অক্ষর প্যাটেলের প্রশংসা করে রোহিত শর্মা বলেছেন যে, তিনি ব্যাটসম্যান হিসেবে উল্লেখযোগ্য উন্নতি করেছেন, তাই ভারত তাঁকে ওয়ানডেতে পাঁচ নম্বরে ব্যাট করার দায়িত্ব দিয়েছে। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অক্ষর বাংলাদেশের বিরুদ্ধে মাত্র আট রান করে আউট হয়েছিলেন, এরপর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ছয় উইকেটের জয়ে ব্যাট হাতে তেমন কিছু করতে হয়নি।
তবে, ভারতের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন অক্ষর। বাঁহাতি এই ব্যাটসম্যান ৬১ বলে ৪২ রান করেন, যেখানে ছিল তিনটি চার ও একটি ছক্কা। শুরুর দিকেই শুভমন গিল, রোহিত শর্মা ও বিরাট কোহলির উইকেট হারানোর পর, চতুর্থ উইকেটে শ্রেয়স আইয়ার সঙ্গে ৯৮ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েছিলেন অক্ষর।
অক্ষর প্যাটেলকে নিয়ে কী বললেন রোহিত শর্মা-
সেমিফাইনালে নামার আগে অক্ষর প্যাটেলকে নিয়ে কথা বলতে গিয়ে রোহিত শর্মা বলেন, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ শুরুর সময়ই ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফ থেকে অক্ষরকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছিল। পরিস্থিতি যেমনই হোক তাঁকে পাঁচ নম্বরে ব্যাট করতে হবে বলে জানান হয়েছে। রোহিতের মতে, গত এক বছরে অক্ষর ব্যাটিংয়ে অনেক উন্নতি করেছেন, তা দুর্দান্ত। আর এ কারণেই ভারতীয় দল অক্ষরকে মিডল অর্ডারে ব্যাট করানোর সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন … CT 2025: বরুণকে কেন শেষ মুহূর্তে টিমে নেওয়া হল? বড় রহস্য ফাঁল করলেন রোহিত
কেন মিডিল অর্ডারে খেলতে নামে অক্ষর?
মঙ্গলবার দুবাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের সেমিফাইনালের আগে রোহিত শর্মা জানান যে দলের ম্যানেজমেন্ট অক্ষরের সাম্প্রতিক ব্যাটিং পারফরম্যান্সে মুগ্ধ। রোহিত শর্মা বলেন, ‘অক্ষর সম্পর্কে বলতে গেলে, আমরা তার কাছ থেকে এটাই চেয়েছিলাম। যখন আমরা ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ শুরু করি, তখনই তাকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছিল যে, পরিস্থিতি যেমনই হোক, তুমি পাঁচ নম্বরেই ব্যাট করবে। গত এক বছরে তার ব্যাটিংয়ে যে ধরনের উন্নতি হয়েছে, তা দেখার মতো। আর সেখান থেকেই আমরা অনুভব করেছি যে, তাকে মিডল অর্ডারে ব্যাটিং করানোর সুযোগ নিতে পারি এবং সে স্বাধীনভাবে খেলতে পারবে।’
আরও পড়ুন … CT 2025: কেউ ট্র্যাভিসকে আউট করে দাও… IND vs AUS ম্যাচের আগে রোহিতকে সতর্ক করলেন মঞ্জরেকর
রোহিত শর্মা জানান অক্ষর প্যাটেল চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন-
রোহিত শর্মা বলেন, ‘এটাই সে করে। ও খেলাকে চ্যালেঞ্জ নিতে ভালোবাসে, শট খেলতে পছন্দ করে। কখনও কখনও দল কঠিন পরিস্থিতিতে পড়লে, ইতিবাচক মানসিকতা নিয়ে খেলা দরকার হয়। আর অক্ষর প্যাটেল আমাদের সেই সুযোগ দেয়। টি২০ বিশ্বকাপ ফাইনালেই সেটা দেখিয়েছিল, যেখানে ওর ইনিংস ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে দিনও আমরা তিন উইকেট হারিয়ে চাপে ছিলাম, কিন্তু ও যে ব্যাটিং করল, তাতে আমাদের ভালো একটা স্কোর গড়তে সাহায্য করল।’
আরও পড়ুন … IML 2025: ৫৫ বলে অপরাজিত ৮২ রান আমলার! ঝড় পিটারসেনেরও, ইংরেজদের ওড়ালেন প্রোটিয়ারা
অক্ষরের প্রশংসায় পঞ্চমুখ রোহিত
তিনি যোগ করে বলেন, ‘এটাই আমরা আশা করি। যখনই ও সুযোগ পেয়েছে, প্রত্যাশার চেয়েও বেশি কিছু করে দেখিয়েছে। ব্যাটিংয়ে নিজেকে আরও উন্নত করেছে। এমন একজন ক্রিকেটার দলে থাকা সবসময়ই ভালো।’
পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে এখনও পর্যন্ত কেমন খেলেছেন অক্ষর প্যাটেল
পাঁচ নম্বরে ব্যাট করে এখন পর্যন্ত সাত ম্যাচে ৩৭.৮৩ গড়ে ২২৭ রান করেছেন অক্ষর প্যাটেল। যেখানে তার সর্বোচ্চ স্কোর ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে নাগপুরের ভিসিএ স্টেডিয়ামে ৫২ রান। এছাড়াও, রোহিত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ বিশ্বকাপ ফাইনালে অক্ষরের গুরুত্বপূর্ণ ৪৭ রানের ইনিংসের কথা স্মরণ করিয়ে দেন, সেই সময়েও ভারত কঠিন পরিস্থিতিতে ছিল। ভারত তিনটি ম্যাচ জিতে গ্রুপ-এ-তে শীর্ষে রয়েছে, ছয় পয়েন্ট এবং +০.৭১৫ নেট রান রেটে। ২০১৩ ও ২০১৭ সালের পর পরের তৃতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে উঠতে চাইবে টিম ইন্ডিয়া।