ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টে মাত্র ২২ রানে হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। তৃতীয় টেস্টে হেরে যাওয়ায় ভারতীয় দল এখন পিছিয়ে পড়েছে সিরিজে ১-২ ফলে। রবীন্দ্র জাদেজা শেষ পর্যন্ত লড়াই করেছিলেন, তিনি ৬১ রানে অপরাজিত থাকেন। তবে যেটা সব থেকে দরকারি ছিল, সেই ম্যাচ জেতানোর কাজটা করতে পারেননি তিনি। ১৯৩ রান তাড়া করতে নেমে টিম ইন্ডিয়া থেমে যায় ১৭০ রানেই।
মহম্মদ সিরাজ বেশ খানিকটা সময় ক্রিজে ছিলেন। তিনি ডিফেন্স করেই যাচ্ছিলেন, কিন্তু রবীন্দ্র জাদেজার যে কাজটা করা উচিত ছিল, সেটা তিনি করেননি। একটা সময়ের পর জাদেজার উচিত ছিল, টেলেন্ডারদের ওপর ভরসা না রেখে নিজেই একটু হিট করা দ্রুত রান তোলার জন্য, কিন্তু তিনি সেটা না করে স্ট্রাইক রোটেট করতে থাকেন। এক্ষেত্রে সিরাজদের ব্যাটিং দক্ষতা কতটা, সেটা তাঁর মনে রাখা উচিত ছিল।
ম্যাচ দেখে সৌরভ গঙ্গোপাধ্যায় লেখেন, ‘ওহ, কি অসাধারণ একটা টেস্ট ম্যাচ। ভারতীয় দল লর্ডস ছাড়বে মন খারাপ নিয়ে। ওরা এত ভালো খেলেছে ৩টি টেস্ট ম্যাচেই কিন্তু ১-২ ফলে পিছিয়ে রয়েছে। এই টেস্ট ম্যাচটা জেতা উচিত ছিল। জাদেজা ভালোই লড়াই করেছে, ও দেখিয়ে দিয়েছে যে ১৯৩ রান খুব একটা বেশি নয় ’।
সচিন তেন্ডুলকর লেখেন, ‘এতটা কাছে, তবুও যেন দূরে। জাদেজা, বুমরাহ এবং সিরাজ দুর্দান্ত লড়াই করেছে শেষ পর্যন্ত। অসাধারণ চেষ্টা করেছে ভারত। ইংল্যান্ডও ভালো খেলেছে ভারতের ওপর চাপ রাখার জন্য। আর শেষ পর্যন্ত ওরা ওদের পছন্দ মতো ফলও পেয়েছে। শুভেচ্ছা ইংল্যান্ডকেও কষ্টার্জিত জয়ের জন্য ’।
ম্যাচ শেষে প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংও লিখছেন, ‘হয়ত যে ফলাফল আমরা চেয়েছিলাম, সেটা পেলাম না। কিন্ত এই ম্যাচে ভারতীয় দলের লড়াই অনেকদিন মনে থাকবে। চাপের সময়ও জাদেজা, সিরাজ রুখে দাঁড়িয়েছিল। এমন একটা পারফরমেন্স আজ ওরা করে দেখিয়েছে যেটা স্রেফ তাঁদের দক্ষতার প্রমাণই দেয় না, সঙ্গে তাঁদের মানসিকতারও প্রমাণ দেয়। পরের টেস্টে এবার ফোকাস করতে হবে ’।