রোহিত শর্মা ফর্মে ফিরতেই বড় জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স। রবিবার (২০ এপ্রিল) আইপিএল ২০২৫-এর ৩৮তম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ফের স্বমহিমায় হিটম্যান। ৩৩৯ দিন পর তিনি হাফসেঞ্চুরি করেন। সেই সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সও ফিরল নিজের ছন্দে। সিএসকে-র দেওয়া ১৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে, ৯ উইকেটে বড় জয় ছিনিয়ে নেয় এমআই। রোহিত এবং সূর্য- দুই তারকাই এদিন ঝোড়ো মেজাজে হাফসেঞ্চুরি করেন। বোলাররা প্রথমে যে কাজটা করেছিলেন, সেখান থেকে আর সিএসকেকে ফেরার সুযোগ দেননি রোহিত ও সূর্য। মুম্বইয়ের অক্সিজেন পাওয়ার দিনে, ডুবতে হল সিএসকে-কে। আর তার জেরে এবারের আইপিএলে প্লে-অফে ওঠার ক্ষেত্রে চেন্নাইয়ের কাজটা অনেকটা কঠিন হয়ে গেল।
জাদেজা-শিবমের হাফসেঞ্চুরির সৌজন্যে ১৭০ পার করেছিল সিএসকে
টস হেরে এদিন প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা নড়বড়েই করেছিল চেন্নাই সুপার কিংস। তারা ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলেই রাচিন রবীন্দ্র (৯ বলে ৫ রান) উইকেট হারায়। আর এক ওপেনার শেখ রশিদও হতশ করেছেন। তিনি ১৯ বলে মাত্র ২০ রান করেন। তবে এদিন অভিষেকেই নজর কাড়লেন আয়ুষ মাত্রে। রাচিন রবীন্দ্র আউট হতে, তিনে নেমেছিলেন আয়ুষ। প্রথম ম্যাচেই আগ্রাসী মেজাজে ১৫ বলে ৩২ রান করেন তিনি। চারটি চার এবং দু'টি ছক্কা মারেন মাত্রে। তিনিই চেন্নাইকে ভরসা জোগাচ্ছিলেন। কিন্তু দীপক চাহারের বলে মিচেল স্যান্টনারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান আয়ুষ।
তবে রবীন্দ্র জাদেজা এবং শিবম দুবে এদিন সিএসকে-কে অক্সিজেন দেন। দু'জনেই হাফসেঞ্চুরি করেন। তা না হলে আরও খারাপ অবস্থা হত চেন্নাইয়ের টিমের। শিবমের প্রাক্তন টিম মুম্বই ইন্ডিয়ান্স। যে কারণে ওয়াংখেড়ের খুঁটিনাটি খুব ভালো ভাবেই জানা তাঁর। এদিন তাই ওয়াংখেড়ে-তে খেলতে নেমে প্রাক্তন দলের বিরুদ্ধে আক্রমণাত্মক ছন্দেই ব্যাট করলেন শিবম। ৩২ বলে ৫০ রান করেন তিনি। তাঁর ইনিংস সাজানো ছিল চারটি ছয়, দু'টি চারে। এদিকে চারে ব্যাট করতে নেমে ৩৫ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা।জাদেজা এবং শিবমের জুটিতে ৭৯ রান তোলে চেন্নাই। শেষ বেলায় বড় শট খেলে জাদেজা দলকে লড়াই করার মতো জায়গা নিয়ে যান। তবে সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এদিন ছয়ে ব্যাট করতে নেমেছিলেন। কিন্তু তিনি ফের ব্যর্থ হন। ধোনি মাত্র ৬ বল খেলে ৪ রান করে আউট হয়ে যান। মাহির ব্যাটে সত্যিই একেবারেই মরচে ধরে গিয়েছে।
যাইহোক এদিন চেন্নাইকে ব্যাট করতে পাঠিয়ে অল্প রানে আটকে রাখাই লক্ষ্য ছিল মুম্বইয়ের। জসপ্রীত বুমরাহরা সেই দায়িত্ব ভালো ভাবেই পালন করেছেন। যে কারণে নির্দিষ্ট ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৬ রানেই শেষ হয়ে যায় চেন্নাই সুপার কিংসের ইনিংস। মুম্বইয়ের হয়ে জসপ্রীত বুমরাহ নিয়েছেন ২ উইকেট।
রোহিত-সূর্যের দাপটে গোহারান হারল সিএসকে
সিএসকে-র দেওয়া ১৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেটে সহজ জয় ছিনিয়ে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। রো-সূর্য জুটির দাপটেই ধোনিরা গোহারান হারলেন। সপ্তম ওভারে রিয়ান রিকেলটন ১৯ বলে ২৪ করে ফিরে আউট হন। তাঁকে ফেরান রবীন্দ্র জাদেজা। কিন্তু তার পর আর মুম্বইয়ের উইকেট ফেলতে পারেনি সিএসকে। রোহিত-সূর্য মিলেই দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ২৬ বল বাকি থাকতেই ১ উইকেটে ১৭৭ রান করে ফেলে মুম্বই। ৩৩ বলে হাফসেঞ্চুরি পূরণ করেন রোহিত। ৪৫ বলে অপরাজিত ৭৬ রান করেন। রোহিতের ইনিংসে ছিল ৬টি ছক্কা, ৪টি চার। সূর্য অপরাজিত থাকেন ৩০ বলে ৬৮ করে। ৫টি ছয়, ৬টি চার মারেন তিনি।