ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে অভিজ্ঞ পেসার জোফ্রা আর্চারকে খেলানো উচিত, এমনটাই মত প্রাক্তন ইংল্যান্ড ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসনের। বৃহস্পতিবার, ১০ জুলাই, ঐতিহাসিক লর্ডস স্টেডিয়ামে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট। উল্লেখ্য, আর্চার দীর্ঘ চার বছরেরও বেশি সময় পর প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরেছেন। সদ্য তিনি সাসেক্সের হয়ে একটি লাল বলের ম্যাচ খেলার পর ইংল্যান্ড দলে যোগ দেন দ্বিতীয় টেস্টের আগে।
এডজবাস্টনে ভারতের কাছে ৩৩৬ রানে হারের পর সিরিজ এখন ১-১ ব্যবধানে সমতায় ফিরেছে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে আর্চারকে খেলানোর পক্ষেই সওয়াল করলেন অ্যান্ডারসন। তিনি বলেন, ‘তোমরা ওর ওভার সংখ্যা বাড়িয়ে সিরিজের পরে খেলাতে পারো, কিন্তু তখন দেরি হয়ে যেতে পারে। আমি মনে করি, ও খেলবে। ও সাসেক্সের হয়ে একটি ম্যাচ খেলেছে, এডজবাস্টনে দলের সঙ্গে ছিল, কিছু বলও করেছে। আমি মনে করি, এত বড় ম্যাচে ওকে খেলাতেই হবে।’
ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাককালাম সরাসরি আর্চারের দলে ফেরা নিশ্চিত না করলেও জানিয়েছেন, ‘জোফ্রা এখন ফিট, শক্তিশালী, এবং খেলতে প্রস্তুত। ও নির্বাচনের বিবেচনায় আছে। ও এখন দারুণ উত্তেজিত। অনেক চোট এবং দীর্ঘ টেস্ট ক্রিকেটের বাইরে থাকার পর, এখন আবার নিজেকে প্রমাণ করার সুযোগ পেলে ও আরও উন্নতি করবে বলে আশা করছি।’
আর্চারের সম্ভাব্য অন্তর্ভুক্তিই একমাত্র পরিবর্তন নয়; গাস অ্যাটকিনসন এবং জ্যাকব বেটেল-কেও লর্ডস টেস্টে খেলানো হতে পারে বলে খবর। বেটেল এখনও পর্যন্ত মাত্র তিনটি টেস্ট খেলেছেন, সবশেষটি গত বছর নিউজিল্যান্ডের বিরুদ্ধে। অন্যদিকে, অ্যাটকিনসন মে মাসে জিম্বাবোয়ের বিরুদ্ধে একমাত্র টেস্টে হ্যামস্ট্রিং চোট পাওয়ার পর আর খেলেননি। যদিও বেটেল স্পিনার হিসেবে দলে থাকলেও, কোচ ম্যাককালাম জানিয়ে দিয়েছেন, ‘ওর মূল ভূমিকা ব্যাটার হিসেবেই। শোয়েব বাশিরের জায়গায় নয়, ও থাকছে রিজার্ভ হিসেবে। ও নিজের বোলিং আরও উন্নত করতে চায়, যাতে দুই বিভাগেই অবদান রাখতে পারে। তবে কৌশলগতভাবে এখনই ওকে স্পিনার হিসেবে ভাবছি না।’
ইংল্যান্ডের তৃতীয় টেস্টের দল:
বেন স্টোকস (অধিনায়ক), জোফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, শোয়েব বাশির, জ্যাকব বেটেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, স্যাম কুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, জেমি ওভারটন, ওলি পোপ, জো রুট, জেমি স্মিথ, জোশ টাং, ক্রিস ওকস।