Hardik Pandya's special message to MI Fan: ২০২৪ আইপিএল মরশুমটা একেবারেই ভুলে যেতে চাইবেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। MI-এর জন্য ও তাদের নেতার জন্য গত বছরের মরশুমটা একেবারেই ভালো যায়নি। টুর্নামেন্ট শুরুর আগেই তারা বড় বিতর্কের মুখে পড়েছিল, যখন রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করা হয়। এই সিদ্ধান্ত মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছিল। যার প্রভাব মাঠের খেলাতেও স্পষ্ট দেখা গিয়েছিল। পুরো মরশুমে অফ-ফিল্ড বিতর্কে জর্জরিত হয়েছিল MI। এরপরে মাত্র ১৪ ম্যাচে ৪টি জিতে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে শেষ করেছিল হার্দিকের মুম্বই, যা তাদের ইতিহাসের অন্যতম খারাপ পারফরম্যান্স।
সমর্থকদের ক্ষোভের মুখে পড়েছিলেন দলের অধিনায়ক
হার্দিক পান্ডিয়া পুরো মরশুমে মুম্বই সমর্থকদের দুয়োর শিকার হন, বিশেষ করে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। রোহিত শর্মাকে সরানোর ক্ষোভ প্রকাশ করতেই সমর্থকরা প্রতিটি ম্যাচেই তাকে উদ্দেশ্য করে দুয়ো দিতেন। তবে, সেই দুঃস্বপ্নের মরশুমের পর হার্দিকের ভাগ্য নাটকীয়ভাবে বদলে যায়।
আইপিএলের পরপরই তিনি ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, ধীরে ধীরে সেই সমর্থকদের মন জয় করতে থাকেন যারা একসময় তাকে দুয়ো দিয়েছিলেন। এর পর চলতি বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে তিনি নিজের পুর্নবাসন কাহিনি আরও শক্তিশালী করেন।
এবার, আইপিএল ২০২৫-এ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এক সম্পূর্ণ নতুন অধ্যায় শুরু করার সুযোগ পেয়েছেন হার্দিক পান্ডিয়া। এবং মরশুম শুরুর আগে সমর্থকদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন হার্দিক। যেখানে তিনি চেয়েছেন যে মাঠে নামলে তারা তাকে দুয়োর পরিবর্তে উৎসাহ দিক।
আরও পড়ুন … SRH SWOT Analysis: IPL 2025-এ হায়দরাবাদ কি সবচেয়ে শক্তিশালী দল? দেখে নিন কামিন্সদের শক্তি ও দুর্বলতা
সমর্থকদের উদ্দেশ্যে হার্দিকের বার্তা
একটি সাংবাদিক সম্মেলনে, হার্দিক মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থকদের প্রতি আহ্বান জানান, যেন তারা তার প্রতি সমর্থন দেখায় এবং গ্যালারিতে শুধুমাত্র মুম্বই ইন্ডিয়ান্সের রং দেখা যায়। হার্দিক পান্ডিয়া বলেন, ‘আমি সমর্থকদের সঙ্গে একমত (যখন তারা বলে হার্দিক দলের জন্য গুরুত্বপূর্ণ)। যখন আমি ব্যাট করতে নামব, আমাকে উৎসাহিত করুন। যখন আমি ছক্কা মারব, উল্লাস করুন। যখন আমি টস করতে যাব, আমার জন্য চিয়ার করুন। আমি চাই না ওয়াংখেড়েতে আমাদের দলের রঙ ছাড়া অন্য কোনও রঙ দেখা যাক। এটাই আমার একমাত্র চাওয়া।’
আরও পড়ুন … সচিন বা কোহলি নন, এই ক্রিকেটারের বিরাট ফ্যান সলমন খান! ভক্ত হওয়ার কারণ জানালেন বলিউডের ‘ভাইজান’
গত বছরের চ্যালেঞ্জিং সময় পার করা নিয়ে কী বললেন হার্দিক?
হার্দিক আরও জানান, গত বছরের চ্যালেঞ্জিং সময় পার করলেও, তিনি সবসময় আত্মবিশ্বাসী ছিলেন যে তিনি ঘুরে দাঁড়াতে পারবেন। মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া বলেন, ‘আমার জন্য এটি দারুণ একটি যাত্রা হয়েছে। কঠিন ছিল, তবে উত্তেজনাপূর্ণও ছিল। আমি সবসময় নিজেকে দলের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে বিবেচনা করেছি। যদি আমি আমার অলরাউন্ড দক্ষতা কার্যকরভাবে কাজে লাগাতে পারি, তাহলে তা দলের জন্যই উপকারী হবে।’
আরও পড়ুন … IPL 2025-এ ব্যর্থ হলেও টেস্টে শ্রেয়সকে নিতেই হবে! PBKS-র অধিনায়কের পাশে দাঁড়ালেন অশ্বিন
শুরুতেই মুম্বই ইন্ডিয়ান্সের সামনে কঠিন চ্যালেঞ্জ
আইপিএল ২০২৫-এ মুম্বই ইন্ডিয়ান্সের শুরুটা সহজ হবে না। তাদের প্রথম ম্যাচই এক কঠিন চ্যালেঞ্জ, চিরপ্রতিদ্বন্দ্বী চেন্নাই সুপার কিংসের (CSK) বিরুদ্ধে হবে। ২৩ মার্চ চেন্নাইয়ের মাঠে আইপিএলের অন্যতম বৃহৎ দ্বৈরথের সাক্ষী হবে ক্রিকেটবিশ্ব। ২০২৪ মরশুমে দুই দলের জন্যই হতাশাজনক ছিল। মুম্বই যেখানে লিগ টেবিলের একেবারে নীচে শেষ করেছিল, সেখানে চেন্নাই সুপার কিংসও প্লে-অফে উঠতে ব্যর্থ হয়েছিল। তাই এবারের আসরে দুই দলই আগের মরশুমের ব্যর্থতা ভুলে ভালো কিছু করার জন্য মরিয়া থাকবে।