মুম্বই ইন্ডিয়ান্সের খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফরা আইপিএল ২০২৪-এ কয়েক দিনের জন্য ছুটিতে রয়েছেন। এর মাঝেই গুজরাটের জামনগরে খেলোয়াড়দের মজা করার বেশ কিছু ভিডিয়ো সোশ্য়াল মিডিয়াতে প্রকাশিত করা হয়েছে। যে দেখে বেশ অবাক হয়েছেন ভক্তেরা। এই ভিডিয়োতে দলের প্রত্যেককেই বেশ মজা করতে দেখা যাচ্ছে। তবে এই সময়ে রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়াকে অনেকটা কাছে আসতে দেখা গেল। এই ছুটি মুম্বই ইন্ডিয়ান্সের জন্য কতটা কার্যকর হবে সেটাই এখন দেখার।
IPL 2024-এ মুম্বই ইন্ডিয়ান্সের শুরুটা খুব খারাপ হয়েছে। চলতি মরশুমে ১৭টি ম্যাচের পরে, মুম্বই ইন্ডিয়ান্সই একমাত্র দল যারা এখনও একটি ম্যাচও জিততে পারেনি ও পয়েন্ট টেবিলে নিজেদের অ্যাকাউন্ট খুলতে পারেনি। এই অবস্থায় দলের মানসিকতা বদলাতে সকলকে গুজরাটের জামনগরে নিয়ে যাওয়া হয়েছিল। পাঁচবারের চ্যাম্পিয়নরা আগে থেকে নির্ধারিত পাঁচ দিনের ছুটিটি এখানেই কাটিয়েছেন। প্রকাশিত হওয়া ভিডিয়োতে মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটারদের জামনগরে দলের সতীর্থ খেলোয়াড়দের সঙ্গে মজা করতে দেখা গিয়েছে। এই ভিডিয়ো বেশ ভাইরাল হচ্ছে।
আসলে মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেছে, যাতে খেলোয়াড়দের অ্যাকোয়া কার্যকলাপে লিপ্ত হতে এবং ফ্র্যাঞ্চাইজি দ্বারা আয়োজিত একটি ডিনার পার্টির সময় সঙ্গীত ও নাচ উপভোগ করতে দেখা যাচ্ছে। সপরিবারে জামনগরে গিয়েছিলেন প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। দলের অ্যাকোয়া অ্যাডভেঞ্চারের সময় তাঁকে জেট-স্কিইং করতে দেখা গিয়েছে। রোহিতের শেয়ার করা ছবিতে তাঁকে তাঁর স্ত্রী রিতিকা সাজদেহ এবং মেয়ে সামাইরার সঙ্গে দেখা গিয়েছে। শহরের একটি সুন্দর লোকেশনে সময় কাটাতে দেখা যাচ্ছে তাদের।
তবে সকলের চোখ ছিল অধিনায়ক হার্দিক পান্ডিয়ার দিকে। এই ভ্রমণের সময় তাঁকে সতীর্থ খেলোয়াড়দের সঙ্গে মজা করতে দেখা গিয়েছে। ভিডিয়োতে, হার্দিক এবং রোহিত শর্মাকে অ্যাকোয়া অ্যাক্টিভিটি সেশনের সময় আলিঙ্গন করতেও দেখা যায়। পাঁচ দিনের ছুটির সময় হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহ এবং ইশান কিষান একটি ফটোশুটও করেন। প্রিয় তারকাদের এমন ভাবে দেখে মুম্বইয়ের ভক্তেরাও বেশ খুশি হয়েছেন।
মুম্বই ইন্ডিয়ান্সের পরবর্তী ম্যাচ ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অনুষ্ঠিত হতে চলেছে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ৭ এপ্রিল। ১ এপ্রিল রাজস্থান রয়্যালসের কাছে হারের মুখে পড়েছিল মুম্বই। প্লে অফে উঠতে হলে মুম্বইকে তাদের পরের সব ম্যাচই জিততে হবে। এমন অবস্থায় এই ছুটি মুম্বই দলের কাছে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে সেটাই এখন দেখার।