Bhuvneshwar Kumar Record: বল হাতে নিজের আইপিএল কেরিয়ারে নতুন ইতিহাস লিখলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ভুবনেশ্বর কুমার। আইপিএলের সর্বোচ্চ উইকেট সংগ্রাহকদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠলেন ভুবি। রবিবারের আইপিএল দ্বৈত হেডারের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাদের মধ্যেকার উত্তেজনাপূর্ণ ম্যাচে একটি বড় রেকর্ড গড়লেন আরসিবির তারকা পেসার ভুবনেশ্বর কুমার।
৩৩ রানে ৩ উইকেট নিয়ে ভুবনেশ্বর আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকদের তালিকায় লেগ স্পিনার পীযূষ চাওলাকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। বর্তমানে তাঁর ঝুলিতে রয়েছে ১৯৩টি উইকেট, যা চাওলার চেয়ে একটি বেশি। এই তালিকায় এক নম্বরে রয়েছেন যুজবেন্দ্র চাহাল। যনি এখনও আইপিএল খেলছেন। যুজির সংগ্রহে এই মুহূর্তে রয়েছে ২১৪টি আইপিএল উইকেট।
আইপিএলের অমর কিংবদন্তি
দুইবারের পার্পল ক্যাপজয়ী ভুবনেশ্বর কুমার ফের প্রমাণ করলেন কেন তিনি আইপিএলের অন্যতম সেরা বোলার। ৩৫ বছর বয়সেও তিনি তাঁর ডেথ ওভারের বোলিং দক্ষতা দিয়ে দর্শকদের মুগ্ধ করে চলেছেন। দিল্লির বিরুদ্ধে ১৭তম ও ২০তম ওভারে মাত্র ৮ রান খরচ করে দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি। বিশেষ করে ১৭তম ওভারে কেএল রাহুল ও ইমপ্যাক্ট প্লেয়ার অশুতোষ শর্মাকে আউট করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ভুবনেশ্বর কুমার।
আরও পড়ুন … ধোনি জানেন দল সঠিক ক্রিকেটার কেনেনি… মাহির পক্ষে দাঁড়িয়ে CSK-র বড় রহস্য ফাঁস করলেন রায়না
নিজের মূল্য বুঝিয়ে দিলেন-
আইপিএল ২০২৫-এর নিলামে আরসিবি ভুবনেশ্বর কুমারকে ১০.৭৫ কোটি টাকায় দলে কিনে চমক দিয়েছিল। অনেকেই তখন এই সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন, তবে এখন ভুবি প্রমাণ করে দিলেন কেন তাঁর প্রতি এত বড় বিনিয়োগ করা হয়েছিল। চলতি মরশুমে ইতিমধ্যেই ১২টি উইকেট সংগ্রহ করে তিনি পার্পল ক্যাপের দৌড়ে এগিয়ে রয়েছেন।
আরও পড়ুন … ভিডিয়ো: ২০ বছরের শেখ রশিদ মাঠের মধ্যে এমন ভুল করলেন যা দেখে রেগে গেলেন মহেন্দ্র সিং ধোনি
সমর্থকদের প্রশংসা
ভুবনেশ্বরের দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ আরসিবি সমর্থকরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ তাঁর প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। একজন সমর্থক লেখেন, ‘নিলামে ভুবনেশ্বরের জন্য ১০.৭৫ কোটি খরচ করায় প্রথমে মনে হয়েছিল আরসিবি ভুল করছে। কিন্তু এখন তিনি প্রতিটি ম্যাচে ম্যাচজয়ী স্পেল দিয়ে প্রমাণ করছেন, প্রতিটি পয়সা উসুল।’
আরেকজন ভুবনেশ্বরের লেগ কাটার ডেলিভারির প্রশংসা করে লেখেন, ‘অশুতোষ শর্মাকে আউট করার জন্য ভুবির এই লেগ কাটার ছিল একেবারে দুর্দান্ত। ব্যাটসম্যান পুরোপুরি বিভ্রান্ত হয়ে গিয়েছিলেন।’
আরও পড়ুন … ভিডিয়ো: কী রে হিরো, এখন আসছিস… নিজের স্টাইলে LSG-র শার্দুল ঠাকুরকে খোঁচা দিলেন রোহিত শর্মা
ম্যাচের সারাংশ
এদিন আরসিবির বোলাররা শক্তিশালী দিল্লি ক্যাপিটালস ব্যাটিং লাইনআপকে নিয়ন্ত্রণে রাখতে সফল হন। নির্ধারিত ২০ ওভারে দিল্লি ক্যাপিটালস করতে পারে মাত্র ১৬২/৮ রান। ১৮.৩ ওভারে চার উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৬ উইকেটে ম্যাচটি জিতে যায় আরসিবি। এই জয়ের ফলে রজত-বিরাটরা পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গিয়েছে এবং প্লে-অফের জায়গার জন্য নিজেদের অবস্থান আরও মজবুত করেছে।