বাংলা নিউজ > ক্রিকেট > CSK IPL 2024 Schedule: প্রথমেই ধোনি বনাম বিরাট, তারপর সামনে GT, IPL-এ কবে কার বিরুদ্ধে নামবে CSK?
পরবর্তী খবর
CSK IPL 2024 Schedule: প্রথমেই ধোনি বনাম বিরাট, তারপর সামনে GT, IPL-এ কবে কার বিরুদ্ধে নামবে CSK?
1 মিনিটে পড়ুন Updated: 22 Feb 2024, 07:12 PM ISTAyan Das
CSK IPL 2024 Schedule: লোকসভা নির্বাচনের জন্য মাত্র ১৭ দিনের আইপিএলের সূচি ঘোষণা করা হল। প্রথম ম্যাচেই নামতে চলেছে চেন্নাই সুপার কিংস (সিএসকে)। মুখোমুখি হবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন- তাই স্বভাবতই ২০২৪ সালের প্রথম ম্যাচ খেলতে চলেছে চেন্নাই সুপার কিংস (সিএসকে)। আর ঘরের মাঠ চিপক স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ খেলবেন মহেন্দ্র সিং ধোনিরা। এবারের আইপিএলের প্রথম ১৭ দিনের যে সূচি ঘোষণা করা হয়েছে, তাতে মোট চারটি ম্যাচ খেলবেন তাঁরা। ঘরের মাঠে দুটি ম্যাচ পড়েছে চেন্নাইয়ের। আর দুটি অ্যাওয়ে ম্যাচ খেলবে। ঘরের মাঠে খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং গুজরাট টাইটানসের বিরুদ্ধে। অর্থাৎ প্রথম ম্যাচে ধোনি এবং বিরাট কোহলির লড়াই হবে। আর দ্বিতীয় ম্যাচেই গতবারের আইপিএলের রানার্স-আপ গুজরাটের বিরুদ্ধে নামবে। যে গুজরাটকে হারিয়েই গতবার আইপিএল জিতেছিলেন ধোনিরা।
২০২৩ সালের আইপিএলে একটি ম্যাচেই মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ছয় উইকেটে ২২৬ রান তুলেছিল চেন্নাই। ৪৫ বলে ৮৩ রান করেছিলেন ডেভন কনওয়ে। ২৭ বলে ৫২ রান করেছিলেন শিবম দুবে। ২০ বলে ৩৭ রান করেছিলেন অজিঙ্কা রাহানে। জবাবে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ২১৮ রান তুলেছিল ব্যাঙ্গাল। আট রানে জিতে গিয়েছিল চেন্নাই। ৩৩ বলে ৬২ রান করেছিলেন ফ্যাফ ডু'প্লেসি। ৩৬ বলে ৭৬ রান করেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল।