শনিবার লর্ডসে ভারতীয় মহিলা দল হেরে গেছে ইংল্যান্ডের বিরুদ্ধে। আরও একবার ব্যাট হাতে তুমুল ব্যর্থ হয়েছেন হরমনপ্রীত কৌর। ৯ বলে মাত্র ৭ রান করেন ভারতীয় মহিলা দলের অধিনায়ক। ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার সাম্প্রতিক সময়ে টানা ব্যর্থ হয়েই চলেছেন ব্যাট হাতে, বারবারই কম রানে তিনি উইকেট ছুঁড়ে দিয়ে আসছেন। প্রথম একদিনের ম্যাচে মাত্র ১৭ রান করেছিলেন হরমনপ্রীত। আর টি২০ সিরিজে তাঁর ইনিংসগুলো ছিল যথাক্রমে ১৫, ২৬, ২৩ এবং ১।
শনিরাব ভারতীয় দলের অধিনায়কের আরও একটা বাজে পারফরমেন্স এবং আউট হওয়ার ভঙ্গিমা দেখে বিরক্ত ফ্যানরা। কখনও মনেই হয়নি যে হরমনপ্রীত বড় রান করতে পারেন। ২৯ ওভারে ইন্ডিয়ান ওমেন টিম ৮ উইকেটে ১৪৩ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের মহিলা দল করে ২১ ওভারে ২ উইকেটে ১১৬ রান। ডিএলএস মেথডে ইংল্যান্ডের টার্গেট কমে দাঁড়ায় ১১৫ রান।
হরমনপ্রীতের ইনিংস দেখে এক ইউজার লেখেন, ‘আমি চাইব কোনও ক্রিকেট বিশেষজ্ঞ একবার একটু বুঝিয়ে বলুক যে হরমনপ্রীত কৌরের থাকা দলের কোনও কাজে লাগে। কখনও কখনও একটা ভালো ইনিংস খেলে, মানে ১০টা ইনিংসের মধ্যে ১টায় রান পায়। আর পঞ্চম বোলার হিসেবেও বোলিং করতে পারেনা ’।
আরেক এক্স ইউজার হতাশার সুরে লিখেছেন, ‘হরমনপ্রীত কৌর একার হাতেই ভারতীয় মহিলা ক্রিকেটকে শেষ করে দিচ্ছে। ব্যাটিং তো করতে পারছে না, আর অবসরও নিতে চাইছে না। অত্যন্ত ওভাররেটেড। ২-৩ বছর ধরে সেরকম খেলতেই পারছে না ’।
আরেক সমর্থক প্রশ্ন করেছেন, ‘শেষ কবে হরমনপ্রীত কৌর একটা ভালো ইনিংস খেলেছেন? ও আসার পর তো কোনও ট্রফিই জিতিনি, আর চার নম্বরেও খেলতে পারছে না ’।
সোফি একলেস্টোনের বোলিংয়ে আউট হয়ে যান হরমনপ্রীত কৌর। ব্যাক ফুটে খেলতে গিয়ে ইনসাইড এজ লেগে তিনি প্লে ডাউন হয়ে যান।