আয়ারল্যান্ডের পর এবার মার্কিন যুক্তরাষ্ট্র। পশ্চিমী দেশে ক্রমাগত বাড়ছে ভারতীয়দের উপর হামলার ঘটনা। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে ৭০ বছর বয়সি এক শিখ বৃদ্ধকে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগে শোরগোল পড়ে গিয়েছে। নির্মমভাবে মারধরের জেরে ওই বৃদ্ধের শরীরের একাধিক হাড়গোড় ভেঙে গিয়েছে। ওই ব্যক্তিকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে গত ৪ আগস্ট। আক্রান্ত ব্যক্তির নাম হরপাল সিং। ভোরবেলা নিয়মিত প্রাতঃভ্রমণে যেতেন হরপাল। নর্থ হলিউডের গুরুদ্বারের কাছে একটি পার্কিং এরিয়ায় পাখিদের খাওয়াতেন তিনি। তারপরে যেতেন গুরুদ্বারে। গত সপ্তাহে পাখিদের খাওয়ানোর সময়ে এক ব্যক্তি গলফ ক্লাব নিয়ে তাঁর উপরে হামলা করে বলে অভিযোগ।অন্যান্য দিনের মতো সে দিনও গুরুদ্বারা থেকে বেরিয়ে পাখিদের খাওয়াচ্ছিলেন হরপাল সিং। ওই সময় হঠাৎ করে এক সাইকেল আরোহী হরপাল সিংয়ের কাছে গিয়ে দাঁড়ায়। অন্যরা কিছু বুঝে ওঠার আগেই তাঁকে মারধর করা হয় বলে খবর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হামলার একটি ভিডিও পোস্ট করেন হরপালের পরিবারের সদস্যরা। তারপরেই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই হৈচৈ পড়ে যায় মার্কিন মুলুকে। ভিডিওতে দেখা গেছে, রাস্তায় হাঁটু মুড়ে বসে আছেন হরপাল সিং। সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে।
হরপালের ভাই গুরদিয়াল সিং রনধাওয়া মার্কিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মারধরের পর তাঁর দাদা জ্ঞান হারান। হামলার পরে তিনবার অস্ত্রোপচার হয়েছে।তবে পরিস্থিতি এখনও স্থিতিশীল নয়। বর্তমানে কোমায় রয়েছেন হরপাল সিং। এবিসি৭-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, হামলাকারী একাই ছিলেন। সাইকেলে গুরুদ্বারের পাশ দিয়ে যাচ্ছিলেন। সেই সময়ে হরপালকে দেখেই ঝাঁপিয়ে পড়েন তিনি। গলফ ক্লাব দিয়ে এলোপাথাড়ি পেটান। অন্যদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মাসের শুরুতে নর্থ হলিউডের একটি গল্ফ ক্লাবে বৃদ্ধকে মারধরের অভিযোগে একজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।এদিকে, এই ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র নিন্দা জানিয়েছে লস অ্যাঞ্জেলেসের শিখ সম্প্রদায়।লস অ্যাঞ্জেলেস সিটি কাউন্সিলের মনিকা রদ্রিগেজ বলেন, ‘শিখ সম্প্রদায়ের একজনের উপরে আক্রমণ মানে আমাদের সবার উপরে আক্রমণ।’ একই সঙ্গে এই ঘটনা দেখেও কেউ এগিয়ে আসেনি বলেও দাবি করেছেন তিনি।
কানাডা, আয়ারল্যান্ড থেকে অস্ট্রেলিয়া, মেক্সিকো কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র। পশ্চিমের একাধিক দেশে ভারতীয়দের যেমন অপমানের মাত্রা বাড়ছে, তেমনি তাঁদের মারধরও করা হচ্ছে। কানাডায় এক দম্পতিকে চরম অপমান করে মারধর করে ১৮ বছর বয়সী যুবকরা। তেমনই অস্ট্রেলিয়াতেও ভারতীয়দের বেশ কয়েকটি মারধরের ঘটনা ঘটেছে।আয়ারল্যান্ডেও ভারতীয়দের উপর একাধিক হামলার ঘটনা সামনে এসেছে। আর এবার খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে মেরে হাড় ভেঙে দেওয়া হল এক বৃদ্ধের।