
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
কলকাতা নাইট রাইডার্স আইপিএল ২০২৪ ট্রফি জেতার পরেই রিঙ্কু সিংকে একটি ভিডিয়ো কল করেছিলেন ঋষভ পন্ত। শিরোপা জেতার জন্য রিঙ্কুকে অভিনন্দনও জানিয়েছেন পন্ত। এ সময় নীতীশ রানাও উপস্থিত ছিলেন। তাদের গোপনীয় কথা জিজ্ঞাসা করেন রানা। পন্তকে একটি প্রশ্নও করেছিলেন নীতীশ রানা। কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকে সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে, যা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে।
কেকেআর আইপিএল ২০২৪ ট্রফি জেতার পরেই এই ভিডিয়ো কল করেন ঋষভ পন্ত। রিঙ্কু সিং মোবাইল নিয়ে মাঠের মাজেই পন্তের সঙ্গে কথা বলতে থাকেন। যখন রিঙ্কু ও পন্ত কথা বলচিলেন তখন রিঙ্কু সিংয়ের পিছনে নীতীশ রানাও দাঁড়িয়ে ছিলেন। এই সময় ঋষভ পন্তকে কিছু গোপন প্রশ্নও করেন নীতীশ রানা।
আরও পড়ুন… French Open-এর শুরুতেই বড় অঘটন! প্রথম রাউন্ড থেকে ছিটকে গেলেন ১৪ বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল
রিঙ্কু সিংয়ের সঙ্গে ভিডিয়ো কলের উত্তর দেওয়ার সময় ঋষভ পন্তকে একটি প্রশ্ন করেন নীতীশ রানা। তিনি জিজ্ঞেস করেন, ‘আপনি ঠিক আছেন তো? এর পরপরই সে আবার জিজ্ঞেস করে, সব ঠিক আছে তো?’ এই মুহূর্তে ঋষভ এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছিলেন না। যখন নীতীশের পরবর্তী প্রশ্নও আসে। সে জিজ্ঞেস করে, ‘যা বলেছি সেটা হয়েছে তো?’ জবাবে পন্ত ঠিক আছে চিহ্ন দেখান। এর পর রিঙ্কু সিংকে অভিনন্দন জানিয়েছেন ঋষভ পন্ত। সেই সঙ্গে রিঙ্কু তাঁকে বলে ভাই আমি ২৮ তারিখ আসছি। এখানে রিঙ্কু টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউইয়র্কে পৌঁছানোর কথা বলছেন। এর পর শুরু হয় রিঙ্কু সিংয়ের মজা। লক্ষণীয় যে ঋষভ পন্ত এবং ভারতীয় দলের বেশিরভাগ সদস্যই নিউইয়র্কে পৌঁছে গিয়েছেন।
আরও পড়ুন… জানুন T20 World Cup 2024 Warm up matches-র সম্পূর্ণ সূচি! কখন, কোথায় কীভাবে, কোন ম্যাচ দেখতে পাবেন
আমরা আপনাকে বলি যে আইপিএল ২০২৪ এর ফাইনালে সানরাইজার্স হায়দবাদাকে-কে আট উইকেটে হারিয়ে তৃতীয় আইপিএল ট্রফি জিতেছে কলকাতা নাইট রাইডার্স। এদিনের ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার পর তারা ১৮.৩ ওভারে মাত্র ১১৩ রানে অলআউট হয়ে যায় হায়দরাবাদ। কলকাতা নাইট রাইডার্স এই লক্ষ্যমাত্রা খুব দ্রুত করে ফেলে।
বেঙ্কটেশ আইয়ারের অপরাজিত ৫২ রান এবং রহমানউল্লাহ গুরবাজ ৩৯ রানের সুবাদে ১০.৩ ওভারে দুই উইকেটে ১১৪ রান করে লক্ষ্য অর্জন করে কেকেআর। বেঙ্কটেশ আইয়ার ২৬ বলে চারটি চার ও তিনটি ছক্কা মেরেছেন এবং গুরবাজ ৩২ বলে পাঁচটি চার ও দুটি ছক্কা মেরেছেন। অধিনায়ক হিসেবে এটি ছিল শ্রেয়স আইয়ারের দ্বিতীয় ফাইনাল, তিনি তিন বলে ৬ রান করে অপরাজিত থাকেন।
৳7,777 IPL 2025 Sports Bonus