
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ভারতীয় দলের অধিনাক রোহিত শর্মা আগেই গোটা দল নিয়ে দেখা করেছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্তনি আলবানিজের সঙ্গে। এবার অস্ট্রেলিয়ার পার্লামেন্টেও অসাধারণ ভাষণ দিলেন রোহিত। ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার ক্রিকেটের ভিতর এবং বাইরে কি সম্পর্ক রয়েছে সেটাই বোঝালেন হিটম্যান। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়েও কথা বলেন রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার প্রতিযোগিতামুলক মানসিকতা এবং মানুষের আপ্যায়নের প্রশংসা করতে শোনা যায় হিটম্যানকে।
আরও পড়ুন-কখনও ফিল্ডিং সাজালেন! কখনও বাচ্চাদের মতো আনন্দ করলেন! পার্থে বিন্দাস মেজাজে বিরাট
অস্ট্রেলিয়া ভারত দ্বৈরথকে বর্ডার গাভাসকর সিরিজে অনেকে যখন যুদ্ধের তকমা সেঁটে দেন, তখনই রোহিত শর্মা কিন্তু বলছেন ভারত-অস্ট্রেলিয়া এই যে মাঠের মধ্যেই দ্বৈরথ, বিশেষ করে বর্ডার গাভাসকর ট্রফির মতো ইভেন্টে, তা দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও দৃঢ় করে। দুই দেশের মধ্যেই একে অপরকে সম্মানের বাতাবরণ তৈরি করে। আসলে ৩০ তারিখ থেকে রয়েছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশ বনাম ভারতীয় দলের এক ওয়ার্ম আপ ম্যাচ। তাঁর আগেই রোহিতদের সঙ্গে দেখা করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।
আরও পড়ুন-ICC চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট কাটাতে মঙ্গলবার জরুরি বৈঠক! সেদিন ঘোষণা হতে পারে ভেনু
৬ নভেম্বর থেকে শুরু অ্যাডিলেড টেস্ট। সেখানেই ফিরবেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তাঁর আগে ভারতীয় ক্যাপটেন রোহিত শর্মা অস্ট্রেলিয়ার পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন, ‘খেলা এবং বাণিজ্যে ভারত এবং অস্ট্রেলিয়ার একটা দীর্ঘ সম্পর্ক রয়েছে। আমরা এখানে খেলতে খুব ভালোবাসি। কারণ অস্ট্রেলিয়া খুব চ্যালেঞ্জিং দল, তাঁদের ক্রিকেটারদের প্রতিযোগিতামুলক মানসিকতা এবং সমর্থকদের আবেগের জন্য। বিশ্বের সেরা দলের বিরুদ্ধে খেলা সব সময়ই ভালো লাগে ’।
Video- বিরাট কোহলির ছয়! সপাটে আঘাত নিরাপত্তারক্ষীর মাথায়! দৌড়ে গেলেন লিয়ন! দেখে যা করলেন কোহলি…
রোহিত এরপর বলছিলেন অস্ট্রেলিয়ায় আসতে তাঁর কতটা ভালো লাগে। দেশের বিভিন্ন শহরে এবং তাঁর সংস্কৃতির কথা তুলে ধরেন হিটম্যান। তিনি বলেন তাঁর দলের ক্রিকেটাররাও অস্ট্রেলিয়া সফর অত্যন্ত পছন্দ করে এখানকার সমর্থকের জন্য এবং কঠিন পিচ ও পরিবেশের জন্য। তাই তাঁদের কাছে অনেক সিরিজই স্মৃতিতে রয়ে গেছে।
রোহিত বলছেন ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ এবং বিশ্বক্রিকেটের আলোচনার বিষয়। তাঁর কথায়, ‘আমরা অস্ট্রেলিয়ায় সাফল্য পেয়েছি, সম্প্রতি টেস্ট ম্যাচও জিতেছি। আমরা এই মোমেন্টাম এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা অস্ট্রেলিয়া এবং ভারতীয় ক্রিকেটপ্রেমীদের উপভগ করাতে পারব টেস্ট ম্যাচ, এই আশাই রাখব। আমরা ভালো ক্রিকেট খেলার পাশাপাশি এই দেশেও উপভোগ করতে চাই। এটা খুব সুন্দর একটা জায়গা। এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে, আমাদের এখানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ ’।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports