বিরাট কোহলির মতো কিংবদন্তি প্লেয়ারের সঙ্গে ড্রেসিংরুমে ভাগ করে নেওয়া এবং তাঁর সঙ্গে খেলা প্রতিটি তরুণ ক্রিকেটারের স্বপ্ন। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর একজন প্লেয়ার রয়েছেন, যিনি কোহলিকে এতটাই পছন্দ করেন যে, সব সময়ে ছায়ার মতো তাঁর সঙ্গে সঙ্গে থাকেন। ম্যাচ চলাকালীনও বিরাটের জন্য জল নিয়ে মাঠে নেমে পড়েন। কোহলির সব কিছুর ছোট-বড় যত্ন নেন। এমন পরিস্থিতিতে এই খেলোয়াড়কে ‘রামভক্ত হনুমান’ বললে, এতটুকু অত্যুক্তি হবে না। এখন আরসিবি শিবিরও ২০ বছর বয়সী এই তরুণ ব্যাটসম্যানকে কোহলির ছায়া বলতে শুরু করেছেন। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে মিমের বন্যা বয়ে গেছে। আমরা স্বস্তিক চিকারার কথা বলছি। কিন্তু কেন তাঁকে কোহলির ছায়া বলা হচ্ছে, জানেন?
চিকারাকে কেন কোহলির ছায়া বলা হচ্ছে?
আসলে, আরসিবি-র পরের ম্যাচ রয়েছে দিল্লিতে। ২৭ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। এই ম্যাচ খেলার জন্য দিল্লিতে পৌঁছিয়ে গিয়েছে বেঙ্গালুরু। আর বিমানবন্দরেই, বাঁ-হাতি ফাস্ট বোলার যশ দয়াল প্রকাশ করেন যে, তাঁদের দলে বিরাট কোহলির দু'টি ছায়া রয়েছে- একজন হলেন মোহিত রাঠি এবং অন্য জন হলেন স্বস্তিক চিকারা। কিন্তু চিকারার সঙ্গে কারো তুলনা চলে না, কারণ তিনি কখনও কোহলির সঙ্গে থাকার কোনও সুযোগই হাতছাড়া করেন না। সব সময়ে কিং কোহলির পিছনে পিছনে ঘুরতে থাকেন। এবং তাঁর যত্নও নেন।
আরও পড়ুন: সামনে দুর্গম গিরি, তবু IPL 2025-এর প্লে-অফে এখনও উঠতে পারে CSK, জেনে নিন কোন সমীকরণে
এরপর যশ দয়াল চিকারাকে উস্কে দিয়ে জিজ্ঞেস করেন, ‘তুমি সব সময়ে বিরাট ভাইয়ের ছায়া হওয়ার চেষ্টা করো। এটা কী?’ চিকারা তাৎক্ষণিক ভাবে এর জবাব দেন। বলেন, ‘কিছু না, আমি ভাইয়ার দেখাশোনা করি। ভাইয়ার যদি জলের প্রয়োজন হয়, আমি ওঁর জন্য তা নিয়ে আসি, এই আর কী?’
আরসিবির লেগ স্পিনার সুয়াশ শর্মাও সেখানে উপস্থিত ছিলেন। তিনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মিম দেখান চিকারাকে। সেই মিমে বলা হয়েছিল যে, চিকারার সবচেয়ে বড় টেনশন হল, ম্যাচ চলাকালীন বিরাট কোহলির কাছে সবার প্রথমে জল নিয়ে যাওয়া। তার আগে যেন কেউ এই কাজটি না করতে পারেন, তার জন্য সদা সতর্ক থাকে চিকারা। আর এই বিষয়টি নিয়ে চিকারার আশেপাশে উপস্থিত সকলে রসিকতা করছিলেন এবং হাসছিলেন। কিন্তু এই নিয়ে কোনও মাথাব্যথা নেই তরুণের। উল্টে তিনি বলে দেন, ‘এতে কী হল? আমার ভাইকে তো আমিই জল দেব।’ প্রসঙ্গত,স্বস্তিক চিকারার এখনও আইপিএল ২০২৫-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে অভিষেক হয়নি।
বিরাট কোহলি পারফিউম চুরি
সম্প্রতি স্বস্তিক চিকারা বিরাট কোহলির ব্যাগ খুলে তাঁকে না বলেই তাঁর সুগন্ধি ব্যবহার করেছেন। এর পর, নিজের জন্মদিনে কোহলির কাছ থেকে ঘড়ি চাইতেও দেখা গিয়েছে চিকারাকে। দু'জনেই একে অপরকে কেকও খাইয়েছিলেন। এর থেকে অনুমান করা যায় যে, দু'জনের মধ্যে বন্ধন কতটা দৃঢ়।