পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) হন্যে হয়ে বাবর আজমদের জন্য প্রধান কোচের সন্ধানে রয়েছে। সম্প্রতি জানা গিয়েছে, এই ভূমিকার জন্য প্রধান প্রার্থী হিসেবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটসম্যান লুক রঞ্চির সঙ্গে কথাবার্তা শুরু করেছে এবং তাঁকে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবির সূত্র বুধবার প্রকাশ করেছে যে, ৪২ বছর বয়সী রঞ্চির সঙ্গে কথাবার্তা অনেক দূরই এগিয়েছে। রঞ্চি পাকিস্তান সুপার লিগের দল ইসলামাবাদ ইউনাইটেডের কোচিংয়ের সঙ্গেও যুক্ত ছিলেন।
পিসিবি হাই-প্রোফাইল কাউকেই কোচ করার জন্য পাচ্ছে না। যে কারণে পাকিস্তান ক্রিকেটের সঙ্গে পরিচিত এবং কোচিংয়ে ভালো অভিজ্ঞতা থাকার কারণে রঞ্চির নাম সামনের সারিতে উঠে এসেছে। সূত্র মারফৎ জানা গিয়েছে যে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের আসন্ন হোম টি-টোয়েন্টি সিরিজের আগেই চুক্তি চূড়ান্ত হয়ে যাবে রঞ্চির সঙ্গে। আলোচনা সেভাবেই এগোচ্ছে।
একটা সময়ে আইপিএলের টিম মুম্বই ইন্ডিয়ান্সে খেলা লুক রঞ্চি পাকিস্তানের প্রধান কোচ হয়ে এলে, তাঁর বেতন কত হবে, সেটা এখনও ঠিক হয়নি। আর ৪২ বছর বয়সী রঞ্চিও সিদ্ধান্ত জানাতে কিছুটা সময় চেয়ে নিয়েছেন। গত বছরই রঞ্চিকে প্রধান কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিল পিসিবি। তখন পিসিবির প্রস্তাব তিনি গ্রহণ করেননি।
পেশাদার ক্রিকেট থেকে অবসর নেওয়া রঞ্চি এর আগে নিউজিল্যান্ড দলের ব্যাটিং পরামর্শদাতা এবং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন, যা বাবরদের কোচ হওয়ার জন্য আলাদা মাত্রা যোগ করেছে।
শীর্ষ-স্তরের কোচদের বিরুদ্ধে নিজেকে প্রমাণ করার এক্ষেত্রে বড় সুযোগ পাবেন রঞ্চি। পিসিবি রঞ্চির সম্ভাব্য নিয়োগের বিষয়ে তাই আশাবাদী। সূত্রের মতে, রঞ্চি তাঁর কোচিং কৌশল বাস্তবায়নের জন্য একটি যুক্তিসঙ্গত সময়সীমার বিষয়ে আশ্বাসের চেয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে, প্রতিটি সিরিজ বা ইভেন্টের পরে তাঁর কর্মক্ষমতার মূল্যায়ন করা উচিত নয়।
কিছু দিন আগে শেন ওয়াটসন পাকিস্তানের প্রধান কোচ হতে পারেন এমন গুঞ্জন শোনা গিয়েছিল। জানা গিয়েছিল, ওয়াটসনকে কোচ বানাতে তাঁকে বছরে ২০ লাখ ডলার বেতন দিতেও চেয়েছিল পিসিবি। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছিল, ওয়াটসন নাকি ব্যাপারটা নিয়ে শুরুতে আগ্রহীও ছিলেন। তবে শেষ পর্যন্ত সেই ভাবনা থেকে তিনি সরে আসেন।
ওয়াটসন আইপিএলে ধারাভাষ্যকর হিসেবে চুক্তিবদ্ধ। এ ছাড়া যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের প্রধান কোচের দায়িত্বেও আছেন ওয়াটসন। এই ভূমিকা নিয়ে সন্তুষ্ট থাকতে চেয়েছেন তিনি। অন্য দিকে ড্যারেন সামি বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের ক্রিকেট দলের দায়িত্বে থাকায় পাকিস্তানের কোচ হতে রাজি হননি। তাই এবার রঞ্চিকেও কোচ হিসেবে পেতে মরিয়া হয়ে উঠেছে পিসিবি।