
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
তাঁর সংস্থারই এক সহকর্মী কিনা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছেন! সেই বিষয়টি জানতে পেরে হতবাক হয়ে গেলেন কম্পিউটার টেকনোলজি সংস্থার ওরাকেলের এক কর্মী। সেই খেলোয়াড় আবার ২০১০ সালে ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছিলেন। আর এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে আমেরিকার হয়ে খেলবেন। আপাতত আমেরিকায় ওরাকেলের উচ্চপদে কর্মরত আছেন সেই খেলোয়াড় সৌরভ নরেশ নেত্রভালকর। তবে আজ থেকে তিনি কাজ করছেন না। দীর্ঘদিন ধরেই ওরাকেলে কর্মরত আছেন। আমেরিকার অধিনায়কত্বও করেছেন সৌরভ।
তাঁর সেই স্বপ্নের কেরিয়ারের কাহিনিটা একেবারেই নতুন নয়। সেই ২০১৬ সালের জুলাই থেকে ওরাকেলে কাজ করছেন সৌরভ। তবে এখন তাঁর কাহিনি নতুন করে ছড়িয়ে পড়েছে ওই নেটিজেনের এক টুইটের সুবাদে। চিরাগ নামে ওই নেটিজেন বলেন, ‘সবে জানতে পারলাম যে আমার কোম্পানিতে একজন আছেন, যিনি ২০১০ সালে ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছিলেন। এখন আমেরিকায় থাকেন। ওরাকেলে কাজ করেন। আগামী মাসে আমেরিকার হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন।’
আর সেই টুইট দেখে হতবাক হয়ে গিয়েছেন চিরাগের সহকর্মীরাও। একজন বলেন, 'আপনি যদি এটা টুইট না করতেন, তাহলে আমি এটা জানতেও পারতাম না। আশা করছি যে ডালাসে ওঁর একটি ম্যাচে যেতে পারব।' চিরাগের অপর এক সহকর্মী বলেন, 'ওঁকে সবে স্ল্যাকে দেখলাম। বিশ্বাসই করতে পারছি না।'
১) সৌরভ যে বছর ভারতের জার্সি পরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছিলেন, সেই বছর টিম ইন্ডিয়ায় ছিলেন মায়াঙ্ক আগরওয়াল, কেএল রাহুল, হার্ষাল প্যাটেল, জয়দেব উনাদকাট, সন্দীপ শর্মার মতো খেলোয়াড়রা। সেই বিশ্বকাপে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট নিয়েছিলেন সৌরভ।
২) মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটও খেলেছিলেন সৌরভ। কর্ণাটকের বিরুদ্ধে রঞ্জি ট্রফির একটি ম্যাচ খেলেছিলেন। নিয়েছিলেন তিনটি উইকেট। বিজয় হাজারে ট্রফিতেও খেলেছিলেন।
৩) ২০১৮ সালে সংবাদমাধ্যম ইকোনমিক্স টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সৌরভ জানিয়েছিলেন যে ক্রিকেটের জন্য দুটো বছর পুরো উজাড় করে দিয়েছিলেন। কিন্তু একটা সময় অনুভব করেছিলেন যে পরবর্তী ধাপটায় যেতে পারছেন না। সেই পরিস্থিতিতে আমেরিকার কর্নেল বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর কোর্সে ভরতি হয়েছিলন। যিনি মুম্বইয়ের একটি কলেজ থেকে বিটেক করেছিলেন।
৪) কর্নেল বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই ক্রিকেটের প্রতি যে প্রেমটা ছিল, সেটায় আরও ডুবে যান। ওরাকেল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেওয়ার পরেও খেলা চালিয়ে যেতে থাকেন। ওই সংবাদমাধ্যমে সৌরভ জানিয়েছিলেন, শুক্রবার কিছুটা তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে আসতেন। তারপর ছয় ঘণ্টা গাড়ি চালিয়ে লস অ্যাঞ্জেলসে যেতেন। সেখানে শনিবার ৫০ ওভারের ম্যাচ খেলতেন। তারপর রাতে গাড়ি চালিয়ে এসে রবিবার সান ফ্রান্সিসকোয় আরও একটি ৫০ ওভারের ম্যাচ খেলতেন। তারপর সোমবার অফিসে যেতেন।
৫) ২০১৯ সালের ১৫ মার্চ আমেরিকার হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল। আর এপ্রিলে ৫০ ওভারের ক্রিকেটে অভিষেক হয়েছিল সৌরভের।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports