেজাজ ঠিক রাখতে পারেননি গুজরাটের অধিনায়ক।
আরও পড়ুন: আমি হটি, আমি নটি, আমি সিক্সটি- রবি শাস্ত্রীর হট লুকে ঝড় উঠল নেটপাড়ায়
ওয়াইড নিয়ে দ্বিধা
রাজস্থানের ইনিংসের ১৭তম ওভারে বল করছিলেন মোহিত শর্মা। ব্যাট করছিলেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। মোহিতের একটি বল উইকেট থেকে বেশ বাইরে পড়লে, আম্পায়ার বিনোদ শেশান ওয়াইডের নির্দেশ দেন। এই সিদ্ধান্ত পছন্দ হয়নি গুজরাটের উইকেটরক্ষক ম্যাথু ওয়েডের। তিনি ডিআরএস নেওয়ার পরামর্শ দেন অধিনায়ক শুভমনকে। শুভমন ডিআরএস নিলে, সেই বলের রিপ্লে দেখার পর তৃতীয় আম্পায়ার কেএন অনন্তপদ্মনাভন প্রথমে জানান, বল বৈধ। মাঠে আম্পায়ারকে তিনি সিদ্ধান্ত পরিবর্তনের অনুরোধ করেন। কারণ হিসাবে তিনি বলেন মোহিত হাত থেকে বল ছাড়ার আগেই সঞ্জু অফ স্টাম্পের বাইরের দিকে কিছুটা এগিয়ে গিয়েছিলেন। তাতে খুশি হয় টাইটান্স শিবির।
আরও পড়ুন: হারের পরেই কারণ বলা খুব কঠিন, ধারাভাষ্যকরকে কথা শোনালেন সঞ্জু
মেজাজ হারান শুভমন
এর পরেই ঘটে বিপত্তি। দ্বিতীয় বার রিপ্লে দেখে তৃতীয় আম্পায়ার অনন্তপদ্মনাভন জানান, তাঁর প্রথম পর্যবেক্ষণ সঠিক ছিল না। মাঠের আম্পায়ার বিনোদকে ওয়াইডের সিদ্ধান্তেই অটল থাকার অনুরোধ করেন। বিনোদ দ্বিতীয় বার তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত জানাতেই মেজাজ হারান শুভমন। বিস্ময় প্রকাশ করেন গুজরাটের অন্য ক্রিকেটারেরাও। শুভমন ছুটে যান আম্পায়ারের কাছে। তাঁকে উত্তেজিত ভাবে বিনোদের সঙ্গে তর্ক করতে দেখা যায়। আম্পায়ার শান্ত করার চেষ্টা করলেও শুভমনকে বেশ উত্তেজিত ছিলেন।
সংক্ষিপ্ত স্কোর
টস জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠান শুভমন গিল। এদিন ক্যাপ্টেনস ইনিংস খেলেন সঞ্জু স্যামসন। ৩৮ বলে ৬৮ রানে অপরাজিত। ইনিংসে ছিল ২টি ছয়, ৭টি চার। চলতি আইপিএলে নিজের জাত চেনাচ্ছেন রিয়ান পরাগও। আরও একটি অনবদ্য ইনিংস খেলেন। নিজের তৃতীয় অর্ধশতরান তুলে নেন তিনি। ৫টি ছয়, ৩টি চারের সাহায্যে ৪৮ বলে ৭৬ রান করেন। নির্ধারিত ওভারের শেষে ৩ উইকেট হারিয়ে ১৯৬ রান তোলে রাজস্থান।
আরও পড়ুন: একেই মরশুমের প্রথম হার, গোদের উপর বিষফোঁড়া আবার ১২ লাখ টাকা জরিমানা করা হল সঞ্জুকে
রান তাড়া করতে নেমে প্রথম উইকেটে ৬৪ রান যোগ করে শুভমন গিল, সাই সুদর্শন জুটি। কিন্তু কুলদীপ সেনের বিধ্বংসী বোলিংয়ে ছারখার হয়ে যান গুজরাটের ব্যাটাররা। প্রথম তিন উইকেটই মধ্যপ্রদেশের পেসারের। ৩৫ রানে আউট হন সুদর্শন। রান পাননি ম্যাথিউ ওয়েড (৪) এবং অভিনব মনোহর (১)। একাই লড়াই করছিলেন শুভমন গিল। ৪৪ বলে ৭২ রান করে আউট হন গুজরাটের অধিনায়ক। ইনিংসে ছিল ২টি ছয়, ৬টি চার। শেষ দিকে রাহুল তেওয়াটিয়া এবং রশিদ খান দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। ১১ বলে ২২ করেন তেওয়াটিয়া। ১১ বলে ২৪ করে অপরাজিত থাকেন রশিদ। ৩ উইকেটে ম্যাচ জেতে টাইটান্স।