চলতি মেজর লিগ ক্রিকেটে আগেই ২টি সেঞ্চুরি করেছিলেন ফ্যাফ ডু'প্লেসি। রবিবার টুর্নামেন্টে নিজের তৃতীয় শতরানের দোরগোড়ায় দাঁড়িয়ে ছিলেন টেক্সাস সুপার কিংসের ক্যাপ্টেন। তবে দলের স্বার্থে নব্বইয়ের ঘরে দাঁড়িয়েও ব্যাট ছেড়ে দেন ডু'প্লেসি। নিশ্চিত শতরানের হাতছানি উপেক্ষা করে ফর্মে থাকা ডোনোভন ফেরেইরাকে ব্যাট করার সুযোগ করে দেন সুপার কিংসের ক্যাপ্টন।
যদিও ডু'প্লেসির এই স্বার্থত্যাগের যথাযথ মর্যাদা দিতে পারেননি ডোনোভন। শেষ ওভারে নামমাত্র রানেই সন্তুষ্ট থাকতে হয় টেক্সাসকে। অবশ্য শেষমেশ সিয়াটেল অরকাসের বিরুদ্ধে ম্যাচ জিততে বিশেষ অসুবিধা হয়নি সুপার কিংসের। এই জয়ের সুবাদে লিগ টেবিলের শীর্ষস্থান দখল করে নেন ডু'প্লেসিরা।
লডারহিলে চলতি মেজর লিগ ক্রিকেটের ২৮তম লিগ ম্যাচে সম্মুখসমরে নামে টেক্সাস সুপার কিংস ও সিয়াটেল অরকাস। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে সুপার কিংস। তারা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৮৮ রান সংগ্রহ করে।
ক্যাপ্টেন ডু'প্লেসি ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩২ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। তিনি ৫২ বলে ৯১ রান করে রিটায়ার্ড আউট হন। অধিনায়কোচিত ইনিংসে ডু'প্লেসি ৬টি চার ও ৪টি ছক্কা মারেন। ফ্যাফ যখন ক্রিজ ছাড়েন, তখন ১৯ ওভারে সুপার কিংসের রান ৩ উইকেটে ১৮১। ডু'প্লেসি ভেবেছিলেন শেষ ওভারে ডোনোভন ফেরেইরা ঝড় তুলে দলকে ২০০-র গণ্ডি পার করাতে পারেন। যদিও তেমনটা হয়নি। শেষ ওভারে মাত্র ৭ রান ওঠে। উল্লেখযোগ্য বিষয় হল, ডু'প্লেসিই বিশ্বের একমাত্র ক্রিকেটার, যিনি নব্বইয়ের ঘরে দাঁড়িয়ে রিয়াটার্ড আউট হন।
শুভম রঞ্জনে ৪১ বলে ৬৫ রান করেন। তিনি ৪টি চার ও ৩টি ছক্কা মারেন। ৩টি বাউন্ডারির সাহায্যে ২০ বলে ১৮ রান করেন স্মিত প্যাটেল। ডোনোভন ৩ বলে ৩ রান করে আউট হন। ১ বলে ২ রান করে অপরাজিত থাকেন মার্কাস স্টইনিস।
পালটা ব্যাট করতে নেমে সিয়াটেল অরকাস ১৮.৪ ওভারে ১৩৭ রানে অল-আউট হয়ে যায়। ৫১ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে লিগ টেবিলের এক নম্বরে উঠে আসে টেক্সাস সুপার কিংস। সিয়াটেলের হয়ে কাইল মায়ের্স ৩৫, শিমরন হেতমায়ের ২৬, সিকন্দর রাজা ২৩, হরমীত সিং ১৫ ও অ্যারন জোনস ১৪ রান করেন।
সুপার কিংসের অ্যাডাম মিলনে ৩.৪ ওভারে ১টি মেডেন-সহ ২৩ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন। ২টি করে উইকেট নেন নূর আহমেদ ও আকিল হোসেন। ১টি উইকেট পকেটে পোরেন মার্কাস স্টইনিস। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন ডু'প্লেসি।