
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
২০২৫ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংসের (CSK) খারাপ পারফরম্যান্সের ধারা অব্যাহত। শুক্রবার (২৫ এপ্রিল) ফের তারা আরও একটি ম্যাচ হেরেছে। সানরাইজার্স হায়দরাবাদের (SRH) বিরুদ্ধে তাদের ঘরের মাঠ চিপকে ৫ উইকেটে পরাজিত হয়েছে সিএসকে। আইপিএলের ইতিহাসে এই প্রথম বার ঘরের মাঠে হায়দরাবাদের বিপক্ষে কোনও ম্যাচ হারল চেন্নাই। যার নিটফল, এবারের আইপিএলে এখনও পর্যন্ত ৯টি ম্যাচ খেলে, তার মধ্যে ৭টিতেই হেরেছে সিএসকে। তাদের সংগ্রহে রয়েছে মাত্র ৪ পয়েন্ট। এবং তারা এখন পয়েন্ট টেবলের লাস্টবয়। সিএসকে-র যা পরিস্থিতি, তাতে আইপিএলের প্লে-অফে পৌঁছানোটা তাদের জন্য কার্যত অসম্ভব। তবে, আনুষ্ঠানিক ভাবে তারা এখনও প্লে-অফে খেলার যোগ্যতা অর্জনের লড়াইয়ে রয়েছে। তবে এমএস ধোনির টিমের জন্য প্লে-অফের সমীকরণটা অত্যন্ত জটিল হয়ে উঠেছে।
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ হারলেও, চেন্নাই সুপার কিংসের সব আশা এখনও শেষ হে যায়নি। পাঁচ বারের চ্যাম্পিয়নদের এখনও প্লে-অফে ওঠার সুযোগ রয়েছে। তবে, এখন তাদের যা সমীকরণ দাঁড়িয়েছে, তাতে তারা সরাসরি প্লে-অফে পৌঁছতে পারবে না। প্রথম চারে জায়গা করে নিতে হলে, এমএস ধোনির দলকে এখন বাকি ৫টি ম্যাচ সবার আগে জিততে হবে। তার পরেও, প্লে-অফে জায়গা নিশ্চিত হবে না। যদি সিএসকে তাদের শেষ ৫টি ম্যাচ জিততে পারে, তাহলে তাদের পয়েন্ট হবে ১৪। এর পরে আবার অন্যান্য দলের পারফরম্যান্সের উপর নির্ভর করতে হবে। আর যোগ্যতা অর্জনে সিএসকে-র নেট রানরেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
গত মরশুমে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করেছিল। আরসিবি, সিএসকে, দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপার জায়ান্টসের সমান পয়েন্ট ছিল। কিন্তু বেঙ্গালুরুর নেট রানরেটে ভালো থাকায়, নকআউটে ওঠে তারা। তবে গত বছরই প্রথম বারের মতো ১০টি দলের মধ্যে থেকে একটি দল ১৪ পয়েন্ট এবং ৭টি জয় নিয়ে আইপিএলের প্লে-অফে জায়গা করে নিয়েছিল। এর অর্থ হল সিএসকে-র জন্য দরজা এখনও খোলা, তবে ম্যাচ জেতার পাশাপাশি, তাদের নেট রান রেটও বাড়াতে হবে। বর্তমানে তাদের নেট রানরেট -১.৩০২, যা এবারের টুর্নামেন্টে দশ দলের মধ্যে সবচেয়ে খারাপ।
আরও পড়ুন: MI এখন KKR-এর অনুপ্রেরণা, PBKS-এর বিরুদ্ধে নামার আগে মইনের দাবি, ‘বেশির ভাগ ম্যাচই জিততে হবে’
ইতিমধ্যে তিনটি দলের পয়েন্ট ১২ করে। এবং আরও তিনটি দলের সংগ্রহে রয়েছে ১০ করে পয়েন্ট। এবার ১৪ পয়েন্টের কাট-অফ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে, যা প্রায় স্পষ্ট করে দিচ্ছে যে সিএসকে-র আশা প্রায় নিভে গিয়েছে।
৩০ এপ্রিল – বনাম পঞ্জাব কিংস (হোম)
৩ মে – বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (অ্যাওয়ে)
৭মে- বনাম কলকাতা নাইট রাইডার্স (অ্যাওয়ে)
১২ মে – বনাম রাজস্থান রয়্যালস (হোম)
১৮ মে – বনাম গুজরাট টাইটান্স (অ্যাওয়ে)
আরও পড়ুন: ফের ব্যর্থ চেন্নাইয়ের ব্যাটিং, IPL-এ হল লজ্জার নজির, চিপকে CSK-কে প্রথম বার হারিয়ে ইতিহাস লিখল SRH
চেন্নাই সুপার কিংস তাদের প্রথম ম্যাচ জয়ের পর থেকেই এই টুর্নামেন্টে ধারাবাহিক ভাবে খারাপ পারফরম্যান্স করছে। চিপকে মুম্বই ইন্ডিয়ান্সের (এমআই) বিপক্ষে জয় দিয়ে শুরু করার পর, তারা তাদের গতি পুরোপুরি হারিয়ে ফেলে। টানা ৫টি পরাজয়ের মুখোমুখি হয় তারা। এর পর তারা লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জয় পেয়েছিল, কিন্তু আবারও পরের দু'টি ম্যাচে হেরে বসে থাকে।
শুধু তাই নয়, দলের ব্যাটিং অর্ডার সম্পূর্ণ ব্যর্থ। ওপেনাররা শুরুতেই দ্রুত স্কোর করতে ব্যর্থ হচ্ছেন। একই সঙ্গে মিডল অর্ডারও পুরো ব্যর্থ। এছাড়াও, বোলাররাও ভালো ছন্দে নেই। এই মরশুমে এমএস ধোনির জাদুও দেখা যাচ্ছে না। সামগ্রিক ভাবে পুরো দলটি একেবারে ল্যাজেগোবরে হচ্ছে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports