রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অ্যাওয়ে ম্যাচে তাদের জয়ের ধারা বজায় রেখেছে। আইপিএলের ২০২৫ মরশুমে ঘরের মাঠে হারের হ্যাটট্রিক করলেও, ৫টি অ্যাওয়ে ম্যাচই জিতেছে। বেঙ্গালুরুতে পঞ্জাব কিংসের বিপক্ষে হারের পর, রবিবার (২০ এপ্রিল) মুল্লানপুরে দারে বিরুদ্ধেই ফের জয়ে ফেরে আরসিবি। এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। কিন্তু ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স করলেও, তিনি বিতর্কে জড়িয়েছেন। ম্যাচ চলাকালীন মাঠের মধ্যে কোহলি দলের অধিনায়ক রজত পাতিদারকে খুব খারাপ ভাবে তিরস্কার করেন।
এদিন পঞ্জাব কিংসের বিরুদ্ধে কোহলি অনবদ্য একটি হাফসেঞ্চুরি করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। কিন্তু আরসিবি ম্যাচ জেতার ঠিক আগে কোহলির সঙ্গে ক্রিজে ছিলেন দলের অধিনায়ক রজত পাতিদার। তখন দু'জনের মধ্যে একটি ভুল বোঝাবুঝি হতে দেখা যায়, যে কারণে বিরাট কোহলি রেগে যান এবং তিনি রজতকে খারাপ ভাবে তিরস্কৃত করেন।
কোহলি এবং পাতিদারের মধ্যে কী নিয়ে ভুল বোঝাবুঝি হয়?
বেঙ্গালুরুর ইনিংসের ১৬তম ওভারে এই ঘটনা ঘটেছিল। আর্শদীপ সিং বল করছিলেন এবং ওভারের চতুর্থ বলে কোহলি ডিপ স্কোয়ার লেগের দিকে একটি পুল শট খেলেন। দু'জনেই দ্রুত একটি রান সম্পন্ন করেন, কিন্তু ফিল্ডার বলটি সঠিক ভাবে ধরতে পারেননি এবং এমন পরিস্থিতিতে কোহলি দ্বিতীয় রানের জন্য দৌড়ে যান। কিন্তু অর্ধেক পিচ পার হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি দেখতে পান যে, পাতিদার অন্য প্রান্ত থেকে নড়েননি। তবে, ফিল্ডারের থ্রো স্টাম্প থেকে অনেক দূরে ছিল এবং পাতিদার অবশেষে দ্বিতীয় রানের জন্য দৌড়ে যান।
আরসিবি অধিনায়ককে তিরস্কৃত করেন কোহলি
তবে, এই সময়ে তিনি রান আউট হওয়ার হাত থেকেও বেঁচে যান এবং অবশেষে বেঙ্গালুরু ২ রান পায়। কিন্তু ২ রান হওয়ার পরেই বিরাট কোহলি খুব রেগে যান এবং সরাসরি পাতিদারের দিকে মুখ করে তাঁর উপর রাগ উগরে দিতে শুরু করেন। পাতিদারদের দিকে চিৎকার করে কোহলি বলেন, ‘এটা আমার কল ছিল।’ এর অর্থ হল কোহলি পরিস্থিতি মূল্যায়ন করেছিলেন এবং দ্বিতীয় রানের জন্য অনুরোধ করেছিলেন। তাই পাতিদারের এর জন্য প্রস্তুত থাকা উচিত ছিল। পাতিদারও অবশ্য চুপ করে থাকেননি। তিনি সাফাই দেওয়ার চেষ্টা করেন। কিন্তু কোহলি শুনতে প্রস্তুত ছিলেন না। এই ভিডিয়োটি বেশ ভাইরাল হয়েছে।
পঞ্জাবের বিরুদ্ধে বদলা নিলেন কোহলিরা
নিজেদের ঘরের মাঠে পঞ্জাব কিংসের কাছে হারতে হয়েছিল কোহলিদের। এর ঠিক ৪৮ ঘণ্টার মধ্যেই পঞ্জাবের ঘরের মাঠে তাদের হারিয়ে দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এদিন প্রথমে ব্যাট করে পঞ্জাব ৬ উইকেটে ১৫৭ রান করেছিল। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান (১৭ বলে) করেন প্রভসিমরন সিং। এছাড়া ৩৩ বলে অপরাজিত ৩১ করেন শশাঙ্ক সিং। সেই রান তাড়া করতে নেমে ৭ বল বাকি থাকতেই ৭ উইকেটে জয় ছিনিয়ে নেয় আরসিবি। বিরাট কোহলি ৫৪ বলে ৭৩ করে অপরাজিত থাকেন। দেবদত্ত পাডিক্কাল ৩৫ বলে ৬১ করেন।