১৪ বছর বয়সী কিশোর তারকা বৈভব সূর্যবংশী আইপিএল ২০২৫-এ আলোচনার বিষয় হয়ে উঠেছে। আইপিএল অভিষেকের প্রথম বলেই ছক্কা মেরে সবাইকে অবাক করে দিয়েছিল সে। সেই ম্যাচে বৈভব ২০ বলে ৩৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে সকলের নজরও কেড়েছিল। এত অল্প বয়সেই সে তার প্রতিভার স্বীকৃতি পেয়েছে ঠিকই, তবে টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ কিন্তু একটি সতর্কবার্তা দিয়েছেন বৈভবকে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ব্যর্থ হওয়ার পর, সেহওয়াগ বলে দিয়েছেন যে, বৈভব যদি এই সাফল্যেই খুশি হয়ে যায়, তবে তাকে আগামী বছর খেলতে দেখা যাবে না। সেহওয়াগ তাকে মাটিতে পা রেখে চলার এবং দীর্ঘ সময় ২২ গজে টিকে থাকার লক্ষ্যে অবিচল হওয়ার পরামর্শ দিয়েছেন।
বৈভব সম্পর্কে সেহওয়াগ কী বলেছেন?
বীরেন্দ্র সেহওয়াগ ক্রিকবাজে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং রাজস্থান রয়্যালসের মধ্যে খেলা ম্যাচটির বিশ্লেষণ করতে গিয়ে, গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন বৈভব সূর্যবংশীকে। তিনি ১৪ বছরের কিশোরকে কোহলির মতো দীর্ঘ ক্যারিয়ার গড়ার দিকে মনোনিবেশ করতে বলেছেন। সেহওয়াগ বলেছেন, ‘সূর্যবংশীর লক্ষ্য থাকা উচিত, ২০ বছর ধরে আইপিএলে খেলার। বিরাট কোহলির দিকে তাকাও, তিনি ১৯ বছর বয়সে খেলা শুরু করেছিলেন। কিন্তু ১৮টি মরশুম ধরেই তিনি খেলছেন। কোহলিদের অনুসরণ করার চেষ্টা করা উচিত। কিন্তু যদি ও এই আইপিএল নিয়ে খুশি থাকে এবং ভাবে যে, ও এখন কোটিপতি, ওর অভিষেক দুর্দান্ত ছিল, প্রথম বলেই ও ছক্কা মেরেছে, তাহলে হয়তো পরের বছর আমরা ওকে দেখতে পাব না।’
আরও পড়ুন: ওয়ার্নারের রেকর্ড গুঁড়িয়ে, IPL-এ ফের ইতিহাস লিখলেন বিরাট কোহলি, বুঝিয়ে দিলেন কেন তিনি ‘কিং’
সতর্ক করলেন বীরু
সেহওয়াগ ধৈর্য ধরার বিষয়ে বৈভব সূর্যবংশীকে সতর্ক করেছেন। প্রাথমিক সাফল্যে উচ্ছ্বসিত না হওয়ারপরামর্শ দিয়েছেন। মাথা ঠাণ্ডা রেখে, ভালো পারফর্ম করার উপর মনোযোগ দিতে বলেছেন। বীরুর পরামর্শ, ‘যদি তুমি মাঠে যাও এবং জেনে থাকো যে, তোমার ভালো পারফরম্যান্সের জন্য প্রশংসিত হবে এবং খারাপ পারফরম্যান্সের জন্য সমালোচিত হবে, তাহলে তুমি মাঠেই থাকবে। আমি অনেক খেলোয়াড়কে একটি বা দু'টি ম্যাচের পর বিখ্যাত হতে দেখেছি। তার পর তাঁরা কিছুই করতে পারেননি। কারণ তাঁরা মনে করেছিলেন, তারকা খেলোয়াড় হয়ে গিয়েছেন।’
আরসিবি-র বিরুদ্ধে হতাশ করে বৈভব
আইপিএল ২০২৫-এর আগে মেগা নিলাম থেকে বৈভব সূর্যবংশীকে ১.১০ কোটি টাকায় কিনে নিয়েছিল রাজস্থান রয়্যালস। সেই সঙ্গে আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ কোটিপতি খেলোয়াড় হয়ে ওঠে বৈভব। লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে অভিষেক হয় তার। সেই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে সকলের নজর কেড়েছিল ১৪ বছরের ছেলেটি। ২০ বলে ৩৪ রানের বিস্ফোরক ইনিংস খেলেছিল সে, যার স্ট্রাইক রেট ছিল ১৭০। কিন্তু বৃহস্পতিবার (২৫ এপ্রিল) এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ১২ বলে মাত্র ১৬ রান করে আউট হয়ে যায় বৈভব।