সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ঘরের মাঠে আরও একটি খারাপ পারফরম্যান্সের পর চেন্নাই সুপার কিংসের ব্যাটিং লাইনআপের তীব্র সমালোচনা করেছেন বীরেন্দ্র সেহওয়াগ। বিশেষ করে, সেহওয়াগ প্রশ্ন তুলেছেন রবীন্দ্র জাদেজাকে নিয়ে। তাঁর মতো অভিজ্ঞ ব্যাটসম্যান কেন ইনিংস পরিচালনার দায়িত্ব নিচ্ছেন না, তা নিয়েই সরব হয়েছেন বীরু।
ক্রিকবাজের ম্যাচ-পরবর্তী একটি অনুষ্ঠানে সিএসকে-র পারফরম্যান্স নিয়ে কটাক্ষ করে সেহওয়াগ বলেছেন যে, যদি তারা এবার পয়েন্ট টেবলের লাস্টবয় হয়, তবে এটি একটি ভিন্ন এবং প্রয়োজনীয় অভিজ্ঞতা হবে। আইপিএলের ইতিহাসে এই প্রথম বারের মতো পাঁচ বারের চ্যাম্পিয়ন দল খুব সম্ভবত টানা দুই মরশুম গ্রুপ লিগ থেকেই ছিটকে যেতে চলেছে।
আরও পড়ুন: সামনে দুর্গম গিরি, তবু IPL 2025-এর প্লে-অফে এখনও উঠতে পারে CSK, জেনে নিন কোন সমীকরণে
চেন্নাইকে নিয়ে কটাক্ষ কর সেহওয়াগ বলেছেন, ‘চেন্নাই দশ নম্বরে শেষ করবে কিনা, তা আমি নিশ্চিত করে বলতে পারছি না, তবে যদি তা হয়, তবে ভালোই হবে। কারণ তখন তারাও বুঝতে পারবে শেষে থাকলে কেমন অনুভূতি হয়। এত বছর ধরে, এত ফাইনাল খেলার পরও, তারা এই অভিজ্ঞতা লাভ করেনি।’
সিএসকে-কে কটাক্ষ, জাদেজার সমালোচনা সেহওয়াগের
সেহওয়াগ কটাক্ষ করেই বলেছেন, ‘অর্ধেক টুর্নামেন্টের পর আমি যেমন বলেছিলাম, আমার মনে হচ্ছে, বাড়ি চলে যাই, দেখছি সিএসকে-রও তাই মনে হচ্ছে। অর্ধেক ব্যাটসম্যানই জানতে চাইছেন, কখন তাঁরা বাড়ি যেতে পারবেন, এই টুর্নামেন্টটা শেষ হোক।’
সিএসকে-র সমালোচনা করতে গিয়ে, বিশেষ করে, রবীন্দ্র জাদেজার ব্যাটিং পজিশন নিয়ে প্রশ্ন তুলেছেন সেহওয়াগ। কারণ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে তাঁকে ব্যাটিং অর্ডারের চার নম্বরে তুলে আনা হয়েছিল। কিন্তু জাদেজা দলকে ভরসা দিতে পারেননি। তিনি ২১ (১৭) করে সাজঘরে ফিরে যান। সেই সঙ্গে নিজে স্লো ইনিংস খেলে, মাঝের ওভারগুলিতে রানের গতি কমিয়ে আনার ধারা অব্যাহত রাখেন।
সেহওয়াগ দাবি করেছেন, ‘অন্তত একজন প্লেয়ারের কিছুটা দায়িত্ব নেওয়া উচিত, ব্রেভিস সেই ভূমিকা পালন করছিলেন, কিন্তু তিনিও শট খেলে আউট হয়ে যান। যদি জাদেজা ব্যাটিং অর্ডারের উপরে খেলতে নামেন, তবে তাঁর স্ট্রাইকরেট নিরর্থক, কিন্তু তার অন্তত ১৫-১৮ ওভার পর্যন্ত টিকে থাকা উচিত, যাতে দলের বাকিরা খেলতে পারে।’
সিএসকে ব্যাটিং পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছেন বীরু
চিপকে চেন্নাই সুপার কিংস মাত্র ১৫৪ রানে অলআউট হয়ে যায়, আয়ুষ মাত্রে (৩০) এবং ডেওয়াল্ড ব্রেভিস (৪২)- এই দুই ব্যাটসম্যান ছাড়া বাকিরা হতাশ করেছেন। এদিকে সানরাইজার্স হায়দরাবাদের বোলাররাও সিএসকে-র ইনিংসে নির্দিষ্ট ব্যবধানে উইকেট তুলে নিতে সক্ষম হয়েছেন। এবং রানের গতিও নিয়ন্ত্রণে রেখেছিলেন, হর্ষাল প্যাটেল চারটি উইকেট তুলে নেন।
আরও পড়ুন: MI এখন KKR-এর অনুপ্রেরণা, PBKS-এর বিরুদ্ধে নামার আগে মইনের দাবি, ‘বেশির ভাগ ম্যাচই জিততে হবে’
ব্রেভিসের আউট হওয়ার সময়ে সিএসকে-র সংগ্রহ ছিল ৫ উইকেটে ১১৪ রান। তখনও হাতে ৭ ওভার বাকি ছিল। তবে লোয়ার অর্ডারের কেউই হাল ধরতে পারেননি। এমন কী এমএস ধোনিও দলের প্রয়োজনের সময়ে চূড়ান্ত হতাশ করেন। সেহওয়াগ প্রশ্ন তুলেছেন যে, সিএসকে চেয়েছিল, দ্রুত স্কোর করতে। আর সেটা করতে গিয়ে তারা ছন্দ হারিয়ে ফেলে।
সেহওয়াগ বলেছেন, ‘শিবম দুবেও তাড়াতাড়ি আউট হয়ে যান। এমন কোনও ব্যাটসম্যান ছিল না যে, উইকেটে টিকে থাকতে পারেন। প্রতি নিয়ত উইকেট পড়ছিল। আমার মতে, তোমার দল রানও করছে না, আর তার উপরে তুমি ভাবছো ২০০ স্ট্রাইক-রেটে খেলবে। এভাবে খেলতে পারবে না, অন্তত ১৭০-১৮০ রান তো করতে হবে।’