সোমবার ইংল্যান্ড টেস্টে বিধ্বংসী ছিলেন পেসার। কীভাবে মাত্র ৩০ রানে এতগুলো উইকেট শিকার করলেন, সেই প্রশ্নের উত্তরে সিরাজ জানিয়েছিলেন তাঁর ফোনের ওয়ালপেপারের কথা। সেদিন সকালে ঘুম থেকে উঠেই প্রথমে ওয়ালপেপারে লাগিয়েছিলেন বিশ্বাস শব্দটি। প্রায় সকলে ভারতীয় টিমের উপর থেকে আস্থা হারালেও বিশ্বাস রেখেছিলেন সিরাজ। আর সেই বিশ্বাসের ফল দেখল গোটা বিশ্ব। সিরাজের ঐতিহাসিক জয়ের পর মুখ খুললেন তাঁর মা-ও।
বাবার জন্য সবকিছু…
খেলার পর সিরাজের মা জানান, ‘ছেলে ইংল্যান্ডে খেলতে যাওয়ার আগে বলে যায়— মা আমার জন্য প্রার্থনা কোরো। আমি যাতে ভালো খেলতে পারি।’ সিরাজ তাঁর বাবার জন্য সবকিছু করতে পারেন বলে জানান তাঁর মা। পাশাপাশি এও বলেন, ‘আমার প্রার্থনা সবসময় ওর সঙ্গে ছিল।’ বাবাকে কম বয়সে হারিয়ে বেশ ভেঙে পড়েছিলেন সিরাজ। একরকম বাবার স্মৃতি মনে রেখেই বিশ্বাসের জোরে ম্যাচ বার করে আনেন।
আরও পড়ুন - Team India 2025 Schedule: ইংল্যান্ডে টেস্টে দুর্ধর্ষ ‘জয়ের’ পর ফের কবে বাইশ গজে ভারতীয় টিম? দেখে নিন সূচি
সিরাজের প্রশংসায় পঞ্চমুখ সকলে
এই দিন সিরাজের খেলার প্রশংসা করে টুইট করেছেন শশী থারুর থেকে আসাউদ্দিন ওয়েইসি। পাশাপাশি টুইট করে সিরাজকে শুভেচ্ছা জানিয়েছেন এস এস রাজামৌলিও। সিরাজের জয়ের পর প্রকাশ্যে এসেছিল সিরাজের সম্পর্কে অজানা বেশ কিছু তথ্য। তেমনি সিরাজের দাদা এইদিন প্রকাশ্যে এনেছেন সিরাজের ডায়েট।
বিরিয়ানি খান সিরাজ?
সম্প্রতি ইন্ডিয়া টুডেকে একটি সাক্ষাৎকারে সিরাজের দাদা ইসমাইল জানিয়েছেন, ‘সিরাজ ফিটনেসের উপর অনেক বেশি মনোযোগ দেন। তিনি জাঙ্ক ফুড এড়িয়ে চলেন এবং সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখেন। হায়দরাবাদে থাকা সত্ত্বেও, তিনি খুব কমই বিরিয়ানি খান। হয়তো মাঝেমধ্যে, এবং শুধুমাত্র যদি তা বাড়িতে তৈরি হয়। কিন্তু পিৎজা বা ফাস্ট ফুড না - শরীরের প্রতি খুব সুশৃঙ্খল সিরাজ।’
সিরাজের হাল না ছাড়া মনোভাব
এই দিন সিরাজের হাল না ছাড়া মনোভাব নিয়েও মুখ খোলেন তাঁর দাদা ইসমাইল। তিনি বলেন, ‘সিরাজ কখনও হাল ছাড়ে না, এমনকি যখন তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নির্বাচিত করা হয়নি, তখনও সে হতাশ হয়নি। বরং, আরও কঠোর পরিশ্রম করেছে। জিমে গিয়েছে, ফিটনেসের উপর মনোযোগ দিয়েছে এবং প্রতিদিন- সকাল ও সন্ধ্যায় কঠোর অনুশীলন করেছে। নিজের ভুল সংশোধন করেছে।’