আইপিএলের ম্যাচে রবিবার পঞ্জাব কিংসকে হারিয়ে দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর ম্যাচের পরই বিরাট কোহলির এক কাজই মন জিতে নিয়েছে পঞ্জাব কিংসের ক্রিকেটার মুশির খানের। আসলে আরসিবির বিপক্ষে মুশির খেলার সুযোগ না পেলেও সেই ম্যাচে বিরাট কোহলি হাফ সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন। আর দলও সহজেই ম্যাচ জিতে শুক্রবারের হারের মধুর প্রতিশোধ নিয়ে ফেলে।
মুশিরকে ব্যাট উপহার বিরাটের
ম্যাচের শেষে পঞ্জাব কিংসের ব্যাটার যিনি ভারতীয় দলের ক্রিকেটার সরফরাজ খানের ভাই, সেই মুশির খান গিয়ে বিরাট কোহলির থেকে একটি ব্যাট চান। এরপরই বিরাট কোহলি হাসি মুখে মুশিরকে এক ব্যাট উপহার দেন, যা তাঁর জীবনের সেরা অভিজ্ঞতাগুলোর মধ্যে একটা অন্যতম হয়ে দাঁড়ায়। এর আগে কোহলি রিঙ্কু সিং, আকাশ দীপদেরও বিভিন্ন সময়ই ব্যাট উপহার দিয়েছিলেন। আকাশ দীপ তো আবার বিরাটের ব্যাটেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে ম্যাচ বাঁচানো ইনিংস খেলেছিলেন।
Video- IPL-এ শর্মা যুদ্ধ! কলার তুলে মস্তানি আশুতোষের! আঙুল দেখিয়ে শিক্ষা দিলেন ইশান্ত!
পঞ্জাব কিংসের তরফে ভিডিয়ো পোস্ট
পঞ্জাব কিংসের দলের তরফ থেকে সোশাল মিডিয়ায় এক ভিডিয়ো পোস্ট করা হয়েছে। যেখানে মুশির খান জানিয়েছেন, বিরাট কোহলির থেকে ব্যাট পাওয়ার মূহূর্তে তাঁর অনুভূতি ঠিক কেমন ছিল। তরুণ এই ক্রিকেটার বলছেন, ‘আমায় যখন বিরাট কোহলি ব্যাটটা দিল, তখন আমি নিজেকে ধরে রাখতে পারিনি, আমি তো কেঁদে ফেলেছিলাম ’।
তোমার ব্যাট দিয়ে অনেক রান করেছি
এরপর মুশির জানান, বিরাট কোহলির সঙ্গে তার কি কি কথা হয়েছিল। মুশির বলেন, ‘আমি বিরাট ভাইয়াকে বললাম, আমি তোমার ব্যাট দিয়ে অনেক রান করেছি। সরফরাজ ভাই আমাকে তোমার ব্যাট দিতে খেলার সময় ’। ঘরোয়া মরশুমে টানা ভালো পারফরমেন্সের সুবাদে মুশিরকে ৩০ লক্ষ্য টাকায় দলে নেয় পঞ্জাব কিংস।
সর্বোচ্চ অর্ধশতরান IPL-এ বিরাটের
আরসিবির তারকা বিরাট কোহলি পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে অপরাজিত ৭৩ রান করেন। তাতেই তিনি প্রাক্তন অজি তারকা ডেভিড ওয়ার্নারের আইপিএলে সব থেকে বেশি অর্ধশতরানের রেকর্ড ভেঙে দেন। বর্তমানে আইপিএলেও তিনিই সর্বোচ্চ রানের মালিক। ফলে তাঁর কাছ থেকে ব্যাট পাওয়া যে সব ক্রিকেটাররে কাছেই একটা বড় প্রাপ্তি সেকথা বলার অপেক্ষা রাখে না।