চলতি ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজের চারটি ম্যাচ ইতিমধ্যেই শেষ হয়েছে। ৫ ম্যাচের সিরিজে আপাতত ইংল্যান্ড এগিয়ে রয়েছে ২-১ ব্যবধানে। সিরিজের চারটি টেস্টের পরে দেখে নেওয়া যাক ব্যক্তিগত পারফর্ম্যান্সে নজর কাড়েন দু'দলের কোন কোন ক্রিকেটার।
চলতি ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে সব থেকে বেশি রান
১. শুভমন গিল (ভারত)- ৪ টেস্টের ৮ ইনিংসে ৭২২ রান।
২. লোকেশ রাহুল (ভারত)- ৪ টেস্টের ৮ ইনিংসে ৫১১ রান।
৩. ঋষভ পন্ত (ভারত)- ৪ টেস্টের ৭ ইনিংসে ৪৭৯ রান।
৪. রবীন্দ্র জাদেজা (ভারত)- ৪ টেস্টের ৮ ইনিংসে ৪৫৪ রান।
৫. জেমি স্মিথ (ইংল্যান্ড)- ৪ টেস্টের ৭ ইনিংসে ৪২৪ রান।
চলতি ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে সব থেকে বেশি উইকেট
১. বেন স্টোকস (ইংল্যান্ড)- ৪ টেস্টের ৮ ইনিংসে ১৭টি উইকেট।
২. জসপ্রীত বুমরাহ (ভারত)- ৩ টেস্টের ৫ ইনিংসে ১৪টি উইকেট।
৩. মহম্মদ সিরাজ (ভারত)- ৪ টেস্টের ৭ ইনিংসে ১৪টি উইকেট।
৪. আকাশ দীপ (ভারত)- ২ টেস্টের ৪ ইনিংসে ১১টি উইকেট।
৫. জোশ টাঙ্গ (ইংল্যান্ড)- ২ টেস্টের ৪ ইনিংসে ১১টি উইকেট।
চলতি ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস
১. শুভমন গিল (ভারত)- ২৬৯ (বার্মিংহ্যাম)।
২. জেমি স্মিথ (ইংল্যান্ড)- অপরাজিত ১৮৪ (বার্মিংহ্যাম)।
৩. শুভমন গিল (ভারত)- ১৬১ (বার্মিংহ্যাম)।
৪. হ্যারি ব্রুক (ইংল্যান্ড)- ১৫৮ (বার্মিংহ্যাম)।
৫. জো রুট (ইংল্যান্ড)- ১৫০ (ম্যাঞ্চেস্টার)।
চলতি ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে সেরা বোলিং পারফর্ম্যান্স
১. মহম্মদ সিরাজ (ভারত)- ৭০ রানে ৬ উইকেট (বার্মিংহ্যাম)।
২. আকাশ দীপ (ভারত)- ৯৯ রানে ৬ উইকেট (বার্মিংহ্যাম)।
৩. বেন স্টোকস (ইংল্যান্ড)- ৭২ রানে ৫ উইকেট (ম্যাঞ্চেস্টার)।
৪. জসপ্রীত বুমরাহ (ভারত)- ৭৪ রানে ৫ উইকেট (লর্ডস)।
৫. জসপ্রীত বুমরাহ (ভারত)- ৮৩ রানে ৫ উইকেট (লিডস)।