দুবাইয়ে গত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাক লড়াইয়ে টিম ইন্ডিয়ার কাছে পাত্তা পায়নি পাকিস্তান। তবে চর্চায় চলে আসেন পাক স্পিনার আবরার আহমেদ। তিনি ম্যাচে অনবদ্য বল করেন সন্দেহ নেই। তবে দলের জয়ের মঞ্চ গড়তে পারেননি আবরার। আসলে পাক তারকা শুভমন গিলের উইকেট তুলে নেওয়ার পরে যেভাবে সেলিব্রেট করেন, সেটাই ক্রিকেটমহলের আলোচ্য বিষয় হয়ে দাঁড়ায়।
সেই ম্যাচে গিলকে আউট করে ঘাড় উঁচিয়ে ভারতীয় তারকাকে সাজঘরে ফেরার ইঙ্গিত করেন আবরার। তাঁর এই সেন্ড-অফের ধরণ যারপরনাই ক্ষুব্ধ করে ভারতীয় সমর্থকদের। এমনকি পাক প্রাক্তনীদের অনেকে খুশি হননি আবরারের আচরণে। গিলকেও সাজঘরে ফেরার সময় দৃশ্যতই অখুশি দেখায়।
তার পরে যদিও ক্রিকেটের মাঠে আর মুখোমুখি হননি গিল ও আবরার। তাই বদলার প্রসঙ্গটা এখনও তোলাই রয়েছে। তবে গিলের হয়ে এবার আবারারের সঙ্গে হিসাব মিটিয়ে নিলেন ভারতের এক জামাই, যিনি আবার পাকিস্তনেরই তারকা ক্রিকেটার। জাতীয় দলের সতীর্থ আবরারকে এবার পিএসএলের মঞ্চে আউট করে হুবহু একই স্টাইলে সেলিব্রেশন সারেন হাসান আলি। অর্থাৎ, নিজের দেওয়া তেতো ওষুধ এবার নিজেকেই গিলতে হল আবরারকে।
আরও পড়ুন:- গড়াপেটার প্রস্তাব দেওয়ায় IPL 2025-এর মাঝে মুম্বই T20 লিগের এই ফ্র্যাঞ্চাইজি মালিককে নির্বাসিত করল BCCI
উল্লেখ্য, পাকিস্তানের হয়ে এখনও পর্যন্ত ২৪টি টেস্ট, ৬৬টি ওয়ান ডে ও ৫১টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলা হাসান আলি বিয়ে করেন হরিয়ানায় জন্মানো সামিয়া আরজুকে। সেই সুত্রে ভারতের জামাই হিসেবেই বিবেচিত হন পাক তারকা।
আরও পড়ুন:- IPL-এর তুলনায় বেশি টাকা পান PSL-এর প্রতি ম্যাচের সেরা ক্রিকেটার, যদিও পুরস্কারে সবাইকে সমান অর্থ দেয় না PCB
করাচি কিংস বনাম কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স ম্যাচের ফলাফল
শুক্রবার করাচি ন্যাশনাল স্টেডিয়ামে পিএসএল ২০২৫-এর অষ্টম লিগ ম্যাচে সম্মুখসমরে নামে করাচি কিংস ও কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে করাচি। তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৭৫ রান সংগ্রহ করে। ৪৭ বলে ৭০ রান করেন জেমস ভিনস। তিনি ৬টি চার ও ১টি ছক্কা মারেন। ডেভিড ওয়ার্নার করেন ২০ বলে ৩১ রান। তিনি ৫টি চার মারেন। কোয়েট্টার হয়ে ২টি করে উইকেট নেন মহম্মদ আমির ও আলি মজিদ। ১টি উইকেট নেন আবরার আহমেদ।
আরও পড়ুন:- বিশ্বকাপ খেলতে পারবে কিনা, বাংলাদেশের ভাগ্য নির্ধারণ আজ, হেরেও টিকিট পেতে পারে- কীভাবে?