আইপিএলের ওপেনিং মরশুম থেকেই বেশ কিছু চমকে দেওয়ার মতো ক্যাচ দেখেছেন সকলে। এই ধারা লিগের ১৮তম আসরেও অব্যাহত রয়েছে। আইপিএল ২০২৫-এ এখনও পর্যন্ত যে ম্যাচগুলি হয়েছে, সেগুলিতে ইতিমধ্যেই বেশ কিছু নজর কাড়া এবং আশ্চর্যজনক ক্যাচের সাক্ষী থেকেছেন ক্রিকেট প্রেমীরা। আর শুক্রবার (২৪ এপ্রিল) চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদে খেলা শ্রীলঙ্কার অলরাউন্ডার কামিন্দু মেন্ডিস যে ক্যাচটি নিয়েছেন, সেটি কেবল এই মরশুমের সেরা ক্যাচই নয়, বরং আইপিএলের ইতিহাসের সেরা ক্যাচগুলির মধ্যে একটি। এমন ক্যাচ দেখে সকলের চোখ একেবারে ছানাবড়া।
আরও পড়ুন: MI এখন KKR-এর অনুপ্রেরণা, PBKS-এর বিরুদ্ধে নামার আগে মইনের দাবি, ‘বেশির ভাগ ম্যাচই জিততে হবে’
মেন্ডিসের চোখ ধাঁধানো ক্যাচ
এদিব চিপক স্টেডিয়ামে সিএসকে এবং এসআরএইচ একে অপরের মুখোমুখি হয়েছিল। এই ম্যাচে চেন্নাই সুপার কিংস প্রথমে ব্যাট করতে নেমে চূড়ান্ত হতাশ করেন। তবে, ১৭ বছর বয়সী ব্যাটসম্যান আয়ুশ মাত্রে একটি সংক্ষিপ্ত হলেও, আগ্রাসী ইনিংস খেলে দলকে ভরসা দেওয়ার চেষ্টা করেন। তবে এদিন সিএসসকে-র হয়ে যিনি নজর কেড়েছেন, তিনি ছিলেন ডেওয়াল্ড ব্রেভিস। শুক্রবারই সিএসকে-র জার্সিতে অভিষেক হয় তাঁর।
আরও পড়ুন: ফের ব্যর্থ চেন্নাইয়ের ব্যাটিং, IPL-এ হল লজ্জার নজির, চিপকে CSK-কে প্রথম বার হারিয়ে ইতিহাস লিখল SRH
আর অভিষেক ম্যাচেই ডানহাতি ব্যাটসম্যান ব্রেভিস ২৪ বলে ৪২ রানের দুরন্ত একটি ইনিংস খেলেন। যার সৌজন্যে সিএসকে তাও ১৫০ রানের গণ্ডি টপকাতে সক্ষম হয়। তবে ১৩তম ওভারের পঞ্চম বলে কামিন্দু মেন্ডিসের অসাধারণ ফিল্ডিংয়ের কারণে ব্রেভিসের উইকেট হারায় সিএসকে। ১৩তম ওভারে বল করছিলেন হর্ষাল প্যাটেল। ব্রেভিস পুরো শক্তি দিয়ে সেই বলে বড় শট মারার চেষ্টা করেন। বলটি বুলেট গতিতে লং অফের বাউন্ডারির দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু সেখানে ফিল্ডিং করছিলেন কামিন্দু মেন্ডিস। তিনি তাঁর বাঁ-দিকে দৌড়ে গিয়ে, লম্বা ডাইভ দিয়ে শূন্যে থাকা অবস্থায় দুই হাতে বলটি ধরেন।
বল যে গতিতে এসেছিল তা বিবেচনা করে, মেন্ডিস ক্যাচটি ধরে সবাইকে অবাক করে দেন। এই একটি ক্যাচ ব্রেভিসের ইনিংস শেষ করে দেয় এবং চেন্নাইয়ের রানের গতিও যেন থমকে যায়। স্পষ্টতই এটি ছিল এই মরশুমের সেরা ক্যাচ। ব্রেভিস নিজেও ভাবেননি, বলটি বাউন্ডারির বদলে ক্যাচ হয়ে যাবে।
সিএসকে-কে চিপকে প্রথম বার হারাল এসআরএইচ
এদিন ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ল্যাজেগোবরে হয়ে হারে এমএস ধোনির সিএসকে। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে এদিন নিজেদের ইনিংসের পুরো ওভার খেলতে পারেনি সিএসকে। তার আগেই ১৫৪ রানে অলআউট হয়ে যায় তারা। যেটা আইপিএলের ইতিহাসে তাদের লজ্জার নজির। এই প্রথম বার চিপকে সিএসকে অলআউট হল। এদিকে ৮ বল বাকি থাকতেই ৫ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সানরাইজার্স হায়দরাবাদ। সেই সঙ্গে তারা আইপিএলে ইতিহাস লিখে ফেলে। এই প্রথম বার চিপকে গিয়ে সিএসকে-কে হারাল হায়দরাবাদের দল।