সম্প্রতি ৮ সপ্তাহের মধ্যে দিল্লির সমস্ত পথ কুকুরদের তুলে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের এই নির্দেশের বিরুদ্ধে মুখ খুলেছেন একাধিক ব্যক্তিত্ব। অসহায় কুকুরদের আশ্রয়কেন্দ্রে স্থানান্তরিত করার বিরুদ্ধে কথা বলতে শোনা গিয়েছে ‘অনুপমা’ ধারাবাহিক খ্যাত রূপালি গঙ্গোপাধ্যায়কেও।
একটি টুইট করে রূপালি লিখেছিলেন, ‘পথ কুকুররা ভৈরব বাবার মন্দির পাহারা দেয়, প্রতি অমাবসায় তাদের খাবার খাওয়ানো হয়। তারা রাস্তায় আছে বলেই দোকান বা বাড়ি আলাদা করে পাহারা দিতে হয় না। রাতে অপ্রীতিকর ঘটনা ঘটলেই তারা চিৎকার করে সকলকে সাবধান করে দেয়। যদি আমরা তাদের সরিয়ে দেই তাহলে বিপদ আসার আগে আমাদের কেউ সতর্ক করবে না। ওদের দূরবর্তী আশ্রয়কেন্দ্রে পাঠানো একরকম নির্বাসন। ওরা আমাদের সুরক্ষার অংশ। ওদের যত্ন নিন, টিকার ব্যবস্থা করুন। ওদের খাবার খাওয়ান। ওদের জায়গায় থাকতে দিন।’
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা, উদ্বিগ্ন গোটা পরিবার
আরও পড়ুন: ধুমকেতু মুক্তির আগে ফের বৈঠকের ডাক নন্দনে, দেব-প্রসেনজিৎ-ঋতুপর্ণার উপস্থিতিতে হবে আলোচনা
রূপালি গঙ্গোপাধ্যায়ের এই পোস্টে একজন X ব্যবহারকারী কমেন্ট করে লেখেন, ‘আপনি যখন মুরগি, পাঁঠা, গরুর মাংস এবং মাছ খান তখন তো পথকুকুরদের পক্ষে কথা বলতে পারেন না। প্রাণীর প্রতি যদি ভালোবাসাই দেখাতে চান তাহলে সেটা সকলের জন্যই প্রযোজ্য। আপনার যদি এতই করুন তাহলে তহবিল সংগ্রহ করুন এবং আশ্রয় কেন্দ্র তৈরি করুন। নিতান্তই যদি না পারেন তাহলে ১০টি কুকুর দত্তক নিন। জলাতঙ্কের কারণে যে মানুষটা প্রিয়জনকে হারিয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়ান। প্রতিদিন কুকুরের কামড়ে যেভাবে মানুষ মারা যাচ্ছে, তাদের পাশে দাঁড়ান, না হলে কথা বলবেন না।’
ওই ব্যক্তির কমেন্ট অভিনেত্রীর নজর এড়ায়নি। কমেন্টের উত্তরে অভিনেত্রী চাঁচাছোলা জবাব, ‘আমি প্রতিদিন গৃহহীন প্রাণীদের খেতে দিই। আমি যে সমস্ত প্রাণীদের খাওয়াই তাদের নিয়মিত টিকা দেওয়া হয়। জীবাণুমুক্ত করা হয়। আমি পশু আশ্রয় কেন্দ্র এবং গোশালায় নিয়মিত গিয়ে পরিদর্শন করি। শুধু আমার শহরে নয়, সব জায়গায়ই পথ কুকুরদের বেঁচে থাকার অধিকার আছে।’
অভিনেত্রী আরও বলেন, ‘আমার বাড়িতেও ৪টি দেশি কুকুর রয়েছে, এটিও বিদেশি কুকুর নেই। আমার সন্তানও সব সময় নিরীহ প্রাণীদের সেবা করে। আর সব থেকে বড় কথা আমরা নিরামিষভোজি। বহুদিন ধরেই আমরা মাছ মাংস কিছুই খাই না। তাই দয়া করে না বুঝে মন্তব্য করবেন না।’
আরও পড়ুন: ভক্তি কি পারবে দুরত্ব ঘোচাতে? ‘বৃন্দাবন বিলাসিনী’- তে কড়া টক্কর তুলিকা-সুদীপ্তার
আরও পড়ুন: ক্যামেরা দেখেই ছুট একরত্তির, ‘ইয়ালিনি যথার্থই তারকাসন্তান…’, বললেন নেটিজেনরা
প্রসঙ্গত, রূপালি ছাড়াও জন আব্রাহাম,জাহ্নবী কাপুর, বরুণ ধাওয়ান, বীর দাস এবং চিন্ময়ী সহ বেশ কয়েকজন সেলিব্রিটি তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে সুপ্রিম কোর্টের আদেশের প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন।