ভারত-ইংল্যান্ড সিরিজ শুরুর আগেই ইসিবির তরফে ঘোষণা করা হয় এই সিরিজের বিজয়ী দল পাবে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি। আপাতত লর্ডসে জয়ের পর ইংরেজরা সিরিজে এগিয়ে রয়েছে ২-১ ফলে। পতৌদি ট্রফির নাম বদল করে অ্যান্ডারসন, তেন্ডুলকরের নামে সিরিজের নামকরণ করায় সচিন নিজেই কিছুটা অবাক হয়েছিল। এরপর তিনি নিজেই আসরে নামেন এবং পতৌদি পরিবারকে সম্মান জানাতে উদ্যোগ নেন, এরপরই টেস্ট সিরিজের জয়ী দলকে পতৌদি ট্রফি দেওয়ার কথা ঘোষণা করা হয়।
এবার ইংরেজদের প্রাক্তন পেসার জেমস অ্যান্ডারসনই জানাচ্ছিলেন, সচিন তেন্ডুলকরের পাশে এই ট্রফিতে নাম থাকায় তাঁর কতটা গর্ব বোধ হয়। স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে জিমি বলছিলেন, তাঁর কেমন যেন মনে হয়, সচিনের পাশে তাঁর জায়গাটা ঠিক মানানসয়ী নয়।
জিমি বলছেন, ‘আমার তো মনে হয়, আমি সচিনের পাশে ট্রফি নিয়ে পোজ দেওয়ার সঠিক ব্যক্তি নই, মানে ওই জায়গায় হয়ত আমার থাকার কথা নয়। কারণ ওনাকে আমি অনেক উঁচু স্থানে রাখি। আমার সামনে যদি আমায় নিয়ে কথা হয়, মানে আমি ক্রিকেটে কি কি অর্জন করেথি, তাহলে আমার একটু অদ্ভূতই লাগে কিন্তু অন্যদের নিয়ে কথা হলে তেমন কিছু মনে হয় না। কারণ আমার মনে হয় না যে আমি সব কিছু অর্জন করতে পেরেছি, তাই বিষয়টা একটু অবাকই লাগে। ’।
২০২৪ সালে নিজের বর্ণময় কেরিয়ারে সমাপ্তি টানেন জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ডের উঠতি তরুণ পেসারদের সুযোগ করে দেওয়ার জন্য তিনি সরে দাঁড়ান। যদিও বারবারই তিনি জানিয়েছেন যে তাঁর খেলা থেকে সরে দাঁড়ানোর কোনও ইচ্ছাই ছিল না। যদিও বেন স্টোকস এবং কোচ ব্রেন্ডন ম্যাককালামের চাপে পরেই একপ্রকার অবসর নিতে হয় অ্যান্ডারসনকে। যদিও ইসিবি তাঁকে সম্মান জানাতেই এমন ট্রফির নামকরণ করে।