মাঠে রোহিত শর্মা কেমন মজা করেন তা সকলেরই জানা। এবার সানরাইজার্স হায়দরাবাদের ওপেনার ব্যাটসম্যান মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে তেমনই কিছুটা মজা করলেন রোহিত শর্মা। মায়াঙ্ক আগরওয়ালকে ফ্লাইং কিস দিলেন রোহিত শর্মা। এর সঙ্গে সানরাইজার্স হায়দরাবাদ এবং কলকাতা নাইট রাইডার্সের ম্যাচের ঘটনাটি ভক্তদের মনে তাজা করে দিলেন তিনি।
আসলে সেই ম্যাচে মায়াঙ্ক আগরওয়ালকে আউট করেছিলেন কেকেআর বোলার হর্ষিত রানা। এর পর মায়াঙ্ককে ফ্লাইং কিস দিয়ে বিদায় জানিয়েছিলেন হর্ষিত। যা দেখে রেগে গিয়েছিলেন মায়াঙ্ক। যদিও পরে হর্ষিত রানাকেও এর জন্য শাস্তি দেওয়া হয় এবং ম্যাচ ফির ৬০ শতাংশ জরিমানা করা হয়। এবার হর্ষিত রানার মতোই মায়াঙ্ককে ফ্লাইং কিস দিলেন রোহিত শর্মা। তবে এই পুরো ঘটনাটা মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদের অনুশীলনে ঘটেছে।
মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচটি অনুষ্ঠিত হবে হায়দরাবাদে
উল্লেখ্য, সানরাইজার্স হায়দরাবাদ এবং মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে পরবর্তী ম্যাচটি হায়দরাবাদে অনুষ্ঠিত হবে। এ জন্য মঙ্গলবার মাঠে নেমেছে দুই দলই। এই সময় রোহিত শর্মা এবং মায়াঙ্ক আগরওয়ালের দেখা হয়। এবং রোহিত শর্মা সেই সময়ে মায়াঙ্কের দিকে উড়ন্ত চুম্বনের অঙ্গভঙ্গি করেন। যা দেখে হেসে ফেলেন মায়াঙ্ক। এই ঘটনার মুহূর্তটি ক্য়ামেরা বন্দি করা হয়। এবং এই ছবিটি SRH-এর সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয়। বলা হয় দুই বন্ধু এভাবেই নিজেদের ভালোবাসাকে প্রকাশ করছেন।
তবে এই ছবিতে স্পষ্টতই বোঝা যাচ্ছিল যে রোহিত শর্মা কেকেআর ম্যাচ চলাকালীন ঘটে যাওয়া ঘটনা নিয়ে মায়াঙ্ককে উত্যক্ত করছিলেন। মায়াঙ্ক আগরওয়াল হাসতে শুরু করেন যখন রোহিত তাকে ফ্লাইং কিস দেন এবং তিনি টিম ইন্ডিয়ার অধিনায়কের এই অঙ্গভঙ্গি উপভোগ করেন। তবে এই ছবি দেখ ভক্তেরা নিজেদের আটকাতে পারেননি এবং তারা হর্ষিত রানার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার সঙ্গে এই ছবিকে মিলিয়ে নানা মন্তব্য করতে থকেন। এরপরে সঙ্গে সঙ্গে রোহিতের সঙ্গে মায়াঙ্কের ছবি মুছে ফলা হয়।
আরও পড়ুন… IPL 2024: যদি কোহলির ক্যাচটা নেওয়া হত....ম্যাচ শেষে হাহুতাশ ধাওয়ানের
হর্ষিত রানা কি করেছিলেন?
আমরা আপনাকে বলি যে ২৩ মার্চ, কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই সময় মায়াঙ্ক আগরওয়াল বেশ আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন। তবে ষষ্ঠ ওভারে বল করতে এসে আগারওয়ালকে আউট করেন রানা। এরপর সানরাইজার্স হায়দরাবাদের ওপেনারের সামনে পৌঁছে তাঁকে 'ফ্লাইং কিস' দেন তিনি। আইপিএলের জারি করা বিবৃতি অনুসারে, রানা আইপিএল কোড অফ কন্ডাক্টের ধারা 2.5 এর অধীনে দুটি লেভেল 1 লঙ্ঘন করেছেন। সেই কারণে, হর্ষিত রানা ম্যাচ রেফারির দেওয়া লঙ্ঘন এবং জরিমানা উভয়ই মেনে নেন। লেভেল 1 লঙ্ঘনের জন্য ম্যাচ রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত এবং বাধ্যতামূলক।