শেষ দিনের ম্যাচে তাঁকে নামতে হবে, এমনটা আগেই আঁচ করেছিলেন। তাই একদিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল এক হাতে ব্যাটিংয়ের মহড়া। শেষ দিন নামার পর এক হাতে ব্যাট করে বল আটকেছিলেন ক্রিস ওকস। খেলা শেষে ভারতের জয়ে সিরিজ ড্র হলেও ওকসের সাহসের তারিফ করেন শুভমন ও পন্ত দুজনেই। সম্প্রতি ‘দ্য গার্জিয়ান’ দেওয়া সাক্ষাৎকারে সে কথাই জানিয়েছেন ক্রিস।
আরও পড়ুন - এক 'স্থান' হারিয়ে অন্যদিকের সেরার দৌড়ে গিল, চমক সিরাজের! ICC থেকে কী কী এল?
নিজেই এক হাতে ব্যাট করতে চেয়েছিলেন?
সাক্ষাৎকারে প্রশ্ন উঠেছিল পরিবর্ত ক্রিকেটারকে মাঠে নামানো নিয়ে। পন্ত যেমন আঘাত পেলেও মাঠে খেলতে নামেন, তেমনই নেমেছিলেন ওকস। ওকস এই দিন সাক্ষাৎকারে বলেন, ‘আমি স্টোকসে এই বিষয়ে সমর্থন করি। কারণ পরিবর্ত খেলোয়াড়কে মাঠে নামানোর ব্যাপারে এখনও নিয়ম কিছুটা জটিল।’ যার ফলে ভাঙা হাত নিয়েই খেলতে নামেন তিনি। সাদা সোয়েটারের ভিতর একটি হাত ঢুকিয়ে রেখে অন্য হাতে ব্যাট চালান বাইশ গজে। তবে একই সঙ্গে তিনি সাক্ষাৎকারে জানান, ‘এক দিক থেকে ভাগ্য ভালো যে সিরাজের বল আমাকে সামলাতে হয়নি। ৯০ মাইল গতিবেগের বল এক হাতে সামাল দিতে হয়নি।’
শুভমন জানান…
শুভমন ও পন্ত যে তাঁকে তারিফ করেছেন, সে কথাও এই দিন জানিয়েছেন ওকস। তাঁর কথায়, ‘শুভমন বলল, অসাধারণ সাহসী কাজ করেছ।’ অন্যদিকে তিনি প্রত্যুত্তরে বলেন, ‘সিরিজ়টায় তোমরা অবিশ্বাস্যরকম ভাল খেলেছ। তোমার দলেরও কৃতিত্ব পাওনা রয়েছে।’ সাক্ষাৎকারে ওকস বলেন, ‘আসলে দু’দলের ক্রিকেটাররাই নিজের সেরাটা দিয়েছে। তাই সকলের প্রশংসা প্রাপ্য। দুটো দলই জেতার চেষ্টা করেছে।’
আরও পড়ুন - দুর্যোগে উত্তরকাশী… ‘দেবভূমি’র ভূমিপুত্র পন্তের কোন বার্তা? মন ছুঁলেন আরেক কারণে
কী বলেন পায়ে চোট পাওয়া পন্ত?
পন্তের বার্তা প্রসঙ্গে, ওকস বলেন, ‘ইনস্টাগ্রামে ঋষভ স্যালুট ইমোজি দিয়ে আমার একটা ছবি পোস্ট করেছে। আমি তখন উত্তর দিয়ে লিখি— এই ভালবাসার জন্য ধন্যবাদ। আশা করি তোমার পা ঠিক আছে।’ এর পর পন্ত তাঁকে একটি ভয়েস মেসেজ পাঠান। সেখানে তিনি বলেন, ‘আশা করি সব ঠিক আছে। তোমার দ্রুত সুস্থতা কামনা করি। আবার একদিন দেখা হবে’। প্রসঙ্গত, ওকসের বলেই পন্তের পায়ের হাড়ে চিড় ধরে। সাক্ষাৎকারে ওকস বলেন, ‘ওর পায়ের ওই অবস্থার জন্য আমি ক্ষমা চেয়েছি।’