মুম্বইয়ের কাছে বড় ব্যবধানে হারল লখনউ সুপার জায়ান্টস, তবে এর মাঝেও একটা ঘটা সকলকে অবাক করে দিল। আসলে বুমরাহকে ছক্কা মেরে রবি বিষ্ণোইয়ের উচ্ছ্বাস জাহির খান ও ঋষভ পন্তকেও অবাক করে দিয়েছে।
লখনউ সুপার জায়ান্টস (LSG) চলতি মরশুমে তাদের ষষ্ঠ হার স্বীকার করল, এবং সেটিও বড় ব্যবধানে। রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২১৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ২০ ওভারে মাত্র ১৬১ রানেই গুটিয়ে যায় এলএসজি। মুম্বই ইন্ডিয়ান্সের (MI) কাছে তারা হার মানে ৫৪ রানের ব্যবধানে।
যখন ম্যাচটি কার্যত মুম্বইয়ের পকেটে চলে গেছে, তখনও হার মানেননি রবি বিষ্ণোই। মুম্বইয়ের সেরা পেসার এবং বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা বোলার জসপ্রীত বুমরাহকে সামনাসামনি ছয় মেরে খানিকটা সকলকে অবাক করে দেন এবং পরে আবেগে ভেসে যান।
বুমরাহ, যিনি কিছুক্ষণ আগেই মুম্বই ইন্ডিয়ান্সের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারির রেকর্ড গড়েছেন, তখন তাঁর স্পেলের মাঝপথে ছিলেন। ঠিক তখনই বিষ্ণোই একটি লেন্থ বল পেয়ে সেটিকে লং-অন অঞ্চলের ওপর দিয়ে বিশাল ছক্কা হাঁকান। বুমরাহের সম্ভাব্য পাঁচ উইকেটের স্বপ্নও সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়।
ছক্কাটি মারার পর বিষ্ণোইয়ের উচ্ছ্বাস ছিল দেখার মতো। মুঠি আঘাত করে উদযাপন করতে দেখা যায় তাঁকে, এবং তা সরাসরি বুমরাহের সামনেই।
বুমরাহ অবশ্য স্বভাবসিদ্ধ ঠান্ডা মেজাজে মুচকি হেসে এই উদযাপন গ্রহণ করেন। ডাগআউটে বসে থাকা লখনউ অধিনায়ক ঋষভ পন্তও বিষ্ণোইয়ের এই মুহূর্ত দেখে হেসে উঠেন এবং আঙুল তুলে মজার ইঙ্গিত করেন।
ভিডিয়োটি দেখুন:
আরও পড়ুন … ওয়াংখেড়েতে LSG-কে হারিয়ে ইতিহাস গড়ল মুম্বই ইন্ডিয়ান্স! IPL-এ ১৫০তম জয়ের মাইলফলক ছুঁলো
মুম্বইয়ের ব্যাটিং তাণ্ডব
এর আগে মুম্বই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল। চলতি আইপিএল ২০২৫-এ দুর্দান্ত ফর্মে থাকা সূর্যকুমার যাদব ফের আরেকটি অর্ধশতক করলেন। মাত্র ২৮ বলে ৫৪ রানের ইনিংসে চারটি ছক্কা ও চারটি বাউন্ডারি মারেন তিনি, এবং এই ইনিংসের মধ্য দিয়ে মরশুমে ৪০০ রান ছাড়িয়ে গেলেন সূর্য।
আরও পড়ুন … পীযূষ চাওলাকে টপকে নিজের IPL কেরিয়ারে নতুন ইতিহাস লিখলেন RCB-র ভুবনেশ্বর কুমার
রায়ান রিকেলটনও ৫৮ রানের একটি মূল্যবান ইনিংস খেলেন। যদিও মাঝের সময়ে কয়েকটি দ্রুত উইকেট হারায় মুম্বই, তবে শেষদিকে নামান ধীরের (১১ বলে অপরাজিত ২৫ রান) এবং অভিষেককারী করবিন বশের (১০ বলে ২০ রান) ছোট্ট ঝড়ো ইনিংসে দল পৌঁছে যায় ২১৫/৭-এ।
লখনউয়ের বোলারদের মধ্যে মায়াঙ্ক যাদব (২/৪০) এবং দিগভেশ রাঠি (১/৪৮) কিছুটা লড়াই করলেও মুম্বইয়ের রানপ্রবাহ থামাতে পারেননি।
আরও পড়ুন … ধোনি জানেন দল সঠিক ক্রিকেটার কেনেনি… মাহির পক্ষে দাঁড়িয়ে CSK-র বড় রহস্য ফাঁস করলেন রায়না
লখনউর ব্যাটিং বিপর্যয়
ব্যাট করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় লখনউ সুপার জায়ান্টস। পাওয়ারপ্লেতেই ইন-ফর্ম ব্যাটার এইডেন মার্করাম আউট হয়ে যান। এরপর ঋষভ পন্ত চার নম্বরে ব্যাট করতে নেমে আবারও ব্যর্থ হন। মাত্র ৪ রান করে তিনি থার্ড ম্যান অঞ্চলে রিভার্স সুইপ করতে গিয়ে ক্যাচ তুলে দেন। শেষ পর্যন্ত রবি বিষ্ণোইয়ের ছক্কা সত্ত্বেও লখনউয়ের হার এড়ানো সম্ভব হয়নি। মুম্বইয়ের শক্তিশালী বোলিং আক্রমণের সামনে তারা আত্মসমর্পণ করে ১৬১ রানে অলআউট হয়ে মাঠ ছাড়ে।