প্রত্যাশা মতোই, ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে শুভমন গিলের নেতৃত্বাধীন ভারতীয় দলে তিনটি বড় পরিবর্তন দেখা গেল। আকাশ দীপ ও নীতীশ কুমার রেড্ডির চোটের কারণে পরিবর্তন আনতে হয়েছে, তবে অধিনায়ক গিল একাধিক পরিবর্তনেরও ঘোষণা করেছেন। করুণ নায়ারের জায়গায় দলে এসেছেন বি সাই সুদর্শন। সিরিজের প্রথম তিন ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন করুণ, তাই তাকে বাদ দেওয়াই শ্রেয় মনে করেছে টিম ম্যানেজমেন্ট।
টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। টসের পর স্টোকস বলেন, ‘আমরা প্রথমে বল করব। বোলিংয়ের জন্য আকাশ বেশ ভালো। মাঝখানে একটা ভালো বিরতি পেয়েছি, সকলেই নিজেদের ঝালিয়ে নিয়েছে। লর্ডসে সকলেই নিজেদের সবটা উজাড় করে দিয়েছে।’
এরপরে তিনি আরও বলেন, ‘এই সিরিজে তিনটা ম্যাচই শেষ দিনে গিয়েছে, যা দুই দলের মান বোঝায়। ম্যাঞ্চেস্টারের উইকেট যথারীতি শক্ত এবং ঘাস আছে। ডসন দলে ফিরেছে — অনেকদিন পর টেস্ট খেলছে, তবে বরাবরই ভালো করেছে।’
গিল নিজেও টস হারতে খুশি ছিলেন, কারণ প্রথমে ব্যাট নেবেন না বল করবেন — তা নিয়ে দ্বিধায় ছিলেন। অধিনায়ক জানান, করুণ নায়ারকে ফর্মহীনতার কারণে বাদ দেওয়া হয়েছে এবং তার জায়গায় সুযোগ পেয়েছেন সাই সুদর্শন। ইতিমধ্যে ৩৩ বছরে পা দেওয়া করুণকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পর তার দীর্ঘতম ফরম্যাটে ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
গিল বলেন, ‘আমি সত্যি বলতে দ্বিধায় ছিলাম। টস হারাটাই ভালো হয়েছে। আগের তিনটা টেস্টে আমরা যেভাবে খেলেছি, সেটা অসাধারণ। কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তে পিছিয়ে পড়লেও, বেশিরভাগ সেশনেই আমরা এগিয়ে ছিলাম। টানা তিনটা টেস্টই খুবই ইনটেন্স ছিল, একটা বিরতি দরকার ছিল।’ তিনি আরও বলেন, ‘উইকেটটা ভালো মনে হচ্ছে। আগামী চার-পাঁচ দিনের আবহাওয়া নিয়ে কিছুটা অনিশ্চয়তা আছে। আমরা তিনটি পরিবর্তন করেছি: করুণের জায়গায় সাই সুদর্শন, আর আকাশ দীপ ও রেড্ডির জায়গায় কাম্বোজ ও শার্দুল এসেছে।’
ভারতের একাদশ: যশস্বী জসওয়াল, কে এল রাহুল, সাই সুদর্শন, শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্ত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, অংশুল কাম্বোজ, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ
ইংল্যান্ডের একাদশ: জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), লিয়াম ডসন, ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার