বৈভব সূর্যবংশীর বিশ্বরেকর্ড গড়া শতরান, সঙ্গে অত্যন্ত ধারাবাহিক বিহান মালহোত্রার অনবদ্য সেঞ্চুরি। ভারতের দুই টপ-অর্ডার ব্যাটারের দাপটে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের চতুর্থ যুব ওয়ান ডে ম্যাচে বড় জয় তুলে নিল ভারত। সেই সুবাদে এক ম্যাচ বাকি থাকতেই ৫ ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করল অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল। ভারত এখনই সিরিজে লিড নিয়ে নেয় ৩-১ ব্যবধানে। অর্থাৎ, পঞ্চম তথা শেষ ম্যাচের ফলাফল যাই হোক না কেন, ট্রফি উঠবে ভারতের ক্যাপ্টেন আয়ুষ মাত্রের হাতেই।
ওরস্টার কাউন্টি গ্রাউন্ডে অনুষ্ঠিত সিরিজের চতুর্থ যুব ওয়ান ডে ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ভারত। তারা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ৩৬৩ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। বৈভব সূর্যবংশী ব্যাট হাতে তাণ্ডব চালান। তিনি মাত্র ৫২ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন।
আরও পড়ুন:- MLC 2025: ৯ বলে ৩৭ রান, ৫ ওভারের ধুন্ধুমার ম্যাচে সুপার কিংসকে জেতালেন প্রোটিয়া তারকা
বৈভব সূর্যবংশীর বিশ্বরেকর্ড
যুব ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে সব থেকে কম বলে সেঞ্চুরি করার বিশ্বরেকর্ড গড়েন যশস্বী জসওয়াল। অর্থাৎ, অনূর্ধ্ব-১৯ পর্যায়ে ৫০ ওভারের ক্রিকেটে এত কম বলে সেঞ্চুরি করতে পারেননি বিশ্বের আর কেউ।
বৈভব শেষমেশ ১৪৩ রান করে সাজঘরে ফেরেন। ৭৮ বলের বিধ্বংসী ইনিংসে তিনি ১৩টি চার ও ১০টি ছক্কা মারেন। বিহান মালহোত্রা ১২১ বলে ১২৯ রানের অনবদ্য ইনিংস খেলেন। তিনি ১৫টি চার ও ৩টি ছক্কা মারানে। ব্যাট হাতে ফের ব্যর্থ হন আয়ুষ মাত্রে। তিনি ১টি বাউন্ডারির সাহায্যে ১৪ বলে ৫ রান করে সাজঘরে ফেরেন।
ইংল্যান্ডের হয়ে জ্যাক হোম ৬৩ রানে ৪ উইকেট দখল করেন। ৫৪ রানে ৩টি উইকেট নেন সেবাস্টিয়ান মর্গ্যান। ১টি করে উইকেট নেন জেমস মিন্টো ও বেন মায়েস।
জলে গেল অ্যান্ড্রু ফ্লিন্টফের ছেলের শতরান
পালটা ব্যাট করতে নেমে ইংল্যান্ডের যুব দল ৪৫.৩ ওভারে ৩০৮ রানে অল-আউট হয়ে যায়। অর্থাৎ, ৫৫ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে ভারতের যুব দল। ব্রিটিশ দলের হয়ে লড়াকু শতরান করেন অ্যান্ড্রু ফ্রিন্টফের ছেলে রকি ফ্লিন্টফ। তিনি ৭টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৯১ বলে ১০৭ রান করে আউট হন।
এছাড়া বিজে ডাউকিন্স ৬৭ ও জোসেফ মুরস ৫২ রান করেন। ভারতের হয়ে ৬৩ রানে ৩ উইকেট নেন নমন পুষ্পক। ৫৫ রানে ২টি উইকেট নেন আরএস অম্বরিশ। ইংল্যান্ডের ৩ জন ব্যাটার রান-আউট হয়ে সাজঘরে ফেরেন।