দিল্লির রাস্তা থেকে সমস্ত পথ কুকুর দিয়ে সরিয়ে ফেলতে হবে অবিলম্বে, সুপ্রিম কোর্টের এমন রায় শুনে হতবম্ব গোটা দেশ। এই রায়ের বিরুদ্ধে মুখ খুলেছেন একাধিক তারকা। রাস্তায় নেমেছেন জনসাধারণ। গোটা ব্যাপারটা নিয়ে ভীষণ ক্ষুব্ধ সাধারণ মানুষ। শুধু দিল্লি নয়, গোটা ভারতবর্ষের মানুষই এই রায়ের বিরুদ্ধে সরব হয়েছেন।
তবে এই কুকুর বিতর্কের মধ্যেই নিজের সারমেয়দের সঙ্গে ছবি পোস্ট করলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সোশ্যাল মিডিয়ায় নিজের দুই পোষ্যর সঙ্গে সাদাকালো ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘নিঃস্বার্থ ভালোবাসা। আমার বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে পেরে আমি ভীষণ খুশি। কিন্তু একই সঙ্গে দুঃখও হচ্ছে কারণ ওদের বাড়িতে রেখে কাজে ফিরে যেতে হচ্ছে। ওরা আমার কাছে ভীষণ স্পেশাল। আমার ভেনিস এবং লিলি।’
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা, উদ্বিগ্ন গোটা পরিবার
আরও পড়ুন: ধুমকেতু মুক্তির আগে ফের বৈঠকের ডাক নন্দনে, দেব-প্রসেনজিৎ-ঋতুপর্ণার উপস্থিতিতে হবে আলোচনা
ঋতুপর্ণা মোট চারটি ছবি পোস্ট করেছেন যার মধ্যে প্রায় প্রত্যেকটিতেই প্রাণের দুই পোষ্যকে আদর করতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। একটি ছবিতে ভেনিস এবং লিলিকে কোলে নিয়ে পোজ দিতে দেখা যায় তাঁকে। সাদাকালো ছবিতে নিজের দুই প্রিয় সন্তানের প্রতি ভালোবাসা উজার করে দিয়েছেন ঋতুপর্ণা।
অভিনেত্রীর এই ছবিগুলি দেখে সকলেই একবাক্যে স্বীকার করেছেন, এই ছোট ছোট প্রাণীগুলি কখন যেন জীবনের একটা অবিচ্ছেদ অংশে পরিণত হয়ে যায়। প্রায় প্রত্যেককেই কমেন্ট বক্সে ভেনিস এবং লিলিকে নিজেদের ভালোবাসা জানিয়েছেন।
এই মুহূর্তে টলিউডের সব থেকে ব্যস্ততম অভিনেত্রী ঋতুপর্ণা। ২০২৫ সালে একের পর এক ছবি মুক্তি পাচ্ছে তাঁর। প্রথমে পুরাতন, তারপর ম্যাডাম সেনগুপ্ত, অতঃপর গুডবাই মাউন্টেন এবং বেলা। এই বছর মোটামুটি ভালোই কাটছে নায়িকার।
আরও পড়ুন: ভক্তি কি পারবে দুরত্ব ঘোচাতে? ‘বৃন্দাবন বিলাসিনী’- তে কড়া টক্কর তুলিকা-সুদীপ্তার
আরও পড়ুন: ক্যামেরা দেখেই ছুট একরত্তির, ‘ইয়ালিনি যথার্থই তারকাসন্তান…’, বললেন নেটিজেনরা
এর মধ্যেই আবার একের পর এক মিটিং। বাংলা ছবির পাশে দাঁড়ানোর লড়াই। বলাই বাহুল্য, এখন একেবারেই বাড়িতে থাকার সময় পাচ্ছেন না তিনি। তাই যেটুকু সময় পেয়েছেন, সেটুকুই নিজের দুই পোষ্যকে ভালোবেসেই কাটিয়ে দিচ্ছেন অভিনেত্রী।