সম্প্রতি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন, কিছুদিনের মধ্যেই দিল্লির রাস্তা থেকে সমস্ত পথ কুকুর দিয়ে সরিয়ে ফেলতে হবে। সুপ্রিম কোর্টের এই নির্দেশ প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক। নির্বাক পথ শিশুদের হয়ে পথে নেমেছেন দিল্লির মানুষ। সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুই চলছে পোস্ট। এবার এই প্রসঙ্গে স্পেশাল পোস্ট করতে দেখা গেল অভিনেত্রী কিরণ মজুমদারকে।
অভিনেত্রী পথ কুকুরদের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন যার মধ্যে প্রথমটিতে তিনটি পথ কুকুরকে ঘুমিয়ে থাকতে দেখা যায় রাস্তায়। দ্বিতীয় ছবিতে অভিনেত্রীকে সমুদ্রের ধারে একটি কুকুরের সঙ্গে খেলতে দেখা যায়। তৃতীয় এবং চতুর্থ ছবিতেও দেখা যায় অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকা পথ কুকুরকে।
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা, উদ্বিগ্ন গোটা পরিবার
আরও পড়ুন: ধুমকেতু মুক্তির আগে ফের বৈঠকের ডাক নন্দনে, দেব-প্রসেনজিৎ-ঋতুপর্ণার উপস্থিতিতে হবে আলোচনা
পঞ্চম ছবিতে ফের দুটি পথ কুকুরকে নিয়ে হাসিমুখে ছবি তুলতে দেখা যায় অভিনেত্রীকে। ষষ্ঠ ছবিতে ক্লান্ত ঘুমিয়ে থাকা একটি কুকুর এবং সপ্তম ছবিতে একটি কুকুরকে আদর করতে দেখা যায় কিরণকে। অষ্টম ছবিটি পশ্চিমবঙ্গের নয়। শহরের বাইরেও যে এই অবলা প্রাণীগুলিকে ভালোবাসা যায় সেটা বোঝা গেল অষ্টম ছবি দেখে।
নবম এবং দশম ছবিতেও দেখা যাচ্ছে বেড়াতে গিয়ে পথ কুকুরদের সঙ্গে খেলা করছেন অভিনেত্রী। এই পোস্টে একটি দেখার বিষয় হল, অভিনেত্রী যেখানেই যান সেখানে তিনি নিজে থেকেই এগিয়ে যান পথ কুকুরদের ভালোবাসার জন্য। উল্টোদিকে নিঃস্বার্থ ভালোবাসা পান তিনি। তাই পথ কুকুর দের পাশে দাঁড়ানোর জন্য খুব অসহায়ভাবেই একটি পোস্ট করেন তিনি।
ছবিগুলি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘আমাদের রাস্তা পাহারা দেওয়া, অন্ধকার রাতে আমাদের সঙ্গে হেঁটে যাওয়া, খালি গলিতে উষ্ণতা ছড়িয়ে দেওয়া সবই এরা করে। কিন্তু আজ এদের নিয়েই যত সমস্যা। আমরা কখনোই ওদের ঠান্ডা রাতের কষ্ট, ক্ষুধা, ক্ষত, একাকিত্বের অসহায়তা ভাগ করে নিতে পারব না। আমরা কল্পনাও করতে পারব না কতটা কষ্ট পায় ওরা।’
কিরণ লেখেন, ‘আমরা ওদের না ভালবাসলে অধীনে শেষে ওরা আমাদের রক্ষা করার জন্য এগিয়ে আসে। এই ছোট্ট ছোট্ট শিশুরা রয়েছে বলেই এক একটি এলাকা কত জীবন্ত হয়ে রয়েছে। নীরব অভিভাবক হিসেবে কাজ করে চলেছে এই ছোট্ট ছোট্ট পথ কুকুররা।’
আরও পড়ুন: ভক্তি কি পারবে দুরত্ব ঘোচাতে? ‘বৃন্দাবন বিলাসিনী’- তে কড়া টক্কর তুলিকা-সুদীপ্তার
আরও পড়ুন: ক্যামেরা দেখেই ছুট একরত্তির, ‘ইয়ালিনি যথার্থই তারকাসন্তান…’, বললেন নেটিজেনরা
সবশেষে অভিনেত্রী লেখেন, ‘কল্পনা করুন আমরা সবাই নির্বাক হয়ে বেঁচে থাকার জন্য লড়াই করছি। এই কষ্ট বোধহয় কল্পনা করাও যাবে না। ওদের বাঁচতে দিতে হবে। এটাই কাম্য।’